ইয়ামাহার মোটরসাইকেল কিনতে ব্র্যাক ব্যাংকের লোন

ইয়ামাহার মোটরসাইকেল কিনতে ব্র্যাক ব্যাংকের লোন

নতুন বছরে বাইকারদের জন্য নতুন উপহার নিয়ে হাজির হলো বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক এসিআই মোটরস। ইয়ামাহা Motorcyclesও স্কুটার ক্রেতাদের সহজ ঋণ ও কিস্তি সুবিধা প্রদানের জন্য ব্র্যাক ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা।

চুক্তি অনুযায়ী, ইয়ামাহার motorcycles আগ্রহী ক্রেতাদের ১২ শতাংশ সুদে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক। আবেদনের এক-দুদিনের মধ্যেই ঋণের অর্থ হাতে পাবেন ক্রেতারা। ছয় থেকে ২৪ মাসের কিস্তিতে এ সুবিধা পাবেন গ্রাহকরা। এসিআইয়ের সেবাকেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলেই ঋণের ব্যাপারে সব সহযোগিতা পাওয়া যাবে।

এসিআই সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসিআই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড প্ল্যানিং) প্রদীপ কর ও ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ডিভিশন নাজমুর রহিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তিকে স্মরণীয় মুহূর্ত উল্লেখ করে এসিআই মোটরসের এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস বলেন, বাংলাদেশে ইয়ামাহা খুবই আলোড়ন সৃষ্টিকারী মোটরসাইকেল ব্র্যান্ড। আরো নিরাপদ ও গ্রহণযোগ্য বাইক আনার ক্ষেত্রে এ চুক্তি একটি মাইলফলক হয়ে থাকবে। Online Income Site

এতদিন শুধু ওপর তলার গ্রাহকরাই ইয়ামাহার motorcycles কেনার সামর্থ্য রাখতেন। এখন এ চুক্তির ফলে ইয়ামাহার মোটরসাইকেল সব ধরনের গ্রাহকের ক্রয়ক্ষমতার নাগালে চলে আসবে।

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ডিভিশন নাজমুর রহিম বলেন, মোটরসাইকেল শিল্পকে আরো উন্নত করতে ও বাইকারদের আরো সুবিধা দিতেই ব্র্যাক ব্যাংক এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ