ওয়ার্ডপ্রেসের মতই ব্লগ স্পট সাইটে Log in/register বাটন তৈরি করে নিন!

সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি ভাল আছেন সবাই। একটি ছোট্ট পোস্ট করব ব্লগস্পটের অংশ হিসাবে। অবশ্য ব্লগারে আমার তেমন কোন জ্ঞান নাই।

আজকের পোস্টটির মূল শিরোনাম হচ্ছে কিভাবে ব্লগস্পট সাইটে ওয়ার্ডপ্রেস সাইটের মতই Login/Register বাটন যুক্ত করবেন?

blog

১। আমরা অনেকেই ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করেছি। সেখানে একাউন্টে প্রবেশ করতে গেলে একটি লগইন মেনু থাকে। কিন্তু ব্লগারে থাকেনা,তাই ব্লগার সাইট ওপেন করে মেইল আইডি দিয়ে এখানে লগইন করতে হয়। কিন্তু অনেকে ভাবছেন ইস!! যদি ব্লগ স্পট সাইটে এমন ভাবে করা যেত? হ্যা বন্ধুরা চিন্তা নাই। এখন থেকে আপনিও ব্লগ সাইটে লগইন বাটন যুক্ত করতে পারবেন।

এটি করতে হলে প্রথমে আপনি আপনার ব্লগস্পট সাইটে লগইন করুন।

২। এবার আপনার ব্লগারের ড্যাশবোর্ড এর লগিন করে Layout এ যান Add a Gadget এ ক্লিক করে HTML/JavaScript এর উইটগেট যুক্ত করার জন্যে একটি উইন্ডো ওপেন হলে নিচের কোডটি পেস্ট করে দিন।

blog post

৩। টাইটেল বক্সে Login লিখে সেইভ করুন।

google blog post

এবার আপনার ব্লগ সাইটটি ভিজিট করে উক্ত কাজের মান যাচাই করুন। ব্যাস এবার নিজে উপভোগ করুন ওয়ার্ডপ্রেসের মতই ব্লগ স্পটে লগইন বাটন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ