Pen drive বা Memory card ব্যবহার করুন Ram হিসেবে সম্পূর্ণ সমাধান 1
Pen drive বা Memory card ব্যবহার করুন Ram হিসেবে সম্পূর্ণ সমাধান
Pen drive বা Memory card ব্যবহার করুন Ram হিসেবে সম্পূর্ণ সমাধান

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম, সবাইকে এসো আয় করি তে আবারও স্বাগতম।

RAM (Random Access Memory) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। যাকে ছাড়া আপনি কম্পিউটার চালুও করতে পারবেন না। কখনও যদি দেখেন যে আপনার কম্পিউটারে CPU ও মনিটরে পাওয়ার এসেছে কিন্তু মনিটরে কিছুই দেখাচ্ছে না। তাহলে প্রথমে সিপিইউটি খুলবেন, তারপর র‍্যামটা খুলে ভাবে পরিষ্কার করে আবার লাগিয়ে দিবেন। র‍্যাম মুছার জন্য আপনি একটি রাবার ব্যবহার করতে পারেন (রাবার হল পেন্সিলের কালি মুছার রাবার)। এবার লাগান আশা করি কাজ হয়ে যাবে 😀 যাক এবার মূল কথায় আসি। Pen drive বা Memory card ব্যবহার করুন Ram হিসেবে সম্পূর্ণ সমাধান

Computer র‍্যাম যতবেশি হয়, কম্পিউটারের স্পীডও ততবেশি হয়। এখন আপনি যদি র‍্যাম বাড়াতে চান, তাহলে আপনাকে র‍্যাম কিনতে হবে। কিন্তু আপনার কাছে যদি র‍্যাম কিনার টাকা না থাকে, তাহলে কি করবেন? সমস্যা নাই, হাতের কাছে যদি পেনড্রাইভ বা মেমোরি কার্ড থাকে, তাহলে এটিকেই র‍্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এখনকার সময়ে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করতে হলে আপনাকে বেশি ক্ষমতা সম্পন্ন র‍্যাম ব্যবহার করতে হবে। সাধারণ পুরাতন কম্পিউটারগুলোতে র‍্যাম থাকে ২৫৬, ৫১২ মেগাবাইট ক্ষমতা সম্পন্ন র‍্যাম। যা প্রয়োজনের তুলনায় একদমই কম। আমার ১টা পিসির অবস্থা দেখূন একনজরে 😛

হার্ডডিস্ক ৮০ জিবি (সি ড্রাইভ ১৮ জিবি)
র‍্যাম ২৫৬ মেগাবাইট
প্রসেসর প্লেন্টিয়াম ৪01-ram-590x331

বুঝেন এবার অবস্থাটা 🙁 । বিশেষ করে যারা কম্পিউটারে গেমস খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য র‍্যামের ক্ষমতা বেশি হওয়া বাঞ্চনীয়।

এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি পেনড্রাইভ বা মেমোরি কার্ডকে র‍্যাম হিসেবে তৈরি করে ব্যবহার করবেন। অনেকেই প্রশ্ন করতে পারেন এতে কি পিসির স্পীড বাড়ে? অবশ্যই বাড়ে। ভাল করে লক্ষ্য করে দেখবেন। প্রথমে আমি আপনাদের ম্যানুয়ালি কিভাবে করে তা দেখাবো, তারপর আপনাদের দেখাবো সফটওয়্যারের মাধ্যমে।।

র‍্যাম তৈরি করার ম্যানুয়াল পদ্ধতি

কীভাবে পেনড্রাইভকে র‍্যাম হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ এক্সপি

চলুন এবার শিখে ফেলি কিভাবে একটি পেনড্রাইভকে আপনি র‍্যাম হিসেবে তৈরি করবেন ও তা ব্যবহার করবেন।

প্রথমে আপনার পেনড্রাইভটি পিসি বা ল্যাপটপে প্লাগ করুন (পেনড্রাইভ কমপক্ষে ২ জিবি সর্বোচ্চ ৪ জিবি নিবেন)।
এবার My Computer এর উপর রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন।
এবার Advanced Option এ ক্লিক করুন।
এবার Settings of Performance এ ক্লিক করুন।
আবারও Advanced Button এ ক্লিক করুন।
এবার Virtual memory অংশ থেকে Change বাটনে ক্লিক করুন।
তাহলে আপনাকে ড্রাইভ লিষ্ট দেখাবে, এখান থেকে পেনড্রাইভের ড্রাইভটি সিলেক্ট করুন।
এবার Custom Size এ ক্লিক করুন।
এবার Initial Size and Maximum Size সিলেক্ট করুন আপনার পেনড্রাইভের সাইজ অনুসারে।
এবার Set ও apply দিয়ে কাজ শেষ করুন।
এবার আপনার পিসি বা ল্যাপটপটি রিস্টার্ট করুন। ব্যস কাজ শেষ।

মনে রাখবেনঃ Virtual memory অংশের ভ্যালু ০ (শূণ্য) দিবেন। আর কম্পিউটার বন্ধ করার আগে পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি খুলবেন না।

কীভাবে পেনড্রাইভকে র‍্যাম হিসেবে তৈরি করবেনঃ উইন্ডোজ সেভেন ও ভিস্তা

পেনড্রাইভকে র‍্যাম হিসেবে ব্যবহার করার জন্য উইন্ডোজ সেভেন ও ভিস্তাতে রাখা হয়েছে ready boost অপশান।
Ready Boost কি?

Ready Boost হল Microsoft Windows এর একটি disk cache component. এটি প্রথমে ২০০৬ সালে উইন্ডোজ ভিস্তাতে এবং পরে ২০০৯ সালে উইন্ডোজ ৭ এ লাগানো হয়। তবে আপনি যতি উচ্চ ক্ষমতা সম্পন্ন পিসি ব্যবহার করেন, তাহলে হয়ত আপনি ঠিক মতো কাজ বুঝতে পারবেন না। যাদের পিসি একটু লো-লেভেল তারা বুঝতে পারবে কাজ। এবার চলুন কাজ করে ফেলি।

প্রথমে আপনার পেনড্রাইভটিকে FAT file System এ ফরম্যাট করে ফেলুন।
এবার My Computer => Properties => ReadyBoost এ যান।

এবার এখান থেকে Choose maximum space to reserve system speed অপশানটি সিলেক্ট করুন।
এবার Apply ও OK করুন।
এবার আপনার readyboost PenDrive ব্যবহার করার জন্য প্রস্তুত।

মনে রাখবেনঃ যখন ReadyBoost অপশানটি ব্যবহার করবেন, তখন অবশ্যই পেনড্রাইভটি খুলবেন না। যে পেনড্রাইভটিকে ReadyBoost হিসেবে ব্যবহার করছেন, সেটিতে কখনওই কোন ফাইল সেভ করবেন না।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন ও ভাল রাখুন আপনার পাশের মানুষটিকে। আল্লাহ হাফেজ……

2 thoughts on “Pen drive বা Memory card ব্যবহার করুন Ram হিসেবে সম্পূর্ণ সমাধান”

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ