আসসালামুআলাইকুম,
এসে গেল Hadith Softwear০.২ Verson সুপ্রিয় পাঠক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সামনে পবিত্র মাস রমজান। ইবাদত ও রোজা পালনের মাধ্যমে অনেকেই সময় পার করবেন। রোজা ও ইসলামের বিভিন্ন বিষয নিয়ে অনেকেরই অজানা । আপনাদের সুসংবাদ জানাচ্ছি আমাদের 0.2 ভার্সন বের হয়েছে বেশ কয়েকদিন আগে Download.com আপডেট লোড করতে দেরি করায় আপনাদের জানাতে কয়েকদিন দেরি হলো বলে দুঃখিত।
DBHT-হাদিস সফটওয়্যারের যারা কাজ করছেন বেশির ভাগই টিউনার এবং আপনারা জেনে খুশি হবেন ৫৭৭ টি রিলিজিয়াস সফটওয়্যারের মধ্যে আমারা ইতিমধ্যে ৮ম পজিশনে চলে এসেছি ও আমাদের এ সফটটি মুসলিম ও অমুসলিমগনের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। কারন এর মাধ্যমে ইসলামের বিভিন্ন খুটিনাটি বিষয় জানা সহজ হয়ে গেছে। আমাদের নতুন ভার্সনে যা যুক্ত হয়েছে তা হলো-
বুলুগুল মারাম, ইবনে মাজাহ, ইমাম নওবীর ৪০ হাদিস ও সহিহ হাদিসে কুদসি যুক্ত হয়েছে।
ইনশাআল্লাহ রমজানেরর আগে তিরমিজি ,নাসাঈ (সম্পূর্ন), ইবনে মাজাহ, আবু দাউদ, মুসনাদে আহমদ যুক্ত হবে
ইনষ্টলেশন .exe করা হয়েছে আপনাদের ষ্টার্ট বাটনে প্রোগ্রামটি যুক্ত হবে ও ডেস্কপটে লাঞ্চ আইকন থাকবে।
র্সাচ অপশনকে আরো শক্তিশালী করা হয়েছে কিওয়ার্ড যুক্তের মাধ্যমে।
ইংলিশ মেনু ও তিনটি ভাষায় সফটটি পেতে “English Hadith” আইকনে ও বাংলা মেনু ও তিনটি ভাষায় সফটটি পেতে “বাংলা হাদিস” আইকনে ক্লিক করে সফটটি ডাউনলোড করে নিন।
আমাদের অনলাইনের কাজ দ্রুত চলছে। আলহামদুলিল্লাহ বুখারীরি কাজ প্রায় শেষ। ভিজিট করুন-
যা আছে
১. এটা HTML format(বাংলা) chm format (English)–0.2 version
২. বাংলা (27 MB) & ইংলিশ মেনু (37 MB)
৩. তিনটি ভাষায় হাদিস পাবেন যথাক্রমে-আরবী,বাংলা ও ইংলিশ
৪. হাদিস থোঁজার জন্য শক্তিশালী সার্চ অপশন
৫. সহিহ বুখারী, মুসলিম, রিয়াযুস স্ব-লিহীন , বুলুগুল মারাম, ইবনে মাজাহ, ইমাম নওবীর ৪০ হাদিস ও সহিহ হাদিসে কুদসি।
৬. রিয়াযুস স্ব-লিহীন হাদিসের ইংলিশ ব্যাখ্যা
৭. হাদিস নেভিগেশন পয়েন্ট
৮. ইউনিকোড হাদিস কপি ও পেষ্ট করা যাবে বিভিন্ন ওয়েব সাইট ও সোশাল ওয়েব সাইটের জন্য
৯. হাদিস সহজে প্রিন্ট করা যাবে
১০. যেকোন অপারেটটিং সিষ্টেম সাপোর্ট করবে।
১১. কোন আলাদা সাপোর্টেড সফটওয়্যার লাগবেনা
১২. ৩০,০০০-এর বেশি হাদিস
১৩. সহিহ ,যয়িফ, জাল , দূর্বল হাদিস নিয়ে কাজ চলছে।
আমাদের এ কাজে আন্তরিকভাবে কাজ করতে চায় এমন সেচ্ছাসেবক প্রয়োজন যারাঁ কমপক্ষে ১০০ হাদিস পিডিএফ হতে ওয়ার্ডে টাইপ করে দেবেন।আশা করি আপনারা এ মহান কাজে অংশ গ্রহন করবেন।কমপক্ষে ১০০ হাদিসের ডাটা এন্ট্রি করে DBHT সদস্য হয়ে যান।পিডিএফ হাদিসের জন্য যোগাযোগ করুন।
DBHT-( ডিজিটাল বাংলা হাদিস টিম)
Comments (No)