এসো আয় করি
										Earn Money Online From Bangladesh. Make Money From Home									
															Author: rasel habib
আমি রাসেল হাবিব, পেশায় একজন ব্লগার। বর্তমানে এখন নারায়ণগঞ্জ জেলা শহরে বসবাস করছি। ব্লগ পড়তে , আর্টিকেল লিখতে তথ্য নিয়ে ঘাটতে পছন্দ করি। আমার অবসর সময়ে ব্লগে বিভিন্ন টপিক লিখে অনলাইনে শেয়ার করে থাকি। নারায়ণগঞ্জ জেলার নবীগঞ্জ এর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি। অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে। যেমন কম্পিউটার হার্ডওয়ার, সফটওয়ার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ প্রোগ্রামিং, ব্লগিং এবং ইন্টারনেট মার্কেটিং ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা হয়েছে। আমি কম্পিউটারের যে বিষয়টি পছন্দ করি সেটি হচ্ছে ব্লগিং সে জন্য আমাকে একজন ভাল ব্লগার ও বলতে পারেন।