এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আয় করুন। সাধারণ কিছু ছোট ছোট কাজ করে আয় করুন মাসে ১০ থেকে ৫০ হাজার টাকা। প্রতিদিন মাত্র ৩-৪ ঘন্টা কাজ করে আয় করুন।
কাজঃ
১। সিপিএ মার্কেটিং (কোন ধরণের কেনা বেচা করতে হবে না শুধু লিংক শেয়ার করতে হবে)
২। এডপ্যাক সার্ফ (কিছু এড প্যাক থাকবে যা সার্ফ করতে হবে)
৩। রিভিনিউ শেয়ার (এক্সচেঞ্জ এর মাধ্যমে রিভিনিউ আনতে হবে)
৪। ডাটা এন্ট্রি ( ক্যাপচা এবং রিক্যাপচা টাইপ করতে হবে)
৫। এফিলিয়েট মার্কেটিং (রেফার করতে হবে)
নিয়মঃ
* তেমন কোন নিয়ম নেই কাজ করলে টাকা আসবে না করলে আসবে না।
* উপরের ৫টি কাজের সবগুলো ও করতে পারবে আবার চাইলে যে কোন একটিও করতে পারবে।
আয়ঃ
প্রতি মাসে ১০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত আয় করা যাবে।
পেমেন্টঃ
* প্রতি মাসের ৩০ তারিখের মধ্যে ক্যাশ আউট দিতে হবে এবং ০৫ তারিখে হাতে পাওয়া যাবে এবং কোন ভ্যাট কাটা হবে না।
* এ ছাড়াও জরুরী প্রয়োজনে টাকা উঠানো যাবে এবং তার জন্য ৭ দিন আগে ক্যাশ আউট দিতে হবে এবং ৫% ভ্যাট কাটা হবে।
* রেগুলার ক্যাশ আউট এর ক্ষেত্রে ব্যালেন্স সর্বনিম্ন ০১টাকা থেকে তুলতে পারবে।
* জরুরী টাকা উঠানোর সক্ষেত্রে সর্বনিম্ন ব্যালেন্স ১৫০০টাকা থাকতে হবে।
সাপোর্টঃ
* সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা কাস্টোমার সাপোর্ট দেয়া হবে।
বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন।
মোবাইলঃ ০১৮৮৪৬৯২৭০৬
অফিসঃ ৪৮/৫ ভাগলপুর লেন,হাজারীবাগ,ঢাকা-১২০৫
Comments (No)