কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন।

আসসালামুআলাইকুম ”

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ।

প্রযুক্তির জয়যাত্রায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট eshiaykori.com এর সাথে থাকলে সবার ভাল থাকাটাই স্বাভাবিক।

 

” প্রথমেই সবার কাছে আমার অনুরোধ পুরো পোস্টটি ভালো করে আগে পড়বেন । আমি নিজে একজন ইউটিউবার তার পরেও আমি পোস্টে ভিডিও শেয়ার করি নি শুধু আপনাদের পড়ে বোঝার সুবিধার্থে ।

অনেক বাক্যে ব্যয় করলাম চলুন এবার আজকের টিউনে যাওয়া যাক।

আজ আমি যে সাইট নিয়ে আলোচনা করব তার নাম
কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 13
“Earn Stations” এটি একটি আমেরিকান সাইট ।

সাইটের প্রধান কার্যালয় আমেরিকাতে অবস্থিত । এই সাইটের জন্ম 2014 সালের ডিসেম্বর মাসে ।

বাংলাদেশ সহ বিশ্বের 254 টি দেশে এটির কার্যালয় অবস্থিত ।

বাংলাদেশে এই সাইটের কার্যক্রম শুরু হয়েছে এ বছরের শুরুতে ।

বিশ্বস্ততার সাথে সেবা দান করে সামনে এগিয়ে চলেছে।

বাংলাদেশে এই সাইটের শাখা আছে বলা যেতে পারে ।

ঢাকাই এই সাইটের তিনটি আছে একটি হেড অফিস আর দুটি সাব অফিস ? ।

অফিস এর হেল্প লাইন ফোন নম্বর –

01742788386 [MaleOfficer]
01706193313 [Female Officer]
01881190257 [Male Officer]
01997835287 [Male Officer]

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 14

24 ঘন্টাই আপনাদের সেবাই নিয়োজিত । যেকোন কিছু জানা অথবা সাহায্য পেতে কল করতে পারেন।

 

বাংলাদেশে শাখা অফিস থাকার ফলে আমরা বাংলাদেশী সকল সুবিধা পাচ্ছি । যেমন বিকাশে পেমেন্ট নিতে পারছি ।

Earn Station সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হলো প্রতিদিন ২০ টা ভিডিও দেখে সর্বনিম্ন ৮০ টাকা ইনকামের নিশ্চয়তা ।

কাজ পাওয়ার জন্য কোন রকম VPN ব্যবহার করতে হয় না।

সাইটের MD তাদের এক সেমিনারে বলেছেন You Tube যতদিন চলবে Earnstatoins তত দিন পর্যন্ত স্থায়ী হবে।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 15

এই সাইটে ১০ জন বন্ধুকে রেফার করলে কোন ভিডিও না দেখেই আরো ৮০ টাকা ডেইলি বোনাস পাওয়া যায়। এভাবে যত রেফার তত বোনাস।

ছাএদের জন্য বিশেষ ভাবে উপযোগী তার মাএ ১ ঘন্টা কাজ করেই হাত খরচের টাকা তুলতে পারবে।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 16

⛳Question –
______________

এ কাজটির জন্য কী কী লাগবে ?

?Answer-
____________

১. যেকোন মানের কম্পিউটার/ল্যাপটপ/এন্ড্রোয়েড মোবাইল / ট্যাবলেট

২. ইন্টারনেট সংযোগ ( wifi/broadband/Mobile Data 2g/3g)
⛳Question –
______________

এ কাজটির জন্য কী কী লাগবে ?

?Answer-
___________

⛳Question –
______________

এ কাজটির জন্য কী কী লাগবে ?

?Answer-
____________

১. যেকোন মানের কম্পিউটার/ল্যাপটপ/এন্ড্রোয়েড মোবাইল / ট্যাবলেট

২. ইন্টারনেট সংযোগ ( wifi/broadband/Mobile Data 2g/3g)

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 17
৩. মোবাইল এর জন্য Chrome ব্রাউজারটি ব্যবহার করতে হবে… ল্যাপটপ বা কম্পিউটারে যেকোনো ব্রাউজারই হবে ।

⛳Question –
______________

রেজিস্ট্রেশন / একাউন্ট খুলব কীভাবে?

?Answer-

১.
নাম: [আপনার নাম দিন]

২.
ফোন: [আপনার একটি চালু নাম্বার দিন]

৩.
ইমেইল: [আপনার ইমেইল দিন Gmail হলে ভালো হয় আপনার ফোনে log in আছে এমন]

৪.
পাসওয়ার্ড: [মনে রাখার মতো দিন]

৫.
রেফারেল আইডি:15100605163436

[হুবহু কপি করে বসান]

( বিঃদ্রঃ রেফারেল আইডি ছাড়া একাউন্ট চালু হবে না )

অথবা Screen shot এর মতো করে তথ্য দিন।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 18

 

এরপর আপনার Gmail এ একটি Mail যাবে সেখান থেকে ” Click here” এ ক্লিক করে একাউন্ট ভেরিফায়েড করুন ।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 19

এর পর log out করে log in করুন ।

কিভাবে কাজ করবেন

এবার আপনি হোম বাটনে ক্লিক করেন।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 20

Watch এ ক্লিক করলে এই রকম আসবে

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 21

তারপর ওপেন টেব দিয়ে দিয়ে সব ভিডিও চালো করে দিন বা একটা একটা করে দেখে শেষ করে নিন ।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 22

আপনার সব ভিডিও যখন শেষ হবে তখন আপনি দেখবে আপনার একাউন্টে ১ ডলার যোগ হয়ে গেছে।

 

আপনার একাউন্ট এর More Options এবং ব্যালেন্স দেখতে Screen Shot এর মতো Click করুন ।

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 23

আমার একাউন্টের যেখানে Wihidraw আছে সেখানে আপনাদের Active20 লেখা আসবে এবং একাউন্ট Active হওয়ার পর Wihidraw Option টি চালু হবে।

⛳Question –
______________

15 দিন পর Warning আসলে একাউন্ট Active করব কীভাবে?

?Answer-
____________

এটি আসলে একটি ইনভেস্টমন্ট সাইট । কাজ করার জন্য প্রতি একাউন্টে 20$ = 1600 BDT লাগবেই ।

তিনটি উপায়ে একাউন্ট Active করা যায় ।

1. নিজেই 20$ ইনকামের মাধ্যমে । ১৫ দিন ভিডিও দেখে 15$ আর আপনার রেফারে কেউ এক্টিভ হলে 5$ এই 20$ হলেই নিজেই একাউন্ট Active করতে পারবেন ।

এছাড়াও আপনার রেফারের ইনকামের 10% তো আপনি পাবেনই।

2. সরাসরি বিকাশের মাধ্যমে ১৬০০ টাকা কোম্পানিতে পাঠিয়ে । [পরবর্তী পোস্টে এই বিষয়ে]

3. যার রেফার কোড ব্যবহার করে একাউন্ট খোলা হয়েছে তার কাছ থেকে Active করে নেওয়া । [এতে তার একাউন্ট থেকে 20$ কেটে নেওয়া হবে]

আজ দেখাবো কিভাবে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে একাউন্ট এক্টিব করে নিবেন।

এর ভালো করে পোস্টা খেয়াল করুন।

আমরা জানি ১৫ দিনে ১৫$ ইনকাম এরপর আর ভিডিও দিবেনা যতক্ষণ না আপনি এক্টিব না করছেন।যদি আমরা এক দিনে ২$-৩$ ইনকাম করি

তাহলে কিন্তু মাত্র ১০ দিনের ভিতর ২০$ ইনকাম করে সেটা দিয়ে একাউন্ট এক্টিব করে নিতে পারবো।

তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি ১ডলার খেকে ১দিনে ৩$ ডলার করবেন?
আসুন উত্তর জেনে নিই। আপনি আপনা আইডির হোম বাটনে ক্লিক করে সেখান থেকে REFERRAL USERS আপনার আইডির রেফারার আইডি টা সংগ্রহ করবেন । যেমন :-

কিভাবে নিজে নিজেই ১০ দিনে ২০$ ইনকাম করে www.earnstations.com একাউন্ট একটিব করবেন। 24

এবার এই কোড দিয়ে আরো ১০-১২ টা একাউন্ট খুলুন তারপর সেই আইডি গুলোর ভিডিও দেখুন। দেখবেন আপনার মূল একাউন্টে অর্থ্যৎ আমার রেফারে যে আইডিটা খুলেছেন, আপনি যেটা থেকে আয় করবেন সে একাউন্ট ডলার আস্ততে আস্ততে বাড়তেছে এভাবে কাজ করলে আপনার আয় বাড়বে।

এটা ১০০% কার্যকরি পদ্দতি ভয় পাবেন না।

কোন সমস্যা হবেনা।

 

তাছারা আপনি আপনার রেফালার আইডি টা সবার সাথে সেয়ার করুন। তাদের কে আপনার রেফারে earnstations.com এ একাউন্ট খুলতে বলুন।

তো বন্দুরা যে কোন সমস্যা আমাকে নক করবেন।

ইনশাল্লাহ সাহায্য করবো।

আমার whatsup no: 01846321687

চাইলে ৩ মিনিটেই ২০ টা ভিডিও দেখতে পারবেন।

জানতে কন্টাক্ট করেন।

 

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ