খুব ভোরে ঘুম থেকে উঠতে পারলে এক দিনে মাত্র একবারই সূর্যোদয় দেখা সম্ভব।মহাশূন্যে ভেসে বেড়াতে চান? মহাশূন্যে থেকে পৃথিবীকে কেমন দেখায়, সে অভিজ্ঞতা নিতে চান? আর মাত্র চার বছর ধৈর্য ধরুন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি কিন্তু একেবারেই সত্যি। ৭৮ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা বা ৯৫ লাখ মার্কিন ডলার টাকা খরচ হবে বিশ্বের প্রথম বিলাসবহুল মহাকাশ হোটেলে থাকা-খাওয়ার বিল হিসেবে।
হোটেলের নাম ‘অরোরা স্টেশন’। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান হোসেতে অনুষ্ঠিত স্পেস ২.০ সম্মেলনে ওই মহাকাশ হোটেল তৈরির ঘোষণা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তিবিষয়ক উদ্যোক্তা প্রতিষ্ঠান ওরিয়ন স্প্যান ওই হোটেল তৈরি করবে। ১২ দিনের জন্য আপনাকে গুনতে হবে সাড়ে ৯ মিলিয়ন ডলার প্রায় ৮০ কোটি টাকা। পৃথিবীর নিকটবর্তী মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ‘অরোরা স্টেশন’ নামের হোটেলটি পর্যটকদের জন্য সাশ্রয়ী মূল্যে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দেবে।
উৎক্ষেপণের পর ভূ-পৃষ্ঠ থেকে দুইশ মাইল উপরে অবস্থান করবে অরোরা স্টেশন। হোটেলে এক সঙ্গে ৬ জন থাকতে পারবেন যার মধ্যে অতিথিদের আপ্যায়নের জন্য থাকবেন দুই জন ক্রু। অর্থাৎ সর্বোচ্চ চার জন অতিথি একসঙ্গে মহাকাশ ভ্রমণের জন্য বিলাসবহুল এই হোটেলে অবস্থান করতে পারবে।
সাড়ে ৯ মিলিয়ন ডলারের খরচের বাজেট শুনে যাদের কপালে ভাঁজ পড়েছে তাদের জানা প্রয়োজন ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যক্তিগত খরচে যে সাতজন মহাকাশ ভ্রমণ করেছেন তাদের প্রত্যেকের খরচ হয়েছিল ২০ থেকে ৪০ মিলিয়ন ডলারের মতো।
অরিয়ন স্প্যানের প্রধান নির্বাহী ফ্রাঙ্ক বাংগার জানান, তারা মহাকাশ ভ্রমণকে যথাসম্ভব সহজসাধ্য করতে চান। প্রতিষ্ঠানটির উদ্যোগ সফল হলে মহাকাশে বিলাসবহুল হোটেল উৎক্ষেপণের ক্ষেত্রে এটি-ই হবে প্রথম ঘটনা।
Comments (No)