অভিজ্ঞতা ছাড়া মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করুন

 

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন
প্রতিবারের মতো আজকে আমি আপনাদেরকে অনলাইনে সহজে ইনকাম করা যায় এরকম সাইট নিয়ে আলোচনা করব। অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না। আমাদের অনেকেই এখানে কাজ করি মুলত যারা জানেন না তাদের জন্য আজকের এই আলোচনা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই চার থেকে পাঁচ হাজার টাকা প্রতি মাসে আয় করতে পারবেন। যারা পরিশ্রম করে আয় করতে পারবেন তাদের জন্য আজকের এই আলোচনা।

চলুন শুরু করার আগে রেজিস্টার করে ফেলি রেজিস্টার করা খুব সহজ আপনারা পারবেন আশা করি ফেসবুক একাউন্ট্ করার মতো খুব সহজেই রেজিস্টার করে নিতে পারবেন রেজিস্টার করার জন্য

এখানে ক্লিক করুন

এখানে মোবাইল ফোনে বা কম্পিউটার মাধ্যমে আপনি আয় করতে পারবেন। রেজিস্টার সম্পন্ন করার পর একাউন্ট্ এর ভিতরে প্রবেশ করুন। তারপর For workers সেকশন থেকে একটি সফটার নামিয়ে নিন। এখন আপনি যদি মোবাইল ফোন থেকে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফোনের সফটার নামিয়ে নিন। আর যদি আপনি কম্পিউটার থেকে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই কম্পিউটার সফটার নামিয়ে নিন।

ইন্সটল করে নিন সফটার টি তারপর Client KEY টি কপি করে সফটার এর মধ্যে দিয়ে সফটওয়্যারটি ওপেন করুন। তারপর Re-captcha সলভ করুন। Re-captcha সলভ করলে বেশি ইনকাম হবে সাধারনত ১০০০ রিক্যাপচা সলভ করলে ১$ পাবেন। রিক্যাপচা যেভাবে সলভ্ করতে পারবেন
এখানে  I’m not a robot এর পাশের বক্সে ক্লিক দিবেন তাহলে কয়েকটা ছবি আসবে
এরমধ্যে যে ছবি সিলেক্ট করতে বলবে তা সিলেক্ট করুন (সাধারনত তিনটা সিলেক্ট করলেই হয়ে যায়) তারপর verify এ ক্লিক করুন দেখুন টিক চিহ্ন আসবে টিক চিহ্ন আসার মানে আপনার ক্যাপচাটা সঠিক হয়েছে।

এভাবে ১০০০ ক্যাপচা পুরন করলেই আপনি পেয়ে যাবেন ১$ আর একাউন্ট ব্যালেন্স ০.৫$ হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট নিতে সাইট থেকে request payout অপশনে যান তারপর আপনার পারফেক্ট মানি বা ১ ডলার হলেই বিটকয়েন ওয়ালেট এ পেমেন্ট উইথড্র করে নিতে পারবেন। প্রতিদিন রুটিন করে যদি আপনি কাজ করতে পারেন মানে দুই থেকে তিন ঘণ্টা কাজ করতে পারেন তাহলে মাসে একটি ভালো আয় করতে পারবেন।

কোন সময় প্রবলেম ফেস করেন মানে যদি দেখেন ক্যাপচা আসতেছে না তখন ভিপিএন ডাউনলোড করে নিন ভিপিএন কানেক্ট করে কাজ করবেন আশা করছি সমস্যার সমাধান হবে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ