কিভাবে Upwork কাজ পাওয়া যাবে? আপওয়ার্কে দ্রুত কাজ পাওয়ার উপায়। বর্তমান সময়ে অনলাইন সেক্টরে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর মধ্যে অন্যতম হল- Upwork. সারা পৃথিবীতে নতুন নতুন ক্লাইনদের সঙ্গে যুক্ত হয়ে অনলাইনে নিজের পছন্দমত কাজগুলো করে নিয়মিত টাকা আয় করার জন্য সেরা প্ল্যাটফর্ম হল Upwork.
তার কারণ Upwork এ এমন কতগুলো জনপ্রিয় কাজ রয়েছে। যেগুলো করে, বেশ ভালো পরিমাণে টাকা ইনকাম করার সুযোগ রয়েছে।
তাই আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে, নিজেকে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপওয়ার্ক বেছে নিতে পারেন। এক্ষেত্রে Upwork প্রচুর পরিমাণে কাজ থাকা সত্ত্বেও প্রথম অবস্থায় কাজ পাওয়া একটু কঠিন ব্যাপার। কিভাবে Upwork কাজ পাওয়া যাবে? আপওয়ার্কে দ্রুত কাজ পাওয়ার উপায়।
এক্ষেত্রে আপনাদের মনে রাখার প্রয়োজন আপনি যদি নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ জীবনে একজন সফল ফ্রিল্যান্সারের খাতায় নাম লিখাতে চান সে ক্ষেত্রে Upwork আপনাকে বিশেষভাবে সহায়তা করবে।
তাই আপনার যদি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার আগ্রহ এবং ধৈর্য থাকে। তাহলে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। কারণ আমরা এখানে, আপনার সুবিধার্থে কিভাবে Upwork কাজ পাওয়া যাবে? আপওয়ার্কে দ্রুত কাজ পাওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব।
কিভাবে Upwork কাজ পাওয়া যাবে? আপওয়ার্কে দ্রুত কাজ পাওয়ার উপায়।
আপনি যদি ফ্রিল্যান্সিং কাজে দক্ষ হয়ে থাকেন কিন্তু কাজ পেতে সমস্যা হচ্ছে। বিশেষ করে, Upwork এ একটি একাউন্ট তৈরি করেছেন কাজ পাওয়ার আশায়। কিন্তু কোনভাবেই কাজ পাচ্ছেন না।
তাই আজকের এই আর্টিকেলটি অনুসরণ করলে, আমাদের দেওয়া পরামর্শ অনুযায়ী কাজ করে Upwork থেকে সহজেই কাজ নিতে পারবেন।
তো চলুন, বিস্তারিত শুরু করা যাক।
প্রফেশনাল ভাবে Upwork প্রোফাইল তৈরি করুন
আপনাদের সকলকেই মনে রাখতে হবে যে, Upwork এ থাকা আপনার প্রোফাইলটি কিন্তু ডিজিটাল resume হিসেবে কাজ করবে। আর সেজন্য আপনাকে Upwork প্রোফাইল কে যতটা সম্ভব প্রোফেশনাল করে তৈরি করার চেষ্টা করবেন। এছাড়া মনে রাখবেন যে কোন ক্লাইন্ট আপনাকে কাজ দেওয়ার পূর্বে আপনার তৈরি করা Upwork প্রোফাইল টি পর্যবেক্ষণ করে দেখবে।
বিশেষ করে আপনার কাজের দক্ষতা/অভিজ্ঞতা, প্রোফাইলের ছবি, কাজের কৌশল ইত্যাদি বিষয় গুলোর উপর বেশি নজর থাকে একজন ক্লায়েন্টের। সেজন্য নিজের Upwork প্রোফাইলে গিয়ে প্রথমে একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার আপলোড করবেন। একটি আকর্ষণীয় শিরোনাম এবং নিজের কাজের দক্ষতা গুলো সংযুক্ত করবেন।
- ৭ টি সহজ অনলাইন ইনকাম পদ্ধতি || চাইলে আপনিও শুরু করতে পারেন।
Upwork প্রোফাইলে দৃশ্যমানতা বৃদ্ধি করার জন্য, আপনার অভিজ্ঞতার সঙ্গে প্রাসঙ্গিক কিওয়ার্ডগুলো। বিভিন্ন জায়গাতে অবশ্যই ব্যবহার করবেন। আপনার প্রোফাইল যত বেশি ক্লাইন্টরা দেখবে তত বেশি কাজ পাওয়ার সুযোগ বেড়ে যাবে। তাই অবহেলা না করে প্রফেশনাল ভাবে একটি প্রোফাইল তৈরি করুন।
Upwork এ নিয়মিত সক্রিয় থাকুন
Upwork থেকে ভালো ভালো কাজ পেতে চাইলে আপনাকে অবশ্যই নিয়মিত সক্রিয় থাকতে হবে। আর বিশেষ করে, নিয়মিত থাকার পাশাপাশি আপনাকে নতুন নতুন কাজ গুলো খুঁজতে হবে। যখন আপনার দক্ষতা অনুযায়ী কোন কাজ দেখতে পারবেন। সঙ্গে সঙ্গে নিজের কানেকশন ব্যবহার করে কাজের প্রস্তাব জমা দিতে হবে।
Upwork এ এরকমভাবে নিয়মিত একটিভ থাকার মাধ্যমে। কাজের প্রস্তাব জমা দেয়ার ফলে। নিজেকে Upwork সার্চ রেজাল্টের অন্তর্ভুক্ত করা সম্ভব না প্রচুর পরিমাণে বৃদ্ধি করে নিতে পারবেন।
Upwork সার্চ রেজাল্ট থেকে আপনি প্রচুর ক্লায়েন্টের নজরে আসবেন।
- ওয়েব ডেভেলপমেন্ট কি? ওয়েব ডেভেলপার হওয়ার কমপ্লিট গাইডলাইন
তাই অযথাই ফেসবুকিং না করে, Upwork একাউন্ট তৈরি করে, সেখানে নিয়মিত সক্রিয় থাকুন কাজ পাওয়ার আশায়।
সার্চের জন্য আপওয়ার্ক প্রোফাইল অপটিমাইজ করুন
Upwork প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাইন্টরা ফ্রিল্যান্সারদের খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করেন।
মনে করুন আপনি কোন ক্লায়েন্টের লোগো তৈরি করে দিবেন। এক্ষেত্রে সে লোগো ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দেবে। আর এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, ক্লায়েন্ট রা যে বিষয় গুলো নিয়ে সার্চ করে, অর্থাৎ কিওয়ার্ড নিয়ে সার্চ করে, সেগুলোর উপর ভিত্তি করে Upwork প্রোফাইলকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে। নিজের Upwork প্রোফাইলে কাজের সঙ্গে জড়িত কিওয়ার্ড গুলৈা দিয়ে অপটিমাইজ করতে পারলে। আপনার প্রোফাইলটি বিভিন্ন কিওয়ার্ড রিলেটেড সার্চ রেজাল্টএ শো হয়ে থাকবে। আর উক্ত সাধারণ বিষয়টির কারণে অনেক ক্লায়েন্ট আপনার প্রোফাইলটি খুঁজে পাবে।
Upwork কাজের জন্য আবেদন করতে দেরি করবেন না
Upwork এর মাধ্যমে হাজার হাজার মানুষ একই সার্ভিস প্রদান করে থাকে। তাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে Upwork হল একটি প্রতিযোগিতামূলক মার্কেটপ্লেস। তাই কখন ক্লায়েন্ট আপনার কাছে নিজে কাজ দিতে আসবে সেটির জন্য অপেক্ষা করে থাকলে চলবে না। এজন্য আপনাকে নিজের দক্ষতা ও কাজের আগ্রহ থেকে কাজগুলো খুঁজে খুঁজে কাজের প্রস্তাব জমা দিতে হবে।
তাই Upwork এ কাজের জন্য আবেদন করতে আপনারা কখনোই দেরি করবেন না। কারণ একটি কাজের জন্য অসংখ্য প্রতিযোগিতা রয়েছে। বিশেষ করে একটি কাজ করার জন্য অনেকেই আবেদন করবে। সেখান থেকে যার অভিজ্ঞতা বেশি তাকে দিয়ে মূলত ক্লায়েন্টরা কাজ করে নেয়। তাই আপনাকে সব সময় সবার আগে, আপনার দক্ষতার সাথে মিলে গেলে, কাজটি দ্রুত জমা দিবেন।
সেই সঙ্গে Upwork থেকে বেশি বেশি কাজ পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের অনলাইন ফোরামে যুক্ত হতে হবে। বিভিন্ন গ্রুপে যুক্ত হতে হবে। অনলাইন সেক্টরে বড় বড় গ্রুপগুলোতে, ক্লায়েন্টরা দক্ষ ফ্রিল্যান্সারদের খুঁজে থাকে। তাই আপনার জন্য সহজ হবে ফেসবুকে বিভিন্ন Upwork গ্রুপ বা পেজের সাথে যুক্ত হতে হবে। তাহলে আপনারা আপোয়ার থেকে দ্রুত কাজ পাবেন।
- Upwork কি? আপওয়ার্কে কিভাবে কাজ করব (বিস্তারিত এখানে)
শেষ কথাঃ
তো বন্ধুরা আপনারা যারা Upwork থেকে দ্রুত কাজ পাওয়ার উপায় জানতে চেয়েছিলেন। তারা উপরে দেয়া ছোট ছোট পরামর্শ অনুযায়ী কাজ করতে পারলে, দেখবেন একটা সময় হিউজ পরিমাণের কাজ পেয়ে যাবেন। আর Upwork এ একবার কাজ পাওয়া শুরু হলে, আপনি নিয়মিত কাজ করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। এখন এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন কিছু জানার থাকে। আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন।
ধন্যবাদ।
Comments (No)