ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করার উপায়

ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করার উপায়
ভিডিও এর জন্য কোন কীওয়ার্ড বাছাই করার আগে একটা গুগল সার্চ করে নিন ঐ কীওয়ার্ড দিয়ে।
যদি দেখেন রেসাল্টের প্রথমেই একটা ভিডিও আছে তাহলে বুঝবেন আপনার ভিডিও গুগল রেঙ্কে প্রথমে আসার চান্স আছে
http://www.bestearnidea.com/seo-in-bangladesh/
টপিক হিসেবে আপনার ভিডিও গুলোকে প্লেলিস্ট করে নিন।
 ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করার উপায় 2
আর প্লেলিস্টের নামকরনেও আপনার ভিডিওগুলোর নির্ধারিত কীওয়ার্ড ব্যবহার করুন। এটা প্লেলিস্ট গুগল রেঙ্কে সাহায্য করবে।

ইউটিউব চ্যানেলের ভিউ বৃদ্ধি করে নিন ২০উপায়

৩. আপনার সকল ভিডিওতে একটা ইন্ট্রো দিন। এটা আপনার চ্যানেলের অথোরিটি অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে এবং চ্যানেলের সাবস্ক্রাইভার বাড়িয়ে দিবে।
৪. অবশ্যই আপনার সকল ভিডিওতে কীওয়ার্ড রিলেভেন্ট করে টাইটেল এবং ডেসক্রিপশন দিন।
৫. যখন আপনার ভিডিও আপনার ব্লগে বা কোন সাইটে এম্বেড করেন তখন আপনার ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিন।
এটা আপনার চ্যানেলে সরাসরি লিঙ্কিং করবে এবং ভিউয়ার আপনার চ্যানেলের অন্য ভিডিও দেখার জন্য আগ্রহী হবে।
৬. নিয়মিত ভিডিও আপলোড করুন এবং এটা একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে করুন।
যদি আপনার ভিউয়ারগন প্রতি বুধবার আপনার চ্যানেলে নতুন ভিডিও পায় তাহলে তারা প্রতি বুধবারেই ভিডিও এর প্রত্যাশায় আসে।

আর তাছাড়া নিয়মিত ভিডিও দেওয়ার আরেকটা কারন হচ্ছে আপনি যতবার নতুন ভিডিও দেবেন ততবারই আপনার সাবস্ক্রাইভার নোটিফিকেশন পাবেন।

YouTube Channel increase views and subscribers of your videos 20 Way

৭. আপনার আপলোড করা প্রতিটা ভিডিও ফেইসবুকে post করুন (লিঙ্ক শেয়ার নয় বরং এম্বেড করুন)।
কারন হচ্ছে খুব কম মানুষ ফেইসবুক থেকে বাইরে গিয়ে আপনার ভিডিও দেখবে।
এতে সে ফেইসবুকেই থাকলো আর আপনার ভিও হয়ে গেল।
৮. আপনার ভিডিও টাইটেল ৫০ বর্ণের মধ্যে রাখুন। যদি বড় করেন তাহলে আপনার ভিডিও টাইটেল কিছুটা কাঁটা পরবে।
এক্ষেত্রে ভিউয়ারও সঠিকভাবে না বুজতে পারে এবং সার্চ রেজাল্টেও এর প্রভাব পরবে
৯. আপনার ব্লগে ভিডিও গুলো এম্বেড করুন।
এতে করে যেমন আপনার ভিডিও ভিউ বাড়ার পাশাপাশি আপনার ব্লগের পাঠক বাড়বে তেমনি বাড়বে আপনার ব্লগ এবং চ্যানেলের অথোরিটি।

Get Traffic New Blog

১০. আপনার সাধারন ভিডিও গুলোকে ছোট রাখুন। ২/৩ মিনিটের মধ্যে রাখুন।
ভিউয়ার বড় ভিডিও দেখতে উৎসাহী হয় না।

বিটকয়েন আয় করুন with withdraw History

চুলের খুশকি দূর করার ১০ টি প্রাকৃতিক উপায়

 

seo bangla basics tutorial সার্চ ইন্জিন অপটিমাইজেশন

 

গুগলে কিছু বাড়তি টুলস এর ব্যবহার জেনে নিন

http://www.bestearnidea.com/seo-bookmaking-site/

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ