কিছু না হলেও PointsPrizes থেকে অন্তত মাসিক পকেট মানিটা ইনকাম করুন, বিস্তারিত

আজ PointsPrize.com এই সাইটটির সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো, আমার মতে আপনি সাইটটি থেকে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন কোন প্রকার এক্সপ্রেরিয়েন্স ছারাই।

তো আসুন শুরু করা যাক, প্রথমেই সাইটটি সম্বন্ধে বিস্তারিত বলি…
সাইটিতে আপনার কাজ হল পয়েন্ট কালেক্ট করা, এই পয়েন্ট গুলো বিভিন্ন ভাবে কালেক্ট করা যায় যেমনঃ গেমস খেলে, সার্ভে করে, এপ্স ডাউনলোড করে, এবং কুপনের মাধ্যমে।
আরো কিছু পদ্ধতি আছে পয়েন্ট কালেক্ট করার যেমনঃ রেফারেল এর মাধ্যমে।
তো আমদের লক্ষ হলো পয়েন্টস কালেক্ট করা, প্রায় ৩০০০ পয়েন্টস হলে আমরা ২০ ডলার তুলতে পারবো। এখন প্রশ্ন হল ৩০০০ পয়েন্টস করতে আমাদের কতদিন লাগবে। এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে, তবে যদি দিনে ১ঘন্টা সময় দিতে পারেন তবে ১০-১২ দিন সময় লাগবে।
আমি আপনাদের কিছু কুপন কোড ও দিয়ে দিবো যার মাধ্যমে আপনি প্রথম দিনই ৬০০ পয়েন্টস এর মত করতে পারবেন।

নিচের স্ক্রিনসর্ট গুলো লক্ষ্য করুন,
PointsPrize Log-in screen

প্রথমেই আপনার জিমেইল আইডি দিয়ে Start Earning এ ক্লিক করুন, রেজিস্টার করার দরকার নেই।

PointsPrizes Home screen
এরপর এমন একটি পেজ আসবে, মোটামুটি আপনার আইডি তৈরির কাজ শেষ। এবার পয়েন্টস কালেক্ট করতে হবে। স্ক্রিনশটে লক্ষ্য করুন আমার ৭২০ রয়েছে যা আমি মোট ৩ দিনে জমা করেছি। আরো লক্ষ্য করলে দেখবে এখনে কজের কিছু নমুনা দেওয়া আছে, পেজ স্ক্রল করলে আরো কাজ দেখতে পারবেন।

PointsPrizes Dashboard

আমার তিন দিনের জমানো পয়েন্টস। আপনার পয়েন্টস বাড়াতে রেফারেল একটি বড় ভূমিকা পালন করতে পারে কিন্তু আপনি যদি রেফারেল বাড়াতে নাও পারেন তাতে খুব বেশি সমস্যা নেই কারণ, এখানে কাজের পরিমাণ অনেক বেশি। রেফারেল ছাড়াই আপনি দিনে ২০০ পয়েন্টস কালেক্ট করতে পারবেন।

Coupon code

বাম দিক থকে Use Coupons এ ক্লিক করলে এই পেজটি আসবে, এখনে আপনি কোডের মাধ্যমে পয়েন্টস কালেক্ট করতে পারবে। আমি আপনাদের কিছু কুপন কোড দিয়ে দিবো যার মাধ্যমে আপনারা সহজেই ৫০০-৬০০ পয়েন্টস পেয়ে যাবেন।

PointsPrizes Settings

এবার আপনার আইডির সেটিংস ঠিক করার পালা, বাম দিকের মেনু থেকে Settings এ ক্লিক করুন, এবং প্রয়োজনীয় ঘর গুলো পুড়ন করুন। আপনি যদি পেপাল এ টাকা পেতে চান তবে পেপাল এর ইমেল টা দিন, আর যদি বিটকয়েন এর মাধ্যমে টাকা পেতে চান তবে বিটকয়েন এড্রেস ব্যবহার করুন। তবে আমি বলবো বিটকয়েন এর মাধ্যমে টাকা নিয়ে সেই টাকা গুলো বিটকয়েন ওয়ালেটে কিছু মাস সংরক্ষণ করুণ, কারণ যে হারে বিটকয়েনের দাম বরছে তাতে আপনি কিছু মাস টাকা রেখেই হয়তো দ্বিগুণ টাকা উওলোন করতে পারবেন।

PointsPrizes Claim prizes

৩০০০ পয়েন্টস হলে বামের মেনু থেকে Claim Prize এ ক্লিক করুন, এবং যে মাধ্যমে টাকা তুলতে চান তার নিচের 3000 Points এ ক্লিক করুন।

PointsPrizes Claim prize 2

এগুলো আরো কিছু মাধ্যম যেগুলো দিয়ে আপনি টাকা তুলতে পারবেন… সাইটটির কাজ গুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম না, কারণ আমার মতে আপনেরা খুব সহজেই কাজ গুলো বুঝতে পারবেন এবং সে অনুযায়ী কাজ করতে পারবেন। তবুও যেকোন সমস্যা ও মতামত আমাকে জানাতে পারেন।

এই ওয়েব সাইট টা আপনি মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবে, তাছাড়া এন্ড্রয়েড এরজন্য এদের আলাদা এপস ও আছে। এর মাধ্যমে আপনি অনেক টাকা আয় করতে পারবেন না ঠিকি তবে মাসিক পকেট মানি টা ঠিকি আয় করতে পারবেন।
এই পুরো পুস্ট টি পড়ে যাদের এখন ও এর উপর আস্থা জন্মায়নি তারা গুগোল করতে পারেন, গুগোলে Points Prize scam or legit লিখে সার্চ দিন এবং ফলাফল গুলো বিস্তারিত ভাবে পড়ুন। যদি আপনার মনে হয় সাইট ই লেজিট তবেই সাইটে কাজ শুরু করুন।

সাইটটির লিঙ্ক  এখানে ক্লিক করুন

ওপরে  আমার রেফারেল সহ এবং রেফারেল ছাড়া লিঙ্ক টি দিলাম, তবে আপনাদের ইচ্ছা হলে আমার রেফারেল লিঙ্ক নাও ব্যবহার করতে পারেন। কিন্তু যদি এ রেফারেল লিঙ্কটি ব্যবহার করেন তবে আগামীতে আরো ভালো কিছু দেবার অনুপ্রেরণা পবো।
প্রথম পুস্ট জানি অনেক ভুল করেছি তবে দয়া করে সেগুলো সুদৃষ্টতে দেখবেন।

কুপন কোড গুলো নিচে দিলাম।
DELTA100
LACUNA75
FEARLESS50
PONTYNEWYEAR50
ICE50
COMET50
KINGY25
PLASMA25
SHADOW25
FACEPAGE1920
BEERMONEY3573
POINTSPRIZES25
GOOGCOM294
TWEETR562
REDDITSUB345
https://www.couponchief.com/pointsprizes#
কিছু কোড নাও কাজ করতে পারে, কাড়ণ সেগুলোর হয়তো মেয়াদ শেষ। তবে চিন্তার কারণ নেই প্রায় পত্যেক সপ্তাহে ওরা ১০০-১৫০ পয়েন্টস এর মত কুপন কোড ছাড়ে।
সেগুলোর জন্য এই লিঙ্ক এ নজর রাখুন, লিঙ্ক

আজ এই প্রযন্ততই, আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টায় করবো। সবাই ভালো থাকবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ