l am sorry !!!জানতে চাও কেন?তোমাকে অনেক বেশি ভালবাসার জন্যতোমাকে অনেক বেশি মিস করার জন্য।I am sorry!!!তোমাকে প্রতিদিন দেখতে চাওয়ার জন্য।এবং ঘুমানোর আগে তোমাকে নিয়ে ভাবার জন্য।তোমাকে না দেখলে মন খারাপ হওয়ার জন্য।তোমার পাশে থাকতে চাওয়ার জন্য।I am sorry!!!তোমাকে খুশি করতে চাওয়ার জন্য। আরতোমাকে জীবন সঙিনী হিসেবে চাওয়ার জন্য।তোমাকে হাসানোর চেষ্টা করানোর জন্য যখন তোমার মন খারাপ থাকত।I am sorry!!!তোমাকে বিরক্ত করার জন্য।তোমাকে প্রতিদিন সপ্ন দেখার জন্য।I am sorry!!!তোমার মেসেজের অপেক্ষাই বার বার মোবাইলের ইনবক্স টা চেক করার জন্য।I am sorry!!!তোমার কথা ভেবে মনের অজান্তে মুচকি হাসার জন্য।I am sorry falling for you !!!!!!I am sorry!!!আমাকে ভালবেসেছিলে সেটা ভাবার জন্য।তোমাকে ফোন আর মেসেজ দিয়ে বিরক্ত করার জন্য।তোমার সাথে কথা বলতে না পেরে পাগলামি করার জন্য।I am sorry!!!যতগুলো ভুল করেছি সব ভুলের জন্য।I am really sorry!!!তোমাকে প্রচণ্ড পরিমানে ভালবাসার জন্য।
যদি ভালে লাগে comment করবেন
এক প্রেমিক এর অতনাত
About The Author
Leave a Reply Cancel Reply
You must be logged in to post a comment.
Comments (No)