নারীদের জন্য ছয়টি অ্যাপস!

বাড়িতে নিজের জন্য কমই সময় মেলে বর্তমান নারীর। তাই জীবনকে সহজ, নিয়মমাফিক আর স্টাইলিস করতে আধুনিক নারীর জন্য ইন্টারনেটে রয়েছে নানারকম অ্যাপস। স্মার্টফোনের সুবাদে এসব অ্যাপস ব্যবহার করছেন অনেকে। জেনে নিন নারীর জন্য চমৎকার ছয়টি অ্যাপস সম্পর্কে –

মিন্ট অ্যাপ
সারাদিনের খরচার পর বাড়ি ফিরে আর টাকার হিসেব মেলাতে পারছেন না? কত রয়েছে, কত খরচ হলো এ হিসেবের ঝামেলা ছেড়ে দেওয়া যাবে মিন্ট অ্যাপসের ঘাড়ে। আয়, সঞ্চয় আর বাজেট সম্পর্কে অ্যালার্ট দেবে মিন্ট নিজেই।

স্টাইলবুক অ্যাপ
নিজের সব গেটআপ লুক আপলোড করলে  আপনার পছন্দের সঙ্গে মিলিয়ে সাজগোজ আর ড্রেস আইডিয়া দিতে পারবে স্টাইলবুক।

কুকমি অ্যাপ
রোজ রোজ কী রাঁধবেন ভেবে ক্লান্ত? বিভিন্ন সহজ রেসিপি দিয়ে কুকমিই বলে দেবে আজ কী রাঁধবেন।

ওপি অ্যাপ
নেইল আর্ট এক্সপার্ট ওপি দেখাবে নখে কোন রং কতটা মানাবে।

নাইকি+ট্রেইনিং ক্লাব
সবার এনার্জি এক মাত্রার নয়। নারীদের জন্য বিশেষ এ অ্যাপ সাজানো রয়েছে মোট একশো ওয়ার্কআউট নিয়ে। নিজের এনার্জি লেভেল বুঝে সহজেই সিলেক্ট করুন আপনার জন্য পারফেক্ট ওয়ার্কআউট কোনটি।

মাইপিল অ্যাপ
বার্থ কন্ট্রোল পিল সেবনের সময়, সাইড ইফেক্ট ও কনসালটেন্টের পরামর্শ নেওয়ার সময় সবই জানান দেবে এ অ্যপস।

 

সূত্রঃ ইন্টারনেট

 

 

 

 

 

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ