দেশ – ব্রাজিল
কারেন্সি – AED, AUD, BGN, BRL, CAD, CHF, DKK, EUR, GBP, HUF, INR, JPY, MAD, MXN, MYR, NGN, NOK,
PLN, RON, RUB, SEK, SGD, TND, TWD, USD, ZAR.
প্রথমে আপনি এই লিঙ্ক ( নেটেলার ) এ গিয়ে ফরম টিতে আপনার যাবতীয় তথ্য দিন
তারপর সব তথ্য দেয়া হয়ে গেলে সাবমিট করুন সাবমিট হয়ে গেলে আপনাকে একটি আইডি নাম্বার এবং সিকিউর আইডি নাম্বার প্রদান করবে তবে সাবধান ভুলে ও কারোর সাথে আপনার সিকিউর আইডিটি শেয়ার করবেন না তাহলে এক নিমিষেই আপনার একাউন্ট এ থাকা সকল অর্থ যে কেউ নিয়ে নিতে পারবে
অতপর আপনার একাউন্ট খোলা হয়ে গেলে মিনিমাম ৫ ডলার ( ৪০০৳ টাকা ) ডিপোজিট করে ভেরিফাই অপশন এ গিয়ে আপনার ন্যাশনাল আইডি কার্ড এর স্ক্যানিং কপি জমা দিয়ে ভেরিফাই করে নিন । আর হে ৫ ডলার আপনার একাউন্ট এ জমা থাকবে যে কোন সময় আপনি তা উত্তোলন করতে পারবেন ।
ভেরিফাই সাধারণত ৩০ মিনিট হতে ২৪ ঘন্টার মধ্যে হয়ে যায়
অতঃপর আপনি Net+ Cards অপশন এ গিয়ে virtual card এ ক্লিক করে আপনার ভার্চুয়াল কার্ড একটিভ করে নিন ফ্রি তে
মনে রাখবেন ১ম বার ভার্চুয়াল কার্ড সবার জন্য ৩ বছরের জন্য কোন ফি কাটবে না ৩ বছর অতিক্রম করার পর আপনার কার্ডের ফি ধার্য করা হবে ।
Comments (No)