মো: নজরুল ইসলাম দুলু
অনলাইনে আয় করার রয়েছে সতেক রাস্তা । যেখানে মাসে ৫- ৩০ হাজার টাকা একদম ফ্রিতে আয় করা সম্ভব । কিছুটা দৈর্য্য, কঠোর পরিশ্রম আর কিছুটা মাথা খাটাতে পারলেই চাবিটা চলে আসবে আপনার হাতে । একবার যদি মাঠ তৈরী করতে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না ।
একজন লোক ক্লাস ওয়ান থেকে এমএ পাস করতে কমপক্ষে সময় লাগে ১৭-১৮ বছর। তারপর চাকরি পেতে হলে আরো যে কত দিন লাগে তা তো সবারই জানা।
আর আপনি যদি অনলাইনে কাজ করে মাত্র ৩-৪ মাসে রাতারাতি বড়লোক হতে চান এটা কি ঠিক হবে। একটু ভেবে চিন্তে বিষয়টি নাড়াচাড়া করবেন।
তবে একটি গুরুত্বপূর্ণ কথা হলো অনলাইনে দৈর্য্যসহকারে মাত্র ৬-৯ মাস কাজ করুন তারপর হিসেব মিলিয়ে দেখুন আপনার জীবনে নতুন একটি অধ্যায় সুচিত হবে যা আজীবনের জন্যই উম্মোক্ত থাকবে। আপনি যদি বিদেশেও চলে যান, আপনার আয় কখনো বন্ধ হবে না। এমনকি বিদেশে পাড়ি দিলে আপনার পিটিসি ইনকাম আরো দ্বিগুন হয়ে যাবে, এটাতো সবাই-ই জানেন। কাজেই মাত্র ৩-৪ টি সাইট বাছাই করে আজীনের জন্য খন্ডকালীন চাকরি হিসেবে বেছে নিতে কোনো অসুবিধা থাকছে না।।
আমার ৩ বছর কাজের অভিজ্ঞতা থেকে একটি গোপন তথ্য আপনাদের সাথে শেয়ার করব আর সেটা হলো অনলাইনে কাজ করার আগে ভালোভাবে কাজ শিখুন। তারপর একেবারে ফ্রিতে কাজ না করে কিছু টাকা ইনভেস্ট করুন। এতে আয়ের গতি বাড়বে। নতুবা আয়ের পরিমাণ কম মনে হওয়াতে আপনার দৈর্য্যর বাধঁ ভেেঙ্গ যেতে পারে।তখন আপনি নিরাশ হয়ে কাজ করা ছেড়েও দিতে পারেন।
আমি পারব, আমাকে পারতেই হবে এরকম মনোভাব নিয়ে কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও অনুশীলনের দ্বারা বহু অসাধ্য কাজও অনায়াসে সমাধা করা যায়। অনুশীলন, অধ্যাবসা ও প্রচেষ্টার মাধ্যমে স্মৃতিশক্তি পর্যন্ত অর্জন করাও সম্ভব। যার জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করলেন বিংশ শতাব্দীর প্রতিভাধর বিজ্ঞানী আইন স্টাইন যিনি জার্মানীতে জন্মগ্রহণ করেছিলেন। মা সঙ্গীত প্রিয় ছিলেন ফলে মায়ের উৎসাহেই তিনি ৬ বছর বয়সেই বেহালা বাজাতে শিখেছিলেন। লেখাপড়ায় খুবই দুর্বল হওয়ায় ৯ বছর বয়সেও তিনি স্কুলে ভর্তি হতে পারেননি। ভর্তি পরীক্ষায় সাফল্য লাভের জন্য তাকে দু’দুবার পরীক্ষা দিতে হয়েছিল। ডিগ্রী পরীক্ষায় কোনো রকমে পাশ করতে তাকে অমানুষিক পরিশ্রম করতে হয়েছিল। স্মৃতি শক্তির স্বল্পতা হেতু তিনি স্কুলে চাকরী জোটাতে ব্যর্থ হলেন। তারপর তিনি স্মৃতি শক্তি বাড়ানোর জন্য সচেষ্ট হলেন। ক্রমাগত অনুশীলন ও অধ্যাবসায়ের ফলে অবশেষে স্বরণ শক্তি বাড়াতে সক্ষম হলেন। আর পদার্থ বিজ্ঞানে অর্জন করলেন নোবেল পুরষ্কার।
মনে রাখতে হবে বহুবার ব্যর্থতার সিড়ি বেয়েই সাফল্যের দরজায় পৌছতে হয়। এভারেষ্ট বিজয়ের কথাই ভাবুন। দীর্ঘ ২২ বছর অভ্যাহত প্রচেষ্টার পর দুর্গম গিরি শৃঙ্গ জয় করেছিলেন এডমান্ড হিলারী ও তেনজিং। তার পূর্বে এই রেকর্ড করতে গিয়ে ১৬ জনের প্রাণ দিতে হয়েছিল। উপলব্দি করুণ এই গিরি শৃঙ্গ জয় করতে কত দু:সাহসিক অভিযানের দরকার হয়েছে। অধ্যাবসায়, পরিশ্রম, আত্ববিশ্বাস ও সহিষ্ঞুতা ছাড়া কেইবা সাফল্য লাভ করতে পেরেছে?
নিউটন বলেছিলেন, “ আমার আবিষ্কারের কারণ আমার প্রতিভা নয়। বহু বছরের পরিশ্রম ও নিরবিচ্ছিন্ন চিন্তার ফসল। যখনই যা আমার মনের সামনে এসেছে আমি শুধু তারই মিমাংশায় ব্যস্ত থাকতাম। ফলে অস্পষ্টতা থেকে ধীরে ধীরে স্পষ্টতার মধ্যে উপস্থিত হয়েছি।”
দার্শনিক ইয়ং বলতেন “ মানুষ যা পেরেছে, মানুষ তা পারবে।”
আজকের এই লিখাতে কয়েকটি ভালো সাইটের তালিকা দিচ্ছি। কিভাবে কাজ করলে সহজভাবে আয় করা যায় তার নিয়ম এবং কোন কোন সাইট অত্যন্ত জনপ্রিয় ও নির্ভরযোগ্য তার একটি সঠিক তালিকা পেশ করার চেষ্টা করব।
https://www.neobux.com/?r=Nazruld
https://www.moneybooster24.com
কাজ কীভাবে করবেন জানতে চাইলে যেগাযোগ করুণ
মো: নজরুল ইসলাম
০১৭১৬-৩৮৬৯৫৮
Comments (No)