পিটিসি সাইটে যারা কাজ করেন তাদের জন্য সাধারণ একটা টিপস ( অবশ্যই যারা জানেন না তাদের জন্য )।
আমরা বেশির ভাগই বিভিন্ন সিমে নেট চালাই। আনলিমিটেড নেট না হবার কারনে অনেক হিসেব করে ডাটা খরচ করতে হয় । তো কেমন হয় যদি নেট খরচ কিছুটা কমানো যায় ? কিছু কিছু সাইট আছে যেগুলা পুরোপুরি লোড না হলেও সমস্যা হয়না । আমি যেগুলাতে কাজ করি তার ভিতর এই টিপস টা কাজ করে নিওবাক্স । এই ব্যাপারটা অন্যান্য সাইটের ক্ষেত্রেও হতে পারে শুধু একবার টেস্ট করে নিতে হবে ।
.
এজন্য যা করতে হবে ঃ এড এ ক্লিক করার পর জাস্ট উপরের অংশ টুকু অর্থ্যাত যেখানে টাইমার রান হয় বা ” WAITING FOR ADVERTISEMENT TO LOAD ” লিখা থাকে সেই অংশটুকু লোড হবার পর পেজ লোডিং বন্ধ করে দিন । ব্যাস , পুরা পেজ লোড না হয়েই এড দেখা হয়ে যাবে আর আপনারো কিছু মেগাবাইট সেভ হবে ।
আমর রেফারেলে যারা কাজ করবে তাদের কে সব ধরনের সহযোগিতা করব। নিউবাক্সে আমার রেফারেল লিংক ।
কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্টে জানান।
Comments (No)