- লেখালেখি একটি সম্মানজনক কাজ।একজন ভালমানের লেখক পেয়ে থাকেন প্রচুর সম্মান।মৃত্যুর পরও বেচে থাকেন বহুকাল।বাংলাদেশ ধীরে ধীরে অনলাইনে ভালভাবেই নিজের স্থান পাকাপোক্ত করে নিচ্ছে।freelancing,blogging,writing,web design সহ নানা সম্মানজনক কাজে বাংলাদেশের মানুষ এখন পটু হয়ে উঠছে সেইসাথে ভালমানের ইনকাম তো করছেই।অনলাইনে লেখালেখি এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।কারন একই সাইটে একজন reader এবং writer উভয় সুবিধাই পাচ্ছে আর সেইসাথে নিজেকে করে তুলতে পারছে দক্ষ লেখক।যখন থেকে লেখালেখি জনপ্রিয়তা পাচ্ছে তখন সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে অনেক website শুরু করেছে লেখকদের সম্মানী অর্থাৎ অর্থ দেয়া।
- প্রশ্ন করতে পারেন,লেখকদের টাকা দিয়ে তাদের লাভ কি?তাহলে আগে
জেনে নিন ব্লোগে লেখালেখি করে ব্লোগারদের লাভ কি?ব্লোগে লেখালেখি করে ব্লোগারদের লাভ হলএড দেখিয়ে আয় করা এছাড়াও নানা রকম পদ্ধতি আছে।ঠিক সেভাবেই ওয়েবসাইটগুলো প্রথমে নিজস্ব বেতনভুক্ত লেখক দিয়ে লেখিয়ে নেয় এরপর যখন জনপ্রিয়তা অর্জন করে তখন তাদের ভাল ইনকাম হতে থাকে।কেউ যদি কোন বিষয়ে দক্ষ হয় এবং তাদের সাইটে লেখালেখি করে তাহলে তাদের লেখক সংখ্যা বেড়ে যাচ্ছে এবং সেইসাথে তাদের আয় বেড়ে যাচ্ছে।তারা তো তাদের নিজস্ব লেখকদের বেতন দিয়েই থাকেন লেখালেখির জন্য।সেখানে যদি আপনাকে তারা তাদের থেকে কিছু কম অর্থ দেয় তাহলে তাদের ক্ষতি কিসের?এজন্যই তারা আপনাকে পে করবে।
এখন কথা হল কোথায় লেখালেখি করবেন।ইন্টারনেটে সার্চ দিলে হাজার হাজার সাইট পাবেন লেখালেখি করার জন্য।এদের মধ্য কয়েকটি হল-
*পে-পার পোস্ট ডট কম
*ই-হাউ ডট কম
*হাব-পেজেস ডট কম
এসব সাইটে গিয়ে তাদের তাদের সদস্য হয়ে তাদের দেয়া নিয়ম মেনে কাজ শুরু দিন।তবে কিছু বিষয় মাথায় রাখা ভাল।সেগুলো হল-
- পোস্ট ইউনিক হতে হবে অর্থাৎ কপি-পেস্ট পোস্ট করা থেকে বিরত থাকতে হবে।
- পোস্টের গুনগত মান ভাল হতে হবে।মানসম্মত লেখা লিখতে হবে।
- বর্তমানে যে বিষয়ে বেশী আলোড়ন চলছে তাই নিয়ে লেখার চেষ্টা করতে হবে।
- লেখার টাইটেলের সাথে লেখার বিষয়বস্তুর মিল থাকতে হবে।
- ইংরেজীতে দক্ষ হতে হবে।
- যে বিষয়ে ভাল জ্ঞান আছে সে বিষয়ে ভালভাবে লেখার চেষ্টা করতে হবে।
- ধৈর্য ধারন করতে হবে এবং নিজেকে ধীরে ধীরে ভালস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
- উপার্জন করুন ছোট ছোট কাজ করে
- ব্লোগ থেকে অর্থ উপার্জনের ৭টি কার্যকরী উপায়
- লিঙ্ক শেয়ার করে অর্থ উপার্জন
- সহজে উত্তম আয়ের পথ চিতিকা(chitika)
- বাংলাদেশের সকল খবরের কাগজ
- অনলাইনে বাংলা লেখার পদ্ধতি
- যে কোনো লেখাকে কন্ঠস্বরে রুপান্তর করার কয়েকটি ওয়েব টুল
- ডাউনলোড করুন ৬০০+ ওয়েবসাইট লিঙ্ক (ইবুক)
- ওয়েব নির্মান,ওয়েব ডিজাইন,এসইও,অনলাইনে উপার্জন সহ বিভিন্ন গুরুত্বপূর্ন ইবুক ফ্রি ডাউনলোড
- ফটোশপে তৈরি ডিজাইন বিক্রি করে উপার্জন
Comments (No)