এসো এখন থেকে ঘরে, বাইরে, রেস্টুরেন্টে, পার্কে, ছাদে, বাসে, ট্রেনে, হাটতে হাটতে, খেতে খেতে, শয়ে শুয়ে, দিন-রাত 24 ঘন্টা আয় করি।
–
শুধুমাত্র এই সাইটে কাজ করে মাসে 20-25 হাজার টাকা আয় করা সম্ভব।
কিন্তু এই পরিমানে আয় করতে হলে সেই পরিশ্রম; সেই সময় দিতে হবে। যাদের চুলকানীর রোগ আছে মানে ধৈর্য, সহ্য, সাধারণ জ্ঞান নাই তারা 100 হাত দূরে থাকেন।
–
mmmglobal কারীদের Style এ বলি?
এটা একটা Community, এখানে সবাই সবাইকে Help করে (লাইক, কমেন্ট করে)। অনেক পুরোনো এবং বিশ্বস্থ সাইট। এটা কোন Bank না, ইনভেষ্টের সাইটনা, পিটিসি না, শুধু হেল্প করবেন আর হেল্প নিবেন। (মানে; অন্যকে লাইক, কমেন্ট করে Help করবেন, তারাও আপনাকে লাইক, কমেন্ট করে Help করবে)
এখানে সবাই সবার বন্ধু, সবাই সবার সুখ, দু:খ ভাগ করে নিতে পারে, সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে। কোন Invest করতে হয় না। এইগুলো করলে ফ্রীতেই টাকা পাওয়া যায়।
Do you understand? (আমিও MMM করি, Don’t mind)
–
কম্পিউটার ব্যবহারকারীরা:
এখানে ক্লিক করে Join করুন >> http://www.tsu.co/Sanjitds
–
মোবাইল ব্যবহারকারীরা:
google এ সার্চ দিয়ে “Tsu” Android এপটি ডাউনলোড করে নিন।
তারপর Join করুন।
Invitation/refferal id চাইলে: Sanjitds দিবেন।
–
এবার ভাবছেন কিভাবে কাজ করবেন বা কি কাজ করবেন?
আরে মশাই এখানে কাজ বলতে কিছুই নাই। এটা হুবহু ফেসবুকের মত। ফেসবুকে যা যা করেন এখানেও তা তা করবেন। যেমন: পোষ্ট, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, এড ফ্রেন্ড….
এইগুলো করলেই টাকা পাবেন কিন্তু কোনটি করলে কত পাবেন সেটা নির্দিষ্ট নয়।
ওরা Adsense থেকে টাকা পায়। সেখান থেকে 90% Revenue আমাদের দিয়ে দেয়।
–
কিভাবে টাকা পাবেন?
টাকাটা Paypal অথবা Direct Bank Account এ পেয়ে যাবেন। যদিও 100$ সর্বনিম্ন উঠাতে পারবেন কিন্তু ভয় নেই কয়েক মাস অল্প আয় হবে। এটা Community না? হাজার হাজার ব্যবহারকারী আছে। বন্ধু বাড়ান Help বাড়ান ব্যাস! আয়ও বেড়ে যাবে হে হে হে।
–
ফ্রীতে আয়ের এটা খুব ভালো Medicine যারা খেতে চান খান। খেতে না চাইলে ন্যাকামো করবেন না।
–
আমি জানি Super Copierরা একটা শব্দও বাদ দিবানা পুরো পোষ্ট কপি মারবে। সমস্যা নাই কিন্তু কিছু না পার Credit তো দিবা নাকি?
–
My Blog: http://bdbestptc.blogspot.com
আমার পিটিসি দুনিয়ায় ঘুড়ে আস: http://www.emoneyspace.com/trustedsite
Skype এ আমি: sanjitds
সবাইকে অশেষ ধন্যবাদ
Making Money Having Fun. lol
many many thanks