ভিডিও সেন্সর করছে টিকটক

জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক টিকটক তার প্লাটফর্মে থাকা ভিডিও সেন্সর করছে। ইতিমধ্যেই মডারেটরদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে চীনভিত্তিক কোম্পানিটি। খবর দ্য গার্ডিয়ান।

সম্প্রতি ফাঁস হওয়া মডারেটর গাইডলাইনে দেখা গেছে, তিয়ানানমেন স্কয়ার, তিবেতান ইন্ডিপেনডেন্স, নিষিদ্ধ ধর্মীয় গ্রুপ ফালুন গং উল্লেখ করা ভিডিওগুলো সেন্সর করতে বলা হয়েছে।

গার্ডিয়ান সর্বপ্রথম এই গাইডলাইন প্রকাশ করে। যেখানে দেখা যাচ্ছে চীনের বৈদেশিক নীতি অনুসারে দেশের বাইরেও তাদের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বাইটড্যান্সের মালিকানাধীন কোম্পানিটি।

গাইডলাইন অনুসারে নিষিদ্ধ উপকরণকে দুইভাগে ভাগ করা হয়েছে। কিছু কনটেন্টটে ‘ভায়োলেশন’ হিসেবে চিহ্নিত করে সেগুলো পুরোপুরিভাবে সাইট থেকে মুছে ফেলা হয়েছে। বেশি মাত্রার হলে ব্যবহারকারীকে ব্যান করা হচ্ছে। আরেকটি ‘ভিজেবল টু সেল্ফ’ করা হচ্ছে, ফলে অন্য কেউ এই ভিডিও দেখতে পারবে না।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ