এসে গেল Hadith best Softwear০.2 Verson

এসে গেল Hadith best Softwear০.2 Verson

আসসালামুআলাইকুম,

এসে গেল Hadith Softwear০.২ Verson সুপ্রিয় পাঠক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সামনে পবিত্র মাস রমজান। ইবাদত ও রোজা পালনের মাধ্যমে অনেকেই সময় পার করবেন। রোজা ও ইসলামের বিভিন্ন বিষয নিয়ে অনেকেরই অজানা । আপনাদের সুসংবাদ জানাচ্ছি আমাদের 0.2 ভার্সন বের হয়েছে বেশ কয়েকদিন আগে Download.com আপডেট লোড করতে দেরি করায় আপনাদের জানাতে কয়েকদিন দেরি হলো বলে দুঃখিত।

DBHT-হাদিস সফটওয়্যারের যারা কাজ করছেন বেশির ভাগই টিউনার এবং আপনারা জেনে খুশি হবেন ৫৭৭ টি রিলিজিয়াস সফটওয়্যারের মধ্যে আমারা ইতিমধ্যে ৮ম পজিশনে চলে এসেছি ও আমাদের এ সফটটি মুসলিম ও অমুসলিমগনের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। কারন এর মাধ্যমে ইসলামের বিভিন্ন খুটিনাটি বিষয় জানা সহজ হয়ে গেছে। আমাদের নতুন ভার্সনে যা যুক্ত হয়েছে তা হলো-

বুলুগুল মারাম, ইবনে মাজাহ, ইমাম নওবীর ৪০ হাদিস ও সহিহ হাদিসে কুদসি যুক্ত হয়েছে।

ইনশাআল্লাহ রমজানেরর আগে তিরমিজি ,নাসাঈ (সম্পূর্ন), ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদে আহমদ যুক্ত হবে

ইনষ্টলেশন .exe করা হয়েছে আপনাদের ষ্টার্ট বাটনে প্রোগ্রামটি যুক্ত হবে ও ডেস্কপটে লাঞ্চ আইকন থাকবে।

র্সাচ অপশনকে আরো শক্তিশালী করা হয়েছে কিওয়ার্ড যুক্তের মাধ্যমে।

ইংলিশ মেনু ও তিনটি ভাষায় সফটটি পেতে “English Hadith” আইকনে ও বাংলা মেনু ও তিনটি ভাষায় সফটটি পেতেবাংলা হাদিস” আইকনে ক্লিক করে সফটটি ডাউনলোড করে নিন।

আমাদের অনলাইনের কাজ দ্রুত চলছে। আলহামদুলিল্লাহ বুখারীরি কাজ প্রায় শেষ। ভিজিট করুন-

আমাদের অনলাইনের সাইট

যা আছে

১. এটা HTML format(বাংলা) chm format (English)–0.2 version

২. বাংলা (27 MB) & ইংলিশ মেনু (37 MB)

৩. তিনটি ভাষায় হাদিস পাবেন যথাক্রমে-আরবী,বাংলা ও ইংলিশ

৪. হাদিস থোঁজার জন্য শক্তিশালী সার্চ অপশন

৫. সহিহ বুখারী, মুসলিম, রিয়াযুস স্ব-লিহীন , বুলুগুল মারাম, ইবনে মাজাহ, ইমাম নওবীর ৪০ হাদিস ও সহিহ হাদিসে কুদসি।

৬. রিয়াযুস স্ব-লিহীন হাদিসের ইংলিশ ব্যাখ্যা

৭. হাদিস নেভিগেশন পয়েন্ট

৮. ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করা যাবে বিভিন্ন ওয়েব সাইট ও সোশাল ওয়েব সাইটের জন্য

৯. হাদিস সহজে প্রিন্ট করা যাবে

১০. যেকোন অপারেটটিং সিষ্টেম সাপোর্ট করবে।

১১. কোন আলাদা সাপোর্টেড সফটওয়্যার লাগবেনা

১২. ৩০,০০০-এর বেশি হাদিস

১৩. সহিহ ,যয়িফ, জাল , দূর্বল হাদিস নিয়ে কাজ চলছে।

আমাদের এ কাজে আন্তরিকভাবে কাজ করতে চায় এমন সেচ্ছাসেবক প্রয়োজন যারাঁ কমপক্ষে ১০০ হাদিস পিডিএফ হতে ওয়ার্ডে টাইপ করে দেবেন।আশা করি আপনারা এ মহান কাজে অংশ গ্রহন করবেন।কমপক্ষে ১০০ হাদিসের ডাটা এন্ট্রি করে DBHT সদস্য হয়ে যান।পিডিএফ হাদিসের জন্য যোগাযোগ করুন।

DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)

 

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ