কেমন আছেন সবাই।আশাকরি সবাই ভাল আছেন।
আমার আজকের post এর উদ্দেশ্য যারা বিটকয়েন আয় করছেন তারা তাদের আয়কে বাড়ানো আর যারা এখনও চেষ্টা করেননি তারা একবার চেষ্টা করে প্রমাণ নিজের চোখে দেখতে পারেন।
বিট কয়েন বর্তমান কারেন্সি এর একটি আলচিত বিষয়। পৃথিবীতে সবচেয়ে দামী কারেন্সি হচ্ছে এই বিট কয়েন। বিট কয়েন নিয়ে কিছু ধারনা নিচে দেয়া হল।
CoinBase এ সাইন আপ করতে coinbase Reg এখানে থেকে করে নিন। Email Verify করার পর CoinBase এ Log in করুন। বাম দিকে BTC Wallet এ ক্লিক করুন। এবার ডান দিকের Wallet Address থেকে আপনার Address টা কপি করে সংগ্রহ করুন।
প্রথমে নিচের লিংক থেকে apps গুলো নামিয়ে মোবাইলে Instrol করে নিন।
২০০০০ সাতোশি হলে cashout করতে পারবেন ।
এবার রিচার্জ করার নিয়ম বিটকয়েন দিয়ে
এখন আপনারা বিটকয়েন দিয়ে মোবাইলও রিচার্জ করতে পারবেন । এই সাইটটি নতুন খোলা হয়েছে । এটি দিয়ে এখন বিশ্বের ১২৭ টি দেশের ৪২৫ টি মোবাইল অপারেটরে মানি রিচার্জ করা যায় । বাংলাদেশের ছয়টি অপারেটরেই রিচার্জ করা যায় । সর্বনিম্ন ৫০ টাকা এবং সবচেয়ে বেশি ১০০০ টাকা রিচার্জ করা যায় ।
রিচার্জ করার পদ্ধতি –
১। প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুনঃ Bitrefill
২। তারপর নিচের মত পেজ ওপেন হবে ।এখান থেকে ক্লিক করে সিলেক্ড করুন
3। তারপর নিচের মত পেজ ওপেন হবে ।
4। এবার রিচার্জ করার পালাঃ
নেক্সট পেজে একটা বিটকয়েন এড্রেস দিবে এবং কতো পাঠাতে হবে সেটাও বলা থাকবে।
- আরআপনি ঐ এড্রেস এ কয়েন পাঠানোর সাথে সাথেই রিসিভ করবে প্রত্যেক বার অর্ডার করলে নতুন এড্রেস ও টাইম বেধে দাওয়া হয় ১৪মিনিট।
- ওইটাইমের মধ্যে সেন্ড করতে হবে।
আপনার মেইল এ একটা মেইল যাবে। তারপর টাকাপাঠানোর সময় আরেকটা
মেইল যাবে।আর মোবাইল এও কনফার্ম মেসেজ যাবে।
paini