যারা ফ্রিল্যান্স ও আউটসোসিংয়ে কাজ করেন তারা Data Typing Job সম্পর্কে অনেক অভিজ্ঞ।
আমি নিজেও অনেক সাইটে কাজ করেছি যেমন: Freenlancer, Elence, Odesk, CaptchaTypers, kolotibablo etc. বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারনে আমার মোটেও ভালো লাগে না এই সাইটগুলো কাজ করতে। আমি চেয়েছি আরো সহজ পদ্ধতিতে কাজ করতে এবং অল্প এমাউন্ট যেন উইথড্রো করতে পারি
অবশেষে আমার পছন্দমত একটা সাইট পেলাম। আমি এই সাইটটাতে কাজ করি এবং সবাইকে করতে বলি কারন এই সাইটটির বৈশিষ্ট্য:
Skip button: এই সাইটে স্কিপ বাটন আছে আপনি যে কেপচা বুঝেন না সেটা স্কিপ করতে পারবেন। আরেকটি আসবে।
Speed: সাইটের স্পিড খুবই ভালো খুব দ্রুত কেপচা লোড হয়
Wrong Captcha: আপনি ভূল কেপচা টাইপ করলে Wrong Captcha দেখাবে তখন সঠিকটি পাইপ করতে পারবেন।
Suspended: আপনার সাসপেন্ড হওয়ার ভয় নেই। অন্যান্য সাইটে ভূল কেপচা দিলে সাপপেন্ড করে। এটাতে করবেনা।
150$ minimum withdraw: আপনি 150$ হলেই উইথড্রো করতে পারবেন পেজা দিয়ে। যাদের পেজা একাউন্ট নাই এখনি খুলে ফেলুন ফ্রিতে >> Payza-Bangladesh
Bonous: টাইপ করার সময় অটো বোনাস পাবেন।
1Captcha minimum: 0.5
Administrative: এই সাইটে আপনার একাউন্টের এডমিন আপন নিজেই। আপনার যখন ইচ্ছা কাজ করবেন যখন ইচ্ছা করবেন না।একাউন্ট জীবনেও ব্যান হবেনা।
এটা ভেরিফাইড ওয়েবসাইট তাই টাকা অবশ্যই পাবেন।
Step 1:প্রথমেই এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করে ফেলুন click
Comments (No)