কিভাবে কাজ শিখতে পারব ও কতোদিন লাগতে পারে কাজ শিখতে?? ১ম পর্ব 1

এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি বলব। এটা আপনার উপরে নির্ভর করে। তো চলুন ব্যাপারটা ক্লিয়ার করা জাক, একদম নতুন অবস্থায় আপনাকে আগে ঠিক করতে হবে, আপনি কি কাজ করবেন? কারন অনলাইনে হাজার হাজার টাইপের কাজ আছে।সেগুলা পরে বলছি।

প্রথমে আপনি ঠিক করে নেন কি কাজ করতে পারবেন,আপনার প্যাশনের সাথে মিলে যায় এমন কাজ।তাহলেই আপনি মজা পাবেন কাজে।

এখন কি কাজ শিখেবন তা যদি ঠিক করে ফেলেন,তাহলে আর দারি না করে কাজে নেমে পড়ুন।

তবে একটা ব্যাপার মাথায় রাখবেন, ১০-১৫ হাজার টাকা খরচ করে হুট করে কাজ শিখতে যাবেন না। কারন কাজ শিখে কাজ পেতে অনেকর মাস খানেক সময় লাগতে পারে। আর এর মধ্যে আপনার মনোবল দুর্বল হয়ে যেতে পারে।
তাই আমাদের গাইড লাইন গুলার আপডেট গুলা ভাল করে পরে,বুজে তারপর আপনি সিদ্ধান্ত নেন কি করবেন,কোথা থেকে করবেন ইত্যাদি। তাছাড়া অনলাইনে অভিজ্ঞ এমন কারোর হেল্প নিতে পারেন।

কাজ শিখার জন্য ইউটিউব তো আছেই, তাছাড়া কিছু কিছু প্রতিষ্ঠান টিউটোরিয়াল বের করেছে, যেমনঃ আইটি- বাড়ি সহ আর অনেক ভাল ভাল প্রতিষ্ঠান। আমি আইটি- বাড়ি এর কথা বলছি কারন উনাদের টিউটোরিয়াল গুলা খুবই ভাল ও মানসম্মত। আপনি চাইলেই আইটি- বাড়ি এর টিউটোরিয়াল গুলা সংগ্রহ করতে পারেন। কাজ শিখার জন্য এটা হবে সব থেকে ভাল উপায়। কেও কিনতে না পারলে আমার কমেন্টে জানাবেন, আমি হেল্প করব ।

আগামি পর্বে ,কি কি কাজ রয়েছে,কি কি কাজ শিখবেন এই বাপারে ধারনা দেয়া হবে।
ভাল থাকবেন সবাই।

বিস্তারিত জানতে একবার গুরে আসুন এইখান থেকে

By Ratul

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ