বাংলা ই-বুক ডাউনলোডের কিছু জনপ্রিয় ওয়েবসাইট

ই-বুক পড়া দিন দিন বেশ জনপ্রিয়তা পাচ্ছে।তাই অনেকে E-book

বাংলা ই-বুক ডাউনলোডের কিছু জনপ্রিয় ওয়েবসাইট 2

ডাউনলোডের ওয়েবসাইটের খোজ করে থাকেন।কিন্তু অনেকে ওয়েবসাইটগুলির ঠিকানা খুজে পান না।তাই আজকে আমি আপনাদের কিছু বাংলা ইবুক ডাউনলোডের ওয়েবসাইট গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেব।তাহলে আসুন দেখে নিই বাংলা ই-বুক ডাউনলোডের ওয়েবসাইটগুলোর ওয়েব ঠিকানা।

 ফ্রি বাংলা ই-বুক ডাউনলোডের ওয়েবসাইটগুলির ওয়েব ঠিকানা:
বাংলা ইন্টারনেট ডট কম এই ওয়েবসাইটটিতে ইবুক ডাউনলোড করার জন্য কোনো রেজিষ্ট্রেশন বা ফি দিতে হয় না।এখানে ডাউনলোড করতে অতিরিক্ত সময় লাগে না।এটি বাংলা পিডিএফ ডাউনলোডের মোটামুটি বড় একটি সংগ্রহশালাও বটে।প্রচুর বই এখানে রয়েছে গোছালোভাবে।সরাসরি ডাউনলোড লিঙ্ক ব্যবহার করা হয়েছে ডাউনলোড সুবিধার জন্য।
বাংলা কিতাব ডট কম এটি ইসলামিক ইবুক ডাউনলোডের একটি ওয়েবসাইট।এখানে বেশ কিছু ইসলামিক ইবুক পাওয়া যায়।ডাউনলোড জনিত কোন সমস্যা নেই এবং কোন প্রকার অতিরিক্ত সময় লাগে না।পরিচ্ছন্ন,সুন্দর এবং গোছালো একটি ওয়েবসাইট।

অল বুকস ডট কম  বাংলা ইবুক ফ্রি ডাউনলোডের ওয়েবসাইট।এখানে ১১০০+ ফ্রি পিডিএফ বা ইবুক ফাইল রয়েছে।কোনো রেজিষ্ট্রেশন বা মেম্বার হওয়া লাগে না,সরাসরি ভিজিট করেই ডাউনলোড করা যায়।

দ্যা বাংলা বুক ডট কম এটিও বাংলা বই ডাউনলোডের ওয়েবসাইট।এখানে ১৮০০+ ই-বুক রয়েছে।বিভিন্ন বাংলা বই এখানে রয়েছে।

ফ্রিবুকস ডট বাংলাপিডিএফ ডটনেট  এটিও একটি ফ্রি বাংলা ইবুক ডাউনলোডিং ওয়েবসাইট।আপনারা এখান থেকে ফ্রি ইবুক ডাউনলোড করতে পারবেন।

ইবুক ডট গভ ডট বিডি  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম-এর উদ্যোগে এই ওয়েবসাইটটি বিনামুল্যে শিক্ষাস্তরের ইবুকগুলি প্রদান করে থাকে।এ পর্যন্ত সাইটটিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই ই-বুক আকারে আপলোড করে রাখা হয়েছে।

গো বাংলা বুকস ডট কম অনলাইনে বাংলা ইবুক ডাউনলোডের এটি একটি ফ্রি ওয়েবসাইট।বিভিন্ন লেখকের বাংলা বই এখানে পাওয়া যায়।বাংলাদেশ সহ ভারতের লেখকের বাংলা ইবুকও এখানে পাওয়া যায়।

বি:দ্র: সাধারনত দেখা যায় কিছু ইবুক ডাউনলোডের ওয়েবসাইটে নিয়মিত ইবুক ডাউনলোড করতেছেন হঠাৎ একদিন সেই ওয়েবসাইটে ভিজিট করলেন ইবুক ডাউনলোড করার জন্য এবং দেখতে পেলেন সেখানে কোন ইবুক নেই,যা রয়েেছে তা হল বিজ্ঞাপন,তা বিভিন্ন ধরনের হতে পারে চিত্রভিত্তিক বা লেখাভিত্তিক।আবার বেশ কয়েকদিন বা কয়েকমাস পর আবারও সেখানে ইবুক পাওয়া যায়,অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে।এতে কষ্ট পাওয়ার কিছু নেই কারন ইবুক ডাউনলোডের ওয়েবসাইটে এটি একটি প্রচলিত ব্যবসা।এরকম সমস্যায় পড়লে আপাতত অন্য ওয়েবসাইটে ভিজিট করে ইবুক ডাউনলোড করুন।

আরও দেখে নিতে পারেন-

এছাড়াও ফ্রি  ডাউনলোড করতে পারেন কিছু বাংলা ইবুক-
হেল কমান্ডো, হলো না,রত্না, সাগর সঙ্গম, লাল পাহাড়,মৃত্যুবান, মায়ান ট্রেজার, মরুকন্যা, ব্লাড লাইন, বেশ্যাপাড়ার পাঁচটি দুর্লভ সংগ্রহ(শুধু প্রাপ্তবয়স্কদের জন্য), বিশ্বের শ্রেষ্ট রহস্য গল্প,বিপদে সোহানা, পৃথিবী শুধু বিবাহিত পুরুষদের জন্য, নীল ছবি, জুলভার্ন রচনা সমগ্র, চাঁদে অভিযান

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ