একাউন্ট করে নিন 200 টাকা প্রতি রেফারে 20 টাকা হলো এর মতো একটি এফিলিয়েট প্লাটফর্ম। এখানে এর প্রডাক্ট প্রমোট করে কমিশন অর্জন করা যায়। এছাড়াও আপনার রেফার করা এফিলিয়েট মার্কেটার যা আয় করবেন সারাজীবন তার আয়ের ১০% কমিশন পাওয়া যায়।
সহজ এফিলিয়েটে আছে কনটেস্ট কনটেস্ট উইন করে পুরষ্কার জিতে নিতে পারবেন।
সহজ এফিলিয়েটে আছে ২১ টাকা ফোনসহ আরো নানান প্রমোশন।
sohojbuy.com এ রয়েছে প্রায় ১০০০ টি নিত্য প্রয়োজনীয় প্রডাক্ট এবং প্রতিনিয়ত সাইটের প্রডাক্ট বাড়ছেই।
ক্রেতারা sohojbuy.com এ কেনাকাটা করে পাবেন শপিং পয়েন্ট। পয়েন্ট দিয়ে সহজবাই থেকে যেকোন প্রডাক্ট কিনতে পারবেন।
Sohoj Affiliates এ জয়েন করতে কোন টাকা লাগেনা। একদম ফ্রীতে জয়েন করে আপনি কাজ শুরু করতে পারবেন। তবে ফ্রীতে শুরু করলেও আপনি খুব দ্রত অনেক টাকা ইনকাম নাও করতে পারেন।
তবে আপনি যদি এফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং জানেন বা আপনার যদি একটি ভাল ইউটিউব চ্যানেল থাকে বা একটি বড় ফেসবুক পেজ থাকে বা সোস্যাল মিডিয়ায় যদি আপনার পপুলারিটি থাকে অথবা আপনার যদি একটি ভালো ওয়েব সাইট থাকে তাহলে আপনি সহজ এফিলিয়েট থেকে ভাল টাকা আয় করতে পারবেন। সেটা মাসে ১ লাখ , দুই লাখ বা আরো বেশি হতে পারে।
উল্লেখ্য জয়েন করে বা রেফার করে পাওয়া বোনাস ব্যালেন্স দিয়ে আপনি যেকোন প্রডাক্ট কিনতে পারবেন। বোনাস টাকা ক্যাশ করা যায়না। কোন প্রডাক্ট কিনতে গেলে প্রডাক্টের ২০% টাকা বোনাস দিয়ে পেমেন্ট করা যায়। কমিশন বা পুরষ্কারের টাকা ক্যাশ করা যায়।ত সাইটের প্রডাক্ট বাড়ছেই।
সহজ এফিলিয়েট গ্রোগ্রামে জয়েন করে আজীবন ইনকাম করতে পারবেন। সহজ এফিলিয়েটস এ ৭৫০+ প্রডাক্ট থেকে সহজেই লিংক জেনারেট করে আপনার ওয়েব সাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল মনেটাইজ করে প্রতিটি সেল থেকে আয় করুন কমিশন। এছাড়াও আপনার রেফার করা প্রত্যেক এসোসিয়েট থেকে পাবেন লাইফটাইম ১০% কমিশন।
Comments (No)