Download করুন বাংলা হাদিস Software Search,Copy এবং রয়েছে আরও অনেক Feature

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন। আশা করি আল্লাহ্‌র রহমতে ভাল আছেন।

আজ আপনাদের কাছে Download করারা জন্য নিয়ে এলাম।

♥ডাউনলোড করুন বাংলা হাদিস সফটওয়্যার সার্চ,কপি এবং রয়েছে আরও অনেক ফিচার

এই সফটওয়্যারটি-DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)-এর তৈরি করেছেন।

পোস্টএর প্রথমে একটা হাদিস দিয়ে শুরু করতে চাই।

দুনিয়ার প্রতি অনাসক্তি ও মর্মস্পর্শী বিষয়সমূহ
::সহিহ মুসলিম :: বই ৪২ :: হাদিস ৭০৫৯

আব্দুল্লাহ ইবন মাসলামা ইবন কানাব (র)…….জাবির ইবন আব্দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা রাসুলুল্লাহ (সা) আলীয়া অঞ্চল হতে মদীনায় আসার পথে এক বাজার দিয়ে যাচ্ছিলেন । এ সময় রাসুলুল্লাহ (সা) -এর উভয় পার্শে বেশ লোকজন ছিল । যেতে যেতে তিনি ক্ষুদ্র কান বিশিষ্ট একটি মৃত বকরীর বাচচার নিকট পৌছলেন । অতঃপর তিনি এরকান ধরে বললেন, তোমাদের কেউ কি এক দিরহামের বিনিময়ে উহা নিতে আগ্রহি । তখন উপস্থিত লোকেরা বললেন, কোন কিছুর বিনিময়ে আমরা উহা নিতে আগ্রহী নই এবং এটি নিয়ে আমরা কি করব? তখন রাসুলুল্লাহ (সা) বললেনঃ বিনা পয়সায় তোমরা কি উহা নিতে আগ্রহী? তারা বললেন, এ যদি জীবিত তে তবুও তো এটা দোষী । কেননা এর কান হচ্ছে ক্ষুদ্র ,ক্ষুদ্র । আর এখন তো উহা মৃত, কিভাবে আমরা তা গ্রহণ করব? এরপর তিনি বললেন, আল্লাহর কসম! এ তোমাদের নিকট যতটা তুচ্ছ, আল্লাহর নিকট দুনিয়া এর চেয়েও অধিক তুচ্ছ ।

ফিচার সমূহ

2)বাংলা ট্রি ও সাব-ট্রি মেনু

3)আরবী + বাংলা + ইংলিশ ভাষায় হাদিস

4 পৃথিবীর সর্বপ্রথম তিনটি ভাষায় তৈরিকৃত অফলাইন সফটওয়্যার

5)হাদিস খোজাঁর জন্য শক্তিশালী সার্চ অপশন

6) ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করার বিশেষ সুবিধা

7)রিয়াযুস স্ব-লিহীনের হাদিস ব্যাখ্যা (ইংলিশ)

8) সহজ নেভিগেশন পয়েন্ট

—-FEATURES—-

1) This Is Chm format

2) English tree & child menu

3) Consist 3 Language Arabic+ Bangla + English.

4) Powerful Search options (windows help)

5) Add your favorite Hadith

6) Sahih Bukhari, Sahih Muslim & Riyad-us-Saleheen

7) Commentary of Riyad-us-Saleheen 8)Quick Navigation arrow

9) Easily copy & paste with (Unicode font) 10) Easy print options

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ