বিগকমার্স বনাম শপিফাইঃ অনলাইন স্টোরের জন্য কোনটা বেষ্ট Big commarce vs. shopify which is best for online stores 9

ইকমার্স স্টোর বানানোর সময়, একটা প্ল্যাটফর্ম নির্বাচন করা অনেক জরুরী ধাপ। ব্যাবসা বাড়ার সাথে সাথে যেন সেটা অ্যাডজাস্ট করে নেয়া যায়।

একটা এমন প্ল্যাটফর্ম, যেটায় স্টোর ম্যানেজ করার জন্য দরকারি সকল টুলস ও ফিচার আছে, ইকমার্সের জন্য অতিব জরুরী।

ইকমার্সের সবচেয়ে জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম হচ্ছে বিগকমার্স ও শপিফাই।

শপিফাই এস্টাবলিশ হয়েছিল ২০৪ সালে, আর এর কয়েক বছর পরে ২০০৯ এ আসে বিগকমার্স।

বিগকমার্স বনাম শপিফাইঃ অনলাইন স্টোরের জন্য কোনটা বেষ্ট Big commarce vs. shopify which is best for online stores 9 1

এই আর্টিকেলে আমরা এই দুইটা প্ল্যাটফর্মের বিভিন্ন সুবিধা অসুবিধা তুলনা করে দেখব।

সংক্ষিপ্ত রিভিউঃ বিগকমার্স বনাম শপিফাই

কোনটা ব্যবহার করবেন? বিগকমার্স নাকি শপিফাই?

দুইটাই হোস্টেড প্ল্যাটফর্ম। এর মানে হচ্ছে আপনার নিজের হোস্টিং এর জন্য টাকা খরচ হবে না।

দুই প্ল্যাটফর্মই অ্যাডমিন প্যানেল অ্যাকসেস দেয়, দুটাতেই ইন্টারফেস ও লুক কাস্টমাইজ করা যায়।

অ্যাডমিন প্যানেল হতে সেলস, শিপিং ও কাস্টমার কেয়ার কন্ট্রোল করা যায়।

আসুন দুটা সার্ভিস একটু বিস্তারিত ঘেঁটে দেখি।

১। বিগকমার্সঃ বিষদ আলোচনা

বিগকমার্স একটা হোস্টেড সার্ভিস। এটা রিসেন্টলি রিব্র্যান্ড করা হয়েছে এবং এতে অনেক নতুন ফিচার অ্যাড করা হয়েছে।

বিগকমার্স বনাম শপিফাইঃ অনলাইন স্টোরের জন্য কোনটা বেষ্ট Big commarce vs. shopify which is best for online stores 9 2
বিগকমার্স অনলাইন স্টোর

এটা একমাত্র অনলাইন স্টোর সার্ভিস যেটা গুগল মার্চেন্ট সেন্টার ইন্টিগ্রেশন বাই ডিফল্ট সাপোর্ট করে। এতে করে মানুষ এই প্রোডাক্ট গুগল শপিং থেকে কিনতে পারে।

বিগকমার্সের মুখ্য ফিচার গুলো হচ্ছেঃ

  • ফ্রি ও পেইড রেসপনসিভ থিম।
  • নিরাপদ শপিং কার্ট
  • পেপাল, এপল পে ও অন্যান্য পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন
  • অনেক রকমের মার্কেটিং টুলস, ফেসবুক, ইবে, পিন্টারেস্ট ইত্যাদি সাপোর্ট
  • ইনভেন্টরি ম্যানেজমেন্ট
  • মাল্টি কারেন্সি সাপোর্ট
  • ড্রপ শিপিং ও ওয়্যারহাউস ইন্টিগ্রেশন
বিগকমার্স বনাম শপিফাইঃ অনলাইন স্টোরের জন্য কোনটা বেষ্ট Big commarce vs. shopify which is best for online stores 9 3
বিগকমার্স ইকমার্স অনলাইন স্টোর সফটওয়্যার ফিচার।

এই প্ল্যাটফর্মে অনেক ব্যবসা পরিবর্ধন সহায়ক ফিচার রয়েছে বলে এর নির্মাতারা দাবি করেন।

আসুন এর কিছু কোর ফিচার দেখে নেইঃ
Advertisement

বিগকমার্স থিম ও ডিজাইন অপশন

থিম স্টোরে বর্তমানে ৯১ টি থিম রয়েছে, কিছু ফ্রি ও কিছু পেইড। পেইড থিমের মূল্য ১৪৫ থে ২৩৫ ডলারের মধ্যে।

SEO টুল

বিগকমার্সে কিছু SEO টুল রয়েছে যেটা দিয়ে স্টোর সাইটের ভিজিবিলিট বাড়ানো সম্ভব। ফলে সেলসও বৃদ্ধি করা সম্ভব। এটার সুবিধা আপনি ব্যবহার করতে পারেন সহজেই।

বিগকমার্স প্ল্যাটফর্ম নিজেদের কাস্টম CDN ব্যবহার করে, ফলে সাইটের আপটাইম অনেক ইম্প্রুভ হয়।

পেমেন্ট ইন্টিগ্রেশন

বিগকমার্স পেপাল ও স্ট্রাইপ সহ প্রায় ৬০টি পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে। এটা অফলাইন পেমেন্টও রিসিভ করতে পারেন।

কেন বিগকমার্স ব্যবহার করবেন

বিগকমার্স বিজনেস এক্সপ্যানশনে সহায়তা করে। ব্যবসা পরিবর্ধনে এই প্ল্যাটফর্ম সহায়ক।

এর সাহায্যে অনেক রকম ক্যাম্পেইন ও প্রমোশন করা যায়। যাতে সেলস বাড়ে।

সকল বিগকমার্স ব্যবহারকারী ফ্রি গুগল অ্যাডওয়ার্ড ক্রেডিট পেয়ে থাকেন, যেটা দিয়ে ফ্রি স্টোরের মার্কেটিং করতে পারবেন।

এই প্ল্যাটফর্মে সহজেই ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা যায়।

সব শেষে, বিগকমার্স অনেক সফটওয়্যার ও অ্যাপ ইন্টিগ্রেশন সাপোর্ট করে, যেটা দিয়ে সেলস বৃদ্ধি করা সহজ হয়ে যায়।

কাস্টমার সার্ভিস ও সাপোর্ট 

বিগকমার্স সার্ভিস ও সাপোর্টের জন্য অনেক টুলস ও ফিচার দিয়ে থাকে। যে সব অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করা যায়। লাইভ চ্যাট ও টিকেটিং সিস্টেম কাজ অনেক সহজ করে তোলে।

প্রাইস প্ল্যান 

বিগকমার্সে বর্তমানে ৪টি প্রাইস প্ল্যান রয়েছে।

স্ট্যান্ডার্ড প্ল্যান মাসিক ২৯.৯৫ ডলার। ফিচার রয়েছেঃ

  • আনলিমিটেড প্রোডাক্ট
  • আনলিমিটেড স্টোরেজ ও ব্যান্ডউইথ
  • মাল্টিপল সেলস চ্যানেল
  • ক্রেডিট কার্ড সাপোর্ট
  • ফ্রি ট্রান্সাকশন
  • ২৪ ঘন্টা লাইভ এজেন্ট সাপোর্ট

বিগকমার্স এর ওয়েবসাইট অনুযায়ী, যাদের সেলস এর আয় ৫০,০০০ হাজার ডলারের বেশি, তাদের জন্য এই প্ল্যান বেষ্ট।

প্লাস প্ল্যান মাসিক ৭৯.৯৫ ডলার। এটা যাদের মুনাদা বাৎসরিক ১৫০০০০ ডলারের বেশি, তাদের জন্য।

  • রিয়েল টাইম ক্যারিয়ার শিপিং
  • পরিত্যাক্ত কার্ট সেভার
  • অ্যাডভান্সড কাস্টমার সেগমেন্টেশন

প্রো প্ল্যানে প্লাস প্ল্যানের সব ফিচার রয়েছে। এটা যাদের আয় ৪০০০০০ ডলারের বেশি, তাদের জন্য। এটায় গুগল রিভিউ এনেবল করা যায়। ও ফিল্টার সার্চ ফিচার অ্যাড করা যায়।

আর সর্বশেষ, এন্টারপ্রাইজ প্ল্যান বড় হাই ভলিউম ব্র্যান্ডের জন্য, এটা ফোন কলের মাধ্যমে কাস্টম প্রাইসিং ফিচার সাপোর্ট করে। আর এই প্ল্যানে প্রায়োরিটি সাপোর্ট দেয়া হয়।

আসুন এবার বিগকমার্সের সাথে শপিফাই তুলনা করে দেখিঃ

২। শপিফাই – বিস্তারিত আলোচনা

বিগকমার্সের মত শপিফাইও একটি হোস্টেড প্ল্যাটফর্ম যেটা দিয়ে অনলাইন স্টোর পাওয়ার করা হয়।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ