আপনার NID দিয়ে অন্য কেউ সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে কিনা যাচাই করুন 1

কারো নামে যদি অন্য সিম রেজিস্ট্রেশন হয়েই থাকে তবে সেটি খুব খারাপ সংবাদ। ঐ সিম ব্যবহার করে কেউ কোন অপকর্ম করে থাকলে তার দায় প্রথমে আপনার ঘাড়ে এসেই পড়বে। সুতরাং আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে সেটা যাচাই করা খুব জরুরী। যদি দেখেন আপনার অজান্তেই চোরের দল অন্য কোন সিম রেজিস্ট্রেশন করেছে তবে সেই নাম্বারগুলো হয় আপনি নিয়ে নিন, না হলে সেই রেজিস্ট্রেশন বাতিল করতে বলুন মোবাইল কোম্পানিগুলোকে।

দেশের অপারেটরদের মধ্যে সবাই এখনো যাচাই করার সুবিধা প্রদান করেনি। যারা এখনো সুবিধা দেয়নি তাদের বাধ্য করুন এমন সুদিধা দিতে।

তবে এই মূহুর্ত্তে আপনি বাংলালিংক ও রবি তে যাচাই করতে পারবেন আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে।

বাংলালিংকঃ *1600*2# প্রেস করুন
রবিঃ *1600*3# প্রেস করুন
জিপি, এয়ারটেল, টেলিটক এখনো চালু করেনি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ