Youtube পার্টনারঃ
পার্টনার শব্দের অর্থ মনে হয় সকলেই বুঝি Youtube পার্টনার হচ্ছে Youtube এর সদস্য হওয়া। Youtube এর পার্টনার হওয়ার জন্য প্রতিদিন হাজার হাজার আবেদন পরে। সেখান থেকে Youtube কর্তৃপক্ষ যাচাই বাচাই করে কিছু আবেদন এপ্রোভ করে।
Youtube partner
Youtube পার্টনারের জন্য করনীয়ঃ
- আপলোড করা ভিডিও ১০০ ভাগ নিজের তৈরী হতে হবে। এর কোন অংশ কপি করা বা কোন ইমেজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সুর ইত্যাদি অন্যের ব্যবহার করা যাবে না।অর্থাৎ সম্পূর্ন ইউনিক হতে হবে।
- দুই একটি ভিডিও আপলোড করেই শেষ নয়। নিয়মিত ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করতে হবে।
- বেশী ভিউওয়ার্স থাকতে হবে।
- যদি ভিডিওটি বানিজ্যিক ভাবে সফল হয় তাহলে Youtube নিজে থেকেই পার্টনার করে নেয়।
- গুগুলের এডসেন্স থাকলে পার্টনার হতে বেশ সুবিধা।
Youtube পার্টনার হলে সুবিধাঃ
Youtube তাদের পার্টনারদের একটু বেশী সুবিধা প্রদান করে থাকে। যেমন:
- কোন ভিডিও কপি হওয়ার সম্ভবনা থাকে না কারন প্রত্যকটা ভিডিও এর আলাদা আইডি থাকে।
- ভিডিও আপলোড এর ক্ষেত্রে কন্টেন্ট লেংথস বা সাইজ লিমিট করা থাকে না।
- ভিডিও সরাসরি ভাড়া দেওয়া যায়। এজন্য ক্লাইন্টকে প্রথমে প্রেমেন্ট করতে হয় তারপর ভাড়ায় ভিডিও চালাতে পারে।
- Youtube চ্যানেল থেকে প্রমোট পাওয়া যায়। তাই ভাল মানের ক্লাইন্ট পাওয়া যায়।
কি ভাবে পার্টনারশিপ কনফারমেশন বুঝা যায়ঃ
- প্রথমে Youtube এ সাইন ইন করতে হবে।
- একাউন্ট সেটিং এ গিয়ে ইমেইল সেকশনে যেতে হবে।
- ইউটিউব নিউ লেটার এ গিয়ে আপডেট (ইউটিউব ব্রডকাস্ট) এ ক্লিক করতে হবে।
- সর্বশেষ সেভ করতে হবে।
vai ami sov tik tak korci mane monotize korci but amar adsense account nai tahole ami ki vabe youtube channel er sathe adsense account linked korbo?