পবিত্র মাস রমজান। রমজান মাসে শয়তান শেকলে বাঁধা থাকে এটা আমরা সচরাচর বলতে শুনি। হাদিসে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে শয়তান শেকলে বাঁধা থাকে। তাহলে প্রশ্ন, রমজানে শয়তান শেকলে বাঁধা থাকলে কীভাবে পাপ করে মানুষ এমন প্রশ্ন করা হয় পিসটিভির আলোচনায় জাকির নায়েককে। উত্তরে ডা. জাকির নায়েক কয়েকটি উত্তর দিয়েছেন।
প্রথম উত্তরে জাকির নায়েক বলেন, রমজানে শয়তান বাঁধা থাকে মানে এ নয়, শয়তানকে মেরে ফেলা হয়। বরং তার ক্ষমতা এখনো আছে কিন্তু তীব্রতা অনেক কম। একটি উদাহরণ টেনে তিনি বলেন, যেমন সিংহ মুক্ত থাকলে মানুষের ক্ষতির সম্ভাবনা বেশি। আর যদি বাঁধা থাকে তাহলে ক্ষতির সম্ভাবনা কম। তবে এর মানে এ নয় যে, সিংহ বাঁধা থাকবে আর তার কাছে গেলেও সে ক্ষতি করবে না। রমজানে শয়তানের বিষয়টিও এমন- সে বাঁধা থাকে। তবে তার কাছে গেলে সেও ক্ষতি করে।
দুই….. continue
Comments (No)