কুইজের নিয়ম-কানুন

ত্রৈমাসিক কুইজ প্রতিযোগীতা-২০১৯

প্রতিযোগিতা শুরু

১৫ এপ্রিল- ২০১৯ তারিখ

প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

১৫ জুলাই- ২০১৯ তারিখ

বিজয়ীদের তালিকা প্রকাশ

১৬ জুলাই ২০১৯ তারিখ

পুরষ্কার বিতরণি অনুষ্ঠান

০১ আগষ্ট ২০১৯ তারিখ

কর্তৃপক্ষ প্রয়োজনে সময়ের রদবদল করতে পারেন

কুইজ প্রতিযোগীতার নিয়মাবলি

* কুইজে যে কেউ অংশগ্রহন করতে পারবে।

* ১০০ নম্বরের প্রতিযোগীতা হবে। ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে ১ নম্বর। ভূল উত্তরের জন্য ০.৫০ মার্কস কর্তন করা হবে।

* এপ্রিল মাসে ৪০টি প্রশ্ন, মে মাসে ৩০টি প্রশ্ন এবং জুন মাসে ৩০ প্রশ্ন করা হবে।(৪০+৩০+৩০=১০০ টি প্রশ্ন) মোট মাকর্স হল- ১০০

* প্রশ্নগুলো প্রতি মাসের ১৫ তারিখ পাবলিশ করা হবে আর পরের মাসের ১৫ তারিখ পর্যন্ত উত্তর দেয়ার সময় থাকবে।। ১৫ তারিখের মধ্যে উত্তরগুলো কর্তৃপক্ষের কাছে পৌছাতে হবে। 

* ১৬ জুলাই ২০১৯ ইং তারিখে বিজয়ীদের তালিকা আমাদের ওয়েভসাইটে প্রকাশিত হবে। এবং গোটা মাস তালিকাটি থাকবে। এছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে।

* কোনো প্রতিযোগীর নম্বর সমান হয়ে গেলে লটারির মাধ্যমে প্রার্থীদের স্থান নির্ধারিত হবে।

* প্রতিটি কুইজের উত্তর অবশ্যই আমাদের সাইটে পাওয়া যাবে।

পুরষ্কার

প্রথম পুরষ্কার ***** টাকা।

দ্বিতীয় পুরষ্কার ***** টাকা।

তৃতীয় পুরষ্কার ***** টাকা।

৪র্থ ও ৫ম পুরষ্কার ***** টাকা।

৬ নম্বর থেকে ২০ নম্বর পর্যন্ত ***** টাকা।

২১ নম্বর থেকে ৫০ নম্বর পর্যন্ত ***** টাকা।

বিশেষ দ্রষ্টব্য: পুরষ্কারের পরিমাণ কুইজ পরিচালনা কমিটির সভা সমাপ্ত হওয়ার পর ঘোষণা করা হবে।

প্রাইজ দাতা

প্রাইজ দাতা/দাতাদের নাম পরিচালনা কমিটির সভা সমাপ্ত হওয়ার পর ঘোষণা করা হবে।

আপডেট পেতে সাথে থাকুন।

আরো বিস্তারিত জানতে চাইলে

ইমেইল করুন

nazruld@yahoo.com

FaceBook

https://web.facebook.com/nazrul40

মোবাইল

০১৭১৬-৩৮৬৯৫৮

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ