আসসালামুয়লাইকুম। সবাই ভাল আছেন? আমিও ভাল। আজ আপনাদের জন্য কিছুটা ভাল টিউন নিয়ে এসেছি। টিউনারপেজ এ পিটিসি নিয়ে টিউন করা নিষিদ্ধ। তাই আমি নিয়ে আসেছি ক্যাপচা করে আয় করার পদ্ধতি। হ্যা আমরা যারা ইন্টারনেট চালাই তারা সবাই কমবেশি ইন্টারনেট থেকে আয় করতে চাই। কিন্তু সবাই তা পারি না।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপচা পুরন করে আপনি প্রতিদিন কমপক্ষে ১ ডলার ইনকাম করবেন, তাও আবার একঘন্টা সময় দিয়ে।তেমন কঠিন কাজ না। এখানে আপনি প্রতিদিন ১০০ করে ক্যাপচা পাবেন যার প্রতিটার মুল্য ০.০১৳। মানে ১০০ ক্যাপচা করলে হয় ১ ডলার।
তাহলে চলুন দেখি কিভাবে কাজ করবেন?
প্রথমেই রেজিঃ করতে এই লিংকে ক্লিক করুন
ক্লিক করার পর নতুন পেজ আসবে সেখানে আপনার নাম, ইমেইল দিন। আর অবশ্যই আপনাকে ওদের ফেইসবুক লাইক দিতে হবে। নিচের ছবি দেখুন IN REFRRAL ID GIVE
সব কিছু ঠিক মত হলে নিচে সাবমিট এ ক্লিক করুন। এরপর আপনার ইমেইল এ একটি পাসওয়ার্ড যাবে সেটাই হবে আপনার লগ ইন পাসওয়ার্ড। এর পর আবার এই লিংকে চলে আসুন এবং আপনার ইমেইল আর মেইলে পাঠানো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
লগ ইন হয়ে গেলে EARN এ ক্লিক করুন এবং ক্যাপচা পাবেন।
সেই ক্যাপচা ঠিকমত দিয়ে নিচে সাবমিট এ ক্লিক করুন। এর পর নতুন পেজ আসবে সেখানে পাঁচ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর ডান পাশে Skip ad আসবে সেখানে ক্লিক করুন। নিচের মত করে।যদি আপনার ক্যাপচা ঠিক মত হয়ে থেকে তাহলে নিচের মত পেজ আসবে, যে আপনার ক্যাপচা সঠিক এবং আপনি ০.০১$ পেয়েছেন।
এর পর আপনি পরবর্তি ক্যাপচা পুরন করে আগের মত করে কাজ করুন। এভাবে আপনি প্রতিদিন ১০০ করে ক্যাপচা পাবেন। মানে আপনার প্রতিদিন ইনকাম হল ১ ডলার।
আয় করতে চান কোন ধরণের কষ্ট ছাড়া?হ্যা তাহলে এই দিকেই আসুন।আমার লেখাটি ২০/৩০ মিনিট পড়েন,তাহলে আজ থেকেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।ঘরে বসে আয় করুন ১ ডলার হলেও ১০০% গ্যারান্টি
তাহলে আজ থেকেই শুরু করে দিন ইনকাম করা।
হ্যা অনেক তো ইনকাম করলেন কিন্তু পেমেন্ট এর ব্যাপারে তো কিছু বললাম না।
হ্যা আপনি আপনার ইনকাম করা টাকা পাবেন পেপল কিংবা প্যায়জা তে। আমাদের যেহেতু পেপল সচরাচর নেই তাই প্যায়জা টাই ভাল।
scam website.
bhai bkash die chasout kora jabe
bkashe chasout kora jabe ki?