বেকার সমস্যা সমাধানে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই উচ্চ উপার্জন সম্ভব।এর জন্য ইনভেষ্ট এর প্রয়োজন নেই।আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো ওয়েবসাইট/ব্রগসাইট এর মাধ্যমে অর্থ উপার্জন।
Google Adsense কী?
- Google Internet এর ৮০% জায়গা দখল করে আছে।Google internet এর বিভিন্ন ধরনের Online Business আছে।এর অন্যতম ব্যবসা হল Adwords।কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারীর শতকরা ৮০% মানুষ ব্যবহার করে Google কে। Internet এ Google এর ব্যপক রাজত্যের কারণে সারা বিশ্বের শত শত প্রতিষ্ঠান তাদের Products ও Service বিক্রি করার জন্য Google Adwords Program এর মাধ্যমে অনলাইনে বিগ্গাপন দিয়ে থাকে অনেক অর্থের বিনিময়ে।এই এ্যাড গুলো মানুষের খুব কাছে পৌছানোর জন্য যে পদ্ধতি Google অবলম্বন করে সেই Program এর নাম হল Google Adsense.
- কিভাবে আপনি Google Adsense এর মাধ্যমে আয় করতে করতে পারবেন?
- Google Adsense এ আপনি অংশ গ্রহন করলে Google এর মাধ্যমে সারা পৃথিবীর বিভিন্ন Organization এর যে Ad আপনার website এ দেয়া খাকবে যাতে visitor গণ দেখার জন্য Ad এ ক্লিক করলে আপনার ইনকাম হবে।সাধারনত একটি ক্লিক এর জন্য 0.20$ থেকে 1$ পয্রন্ত দেয়। আপনার যদি ভালো মানের blogsite/website থাকে তাহলে হিসাব করুন আপনার মাসিক আয় কত হতে পারে। শুধু কি তাই Google Adsense বাদে অনেক সাইট আছে যারা আপনার সাইট এ Ad দিবে টাকার বিনিময়ে।এভাবে আপনি আপনার একটা ভালো সাইট থেকে অনেক এ্যাড প্রদানকারী সাইট থেকে আয় করতে পারবেন।
- এখন আপনি আয় করতে চাচ্ছেন কিন্তু আপনার নিজস্ব ব্লগসাইট নাই কি করবেন?
- আফসোস করবেন না আমরা আপনাকে ভালো মানের ব্লগসাইট তৈরী করে দিব।আসলে একটা ভালো ব্লগসাইট তৈরী করা কষ্টকর।এতে সময় ব্যায় করতে হয়। এই কারণে আমরা একটা ব্লগসাইট তৈরী করে দেই মাত্র ৩০০ টাকা তে।
- এখন আপনি হয়তো ভাবছেন ৩০০ টাকা দিয়ে ব্লগসাইট তৈরী করে নিব এতে আমার কি লাভ আমি তো কিছু জানিনা কি করে আয় করতে হয়?
- কোন চিন্তা করবেন না আপনি যদি ইন্টারনেট ব্যবহার করতে পারেন তাহলে আপনি আয় করতে পারবেন ইনশাআল্লাহ।আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব।যার ফলে আপনি পিপিসির অনেক কাজ শিখে যাবেন।আর এটা আপনার সারা জীবন কাজে লাগবে
যোগাযোগ ও বিক্যাশ :০১৭৭৪২৩৮৮৫৭
Comments (No)