আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে Google Recaptcha এর করে প্রতিদিন ১-৫$ ইনকাম করতে পারবেন।
তো চলুন কাজ এর কথাই আসা যাক:
Captcha Entry কত প্রকার ও কি
কি?
Captcha Entry বিভিন্ন কোম্পানির
বিভিন্ন প্রকার হয়ে থাকে তারমধ্যে
প্রধাণত ৩ প্রকার যথা:
১) Numeric = এই ধরণের Captcha তে শুধুমাত্র
সংখ্যা থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
2. Alphabetic = এই ধরণের Captcha তে শুধুমাত্র
অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে হয়।
3. AlphaNumeric = এই ধরণের Captcha তে
সংখ্যা এবং অক্ষর থাকে হাত দিয়ে
টাইপ করতে হয়।
Google এর প্রকাশিত Captcha
Entry ২ প্রকার যথা:
১) Solvemedia = এই ধরণের Captcha তে সংখ্যা
এবং অক্ষর থাকে হাত দিয়ে টাইপ করতে
হয়।
2) Recaptcha = এই ধরণের Captcha তে শুধুমাত্র
ছবি থাকে হাত দিয়ে টাইপ করতে হয় না।
3 টি ছবিতে ক্লিক করলেই সলভ হয়ে যায়।
Google Recaptcha কি?
প্রথমেই প্রশ্ন আসতে পারে Google Recaptcha
কি। হয়তো সবাই জানেন তারপরও বলছি।
Google Recaptcha হচ্ছে Google এর একটি ফ্রী
সিকিউরিটি সার্ভিস যেটা কোন
ওয়েবসাইটকে স্পেম অথবা অপব্যবহার
থেকে রক্ষা করে। এটা খুব সহজেই চিনতে
পারে ভিজিটরটি মানুষ নাকি বুট। কোন
বুটের পক্ষে এই সিকিউরিটি অতিক্রম
করা সহজ নয়। তাই ওয়েবসাইটটি থাকে
নিরাপদ।
Google Recaptcha দেখতে
কেমন?
আমরা যারা অনলাইন কাজ করি বা বিভিন্ন সাইট একটি ক্যাপচা পূরন করতে দেয় I’m Not Robot নামে এটা হয় আমরা খেয়াল করেছেন এটায় Recaptcha।
এখন যদি I’m Not Robot এ ক্লিক করেন তাহলে আপনার সামনে Box আকার অনেক গুলো ইমেজ আসবে, আর আপনাকে এর মধ্যে নির্দিষ্ট
ইমেজ তে ক্লিক করতে হবে যেমন এখানে আমাকে Road এর ইমেজ Select করতে বলেছে তার তা Select করে Verify করলেই হয়ে যাবে।
এভাবে কাজ করে ইনকাম করতে পারবেন।
কিভাবে আয় করবেন,কে কাজ দিবে?
আমি আজ এমন একটি সাইট শেয়ার করব
যেখানে প্রতি ১০০০ ক্যাপচা তে ১$-১.৫০$ ইনকাম করতে পারবেন, ১ডলার=৮০টাকা।
তাহলে প্রথমে এই লিংক
https://goo.gl/NVcNSz
যান।
তারপর একটু নিচের দিকে নেমে দেখুন “কাজ শুরু করুন” বা Start Working লিখাতে ক্লিক করুন,
Comments (No)