আমরা যারা অনলাইন এ বিচরণ করি ,তাদের সবারই নানা সময় প্রয়োজন পরে ফ্রি ফাইল শেআর এর সাইট গুলি থেকে নানা কিছু ডাউনলোড করা ।কিন্তু বেশির ভাগ সময় দেখা যায় ,একটার বেশি ফাইল ডাউন লোড করা যায় না বা অনেক অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ।যা নিসন্দেহে বিরক্তিকর ,আবার ওই সাইট গুলি কে টাকা দিয়ে একাউন্ট করাও আমাদের সবার পক্ষে সম্ভব হয় না ।
আবার সকল ফাইলই সবসময় সরাসরি পওয়া যায় না বিধায় আমাদেরকে Hotfile, Megaupload, Megashare, Rapidshare, Easy Share, Uploadcity, FileSonic ইত্যাদি শেয়ারিং সাইট থেকে আমাদের ডাউনলোড করতে হয়।টিউনারপেজ এর নানা কিছু ডাউন লোড করতে গেলেও একই সমসসা তে পড়তে হয় ।
সে জন্য ইচ্ছা থাকা সত্তেও তাত্ক্ষণিক অনেক কিছু নামানো যায় না এবং পরবর্তিতে দেখা যায় ওই ফাইল গুলি যখন আমার সময় হয় তত দিনে মুছে ফেলা হয়েছে সার্ভের থেকে ,সাইট কর্তৃপক্ষ যা নিয়মিত করে থাকে । আর তাই আজ আপনাদের আমি একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো , যে সাইটে প্রতিদিন ৫০০ $ মূল্যের বিভিন্ন প্রিমিয়াম একাউন্টগুলো দিয়ে থাকে ।
যার ফলে আপনাদের এ জাতীয় সমস্যা থেকে আশা করি কিছুটা সাহায্য করবে এই সাইটটি । ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন …
Comments (No)