®আসসালামুআলাইকুম।
প্রথম পর্বে বলেছিলাম কীভাবে ডাবিং করে ইউটিউবে ভালো আয় করতে পারবেন। আজ আপনাদের কে বলবো মুভি দিয়ে ইনকামের সবচেয়ে জাকানাকা কৌশল।
মুভি!! মুভি দিয়ে ইউ্টউবে কিছু করতে গেলেই ত Strike/Copyright ঝামেলায় যেতে হয়। আসলে ৯৮% ভাগ মানুষ জানেনা কীভাবে করলে এ strike খাবেন না।
কীভাবে এডিট করবেন একটা মুভির তার আগে বেসিক কিছু নিয়ম মানবেন। আমি মূলত Camtsia দিয়ে করি সো camtasia দিয়ে কীভাবে করবেন তাই বলবো। camtasia দিয়ে এডিট যতটা সহজ অন্যান্য এ্যাপ দিয়ে ততটা সহজ নয়।
১. মুভির কোনো sound/song ব্যনহার করা যাবেনা
২. মুভির ২০-৩০ সেকেন্ডের বেশি ক্লিপ নিবেন না।
৩. মুভি ক্রপ করে নিবেন।
৪. একদম নতুন রিলিজ পাওয়া মুভি ডাবিং করবেন না। ৪-৫ মাস পুরনো মুভি ডাবিং করবেন।
Tiger Zinda Hai মুভি-ই যদি ডাব করেন তাহলে যা করবেন:
১. মুভির বিশেষ সিন দিয়ে শুরু করবেন
২. আমি একটা মজা করে এডিট করসি। দেখে নিন তাহলে বুঝতে সহজ হবে।
আসলে মুভি ডাবিং এ বেশি ভুল হয় কোনো sound/song দেওয়ার কারণে। এগুলো কপিরাইট স্বত্ব আছে তাই এগুলোতে হাত দিবেন না 🙂 তবে যদি কোনো এক্সপাট্র পান যারা এগুুুুলা করে তাহলে শিখে নেবেন কেননা এর থেকে অনেক বেশি টাকা আয় করা যায়। এগুলোতে আওনার competitor নেই বললেই চলে।
শেয়ার করবেন ভালো লাগলে আর পরের পর্বে কি নিয়ে দিব জানাবেন
Comments (No)