ফ্রী লোগো বানান নিজেই !!!

নিজের ওয়েবসাইট/প্রতিষ্ঠানের লোগো নিজেই তৈরি করুন খুব সহজেই ! এ জন্য আপনাকে অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার হতে হবে না। কোন টাকাও খরচ করতে হবে না !! নিজেই ঘরে বসে, নিজের পছন্দ মত লোগো বানিয়ে ফেলুন।

www.tailorbrands.com

লোগো বানাতে সময় লাগবে মাত্র ৩০ সেকেন্ড !!!

৩ ধরনের লোগো বানানো যাবে …

১. আইকন ভিত্তিকঃ   আপনার ওয়েবসাইট/প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার পছন্দমত আইকন নির্বাচন করতে পারবেন, কয়েক’শ আইকনের মধ্যে আপনি নিজেও সার্চ দিয়ে আইকন বের করতে পারবেন।
২. নাম ভিত্তিকঃ আপনার ওয়েবসাইট/প্রতিষ্ঠানের নামের অক্ষর দিয়ে লোগো তৈরি করতে পারেন।  সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট/প্রতিষ্ঠানের নামের LETTER গুলোর নাম বিভিন্ন ফন্টে দেখতে পারবেন। আপনার পছন্দের গুলো নির্বাচন করে, শেষ ধাপে আপনার লোগোটি সিলেক্ট করতে পারবেন।
৩. প্রাথমিক ভিত্তিকঃ আপনার ওয়েবসাইট/প্রতিষ্ঠানের নামের প্রথম Letter দিয়ে বিভিন্ন ফন্টে আইকন এর মতো পাওয়া যাবে, সেখান থেকে সামঞ্জস্যপূর্ণ এবং আপনার পছন্দমত আইকন নির্বাচন করতে পারবেন।
*লোগো নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই লক্ষ রাখবেন যেন সেটি আপনার ওয়েবসাইট/প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
*সাধারনের মধ্যে ইউনিক লোগো তৈরির চেষ্টা করুন।
*লোগো আপনার ওয়েবসাইট/প্রতিষ্ঠানের পরিচয় বহন করবে।
*এমন লোগো তৈরি করুন যা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে।
tailorbrands এর সাহায্যে খুব লোগো তৈরি করতে পারবেন, এখন আর টাকা দিয়ে বা অন্যকারো মাধ্যমে লোগো তৈরি করতে হবে না !
tailorbrands ইউটিউব চ্যানেল এর মাধ্যমে আপনি আরও ভালো করে ডিজাইন করা শিখতে পারেন।
লিঙ্কঃ

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ