কান্তজির মন্দির,দিনাজপুর…2

কান্তজির মন্দির আমাদের বাংলাদেশ এর অনেক পুরানো স্থাপত্য কীতি।দিনাজপুর শহর থেকে ২০ কি মি উত্তরে এবং কাহারল উপজেলা সদর থেকে ৭ কি মি দনি-পুবে সুন্দরপুর উনিওনে এই মন্দির এর অবস্থান।দেশে বিদেশ থেকে অসংখ পরযটক এই মন্দির দেখতে আসে।এই মন্দির দিনাজপুর তেতুলিয়া এর পশ্চিমে ঢেপা নদির পারে অবস্থিত।

এখানে প্রতি বছর মেলা হয়।এই মন্দির দেখতে অনেক সুন্দর।এই মন্দির টি রাজা প্রাননাথ রায় তার সেষ বয়সে মন্দির এর কাজ সুরু করেন।এবং ১৭২২ খ্রিস্টাব্দে রাজা মারা জায়।১৭৫২ খ্রিস্টাব্দে মন্দির টির কাজ শেষ হয়।এই মন্দির এর দেওয়ালে মহাভারত এর সব কাহিনি খোদায় করা আছে।এই মন্দির এর সুন্দর‌্য দেখে অনেকে অবাক হয়।সেজন্য আমাদের সবাইকে এই মন্দিরটি দেখা উচিত।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ