ওয়ার্ডপ্রেস একটি তুমুল জনপ্রিয় সিএমএস প্লাটফর্ম। ম্যাট মুলেনওয়েগ এটি তৈরী করেন । বিশ্বের প্রায় ৩৫ শতাংশ ওয়েব ডেভলপার সিএমএস হিসেবে WordPress কে ব্যবহার করে। কারণ এরা ইউসার ফ্রেন্ডলি – যে কেউ এটাকে কন্ট্রোল করতে পারে, কোন রকম কোডিং করতে হয় না। একাউন্ট করে নিন 100 টাকা প্রতি রেফারে 10 টাকা
সহজেই থিম মডিফাই করা যায়।
এবার আসুন দেখে নেয়া যাক WordPress সিএমএস হিসেবে ব্যবহার করে আপনি কি কি ওয়েবসাইট বানাতে পারবেন তার কয়েকটি উদাহরণঃ-
ব্লগ ওয়েবসাইটঃ ব্লগ হল একটি পাঠশালা।জ্ঞানের ভান্ডার ও বলা চলে৷ আপনি যে কোন বিষয়ে এক্সপার্ট। সেই বিষয়ে লিখতে চান। বা নিজের মধ্যে যে লেখালেখির অভ্যেস গড়ে উঠেছে সেটা বর্হিপ্রকাশ করতে চান ব্লগ খুলে ফেলুন। কলমের জোর দিয়ে যা লিখতে চান লিখে ব্লগে প্রকাশ করে দিন। এবার এটা আপনার পোর্টফোলিও হিসেবেও কাজ করবে। Best Online Earning Site
নিত্য নতুন লেখনির মাধ্যমে আপনি হয়ে উড়বেন একজন আর্টিকেল রাইটার। এবার যখন এক্সপার্ট হয়ে গেলেন, আপনার ব্লগ ওয়েবসাইট টি সুন্দর, গোছানো, এবং অনেক গুলো আর্টিকেল এ ভরপুর তখনই গুগলের কাছে এপ্লাই করুন আপনাকে ডলার দেয়ার জন্য!! হাহাহা!!
নাহ আপনি চাইলেই পারবেন না। গুগল আপনাকে এ্যাডসেন্স থেকে ডলার ঠিকই দেবে কিন্তু ওদের সব রিকুয়ারমেন্ট ফিলাপ করার পর। ইউনিক আর্টিকেল, ট্যাব বার মডিফাই, ওভারলুক স্মার্ট থাকলেই আপনি এ্যাডসেন্স পাবেন আশা করা যায়।
>ই-কমার্স ওয়েবসাইটঃবর্তমান সময়টা হল ই-কমার্স বিজনেজ এর যুগ। ই-কমার্স ওয়েবসাইট এর জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে এটা অস্বীকার করা যাবেই না। ভবিষ্যতেও বাড়বে বলে মার্কেটাররা ধারণা করছে। তো আপনি চাইলেই WordPress এর মাধ্যমে আপনি আপনার সাইট টি বিল্ড আপ করতে পারেন। এবং বিভিন্ন দেশী এবং বিদেশী পেমেন্ট গেটওয়ে অন করতে পারেন।
পোর্টফোলিওঃ আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হোন, বা একজন টি – শার্ট ডিজাইনার ই হন, বা একজন আর্টিকেল রাইটার এই হন, নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন এর জন্য, এবং প্রফেশনাল প্লাটফর্ম এ নিজেকে প্রমাণ করার জন্য একটি প্রফেশনাল পোর্টফোলিও এর কোন বিকল্প নেই। WordPress ব্যবহার করে আপনি সহজেই এই কাঙ্ক্ষিত পোর্টফোলিও তৈরী করতে পারেন। যা আপনার প্রফেশনাল লাইফ কে অনেক দূর এগিয়ে নিতে সাহায্যে করবে।
ফোরাম ওয়েবসাইটঃ উম্মুক্ত আলোচনায় মাঝেমধ্যে দেখা যায় টিভি পর্দা কাপছে। এক জনের মুখের উপর আরেক জনের কথা, কাদা ছোড়াছুরিতে মাথা গরম সবার – দর্শক – হোস্ট এবং পার্টিসিপেন্ট সবার। চাইলে আপনি ও এরকম গরম, ঠান্ডা, কুল ফোরাম বানাতে পারেন। তবে সেটা টিভি পর্দায় নয় WordPress ওয়েবসাইট দিয়ে।
নতুন নতুন টপিক আসবে, সেই টপিকে আবার অনেকে কমেন্ট করবে – আরেকজন এসে ওই কমেন্ট এ রিয়েক্ট করবে। কেউ একমত হবেন কেউ দ্বিমত হবেন। এভাই ফোরামের আলোচনা চলতে থাকবে।
ই-লার্নিং প্লাটফর্মঃ ই-লার্ণিং প্লাটফর্ম দিনদিন বৃদ্ধি পাচ্ছে ব্যাঙ্গের ছাতার মত। অদূর ভবিষ্যৎ এটা আরও বারবে বলে আশা করা যায়। কারণ এখন মানুষ অনলাইনে শিখছে। আর যারা শেখাতে চাইছেন তারা WordPress দিয়ে ই- লার্নিং ওয়েবসাইট তৈরী করে নিতে পারেন। এটা অনেক ইউসার ফ্রেন্ডলি ।
এবার আলোচনা করা যাক সিকিউরিটি খরচ এবং অন্যন্য প্রসঙ্গেঃ
সিম্পলিসিটিঃ এখানে কন্টেন্ট আপলোড করা খুবই ইজি। যে কেউ একবার দেখে নিলেই পারবেন।
কস্ট ইজ ফ্রিঃএবং সবচাইতে মজার বিষয় হচ্ছে এত এত জোস জোস সব ফিচার পাচ্ছেন একদম ফ্রি তে। এটা অনেক অল্প খরচে একটি ডোমেইন – হোস্টিং কিনে আপনিও হয়ে উঠতে পারেন একজন একটা ওয়েবসাইটের মালিক।
ওপেন সোর্স সফটওয়্যারঃ সফটওয়্যার এর অফুরন্ত ভান্ডার থেকে আপনি আপনার পছন্দ মত সফটওয়্যার/প্লাগিন বাছাই করতে পারবেন। এবং সেটাও ফ্রিতে।
নো নিড টু নো কোডিংঃ ওয়েবসাইট বানাতে কোডিং লাগে। তবে WordPress লাগেনা। এজন্যই ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় একটি প্লাটফর্ম।
থিম কাস্টমাইজডঃ থিম হচ্ছে WordPress ওয়েবসাইট এর মূল সোর্স। থিমের উপর নির্ভর করছে আপনার ওয়েবসাইট টি দেখতে কেমন হবে। ওভারলুকিং কেমন হবে। ওয়ার্ডপ্রেসে থিম কাস্টমাইজড এর সুবিধা পাচ্ছেন আপনার সুবিধা মত। যা আপনি আপনার সাইট টিকে আপনার মত করে গুছিয়ে আনতে সাহায্যে করবে।
সিকিউরিটিঃ বহুজাতিক কোম্পানি গুলোর ওয়েবসাইট হ্যাক হয় তাদের ওয়েবসাইটের সিকিউরিটি ঠিক না থাকার কারণে। তাই আপনার ওয়েবসাইটের সিকিউরিটি ঠিক না থাকলে অনেক সময় হ্যাং ও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ওয়ার্ডপ্রেসে পাচ্ছেন সিকিউরিটি সমাধান। প্লাগিং এবং লগিন ইউআরএল পরিবর্তন করে আপনি আপনার সাইটের ওভারলুকিং সিকিউরিটির সমাধান করতে পারেন।
তো সব দিক দিয়ে চিন্তা করলে দেখা যায় যে ওয়ার্ডপ্রেস সিএমএস দিয়ে ওয়েবসাইট বানানোর সুবিধা অনেক। এবং আপনার বাজেটের মধ্যে বেস্ট ওয়েবসাইট এ্যাসেটটি তৈরী করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে।
আজকের টিউন এই পর্যন্তই। পরবর্তী তে নতুন কোন টিউন এ আবার দেখ হয়ে যাবে, সেই পর্যন্ত স্টে কানেক্টেড উইথ আস। ধন্যবাদ।
Comments (No)