এর আগে আমি Online থেকে আয় করার সেরা ১০ টি উপায় শিরোনামে একটি আর্টিকেল লিখেছিলাম এবং সেই আর্টিকেলে প্রথম নাম্বারেই আলোচনা করেছিলাম যে আমরা চাইলেই Online সার্ভে এর কাজ করে ভালো পরিমান অর্থ আয় করতে পারি।তারই পরিপেক্ষিতে আজকে আমরা Online সেরা ৮ টি সার্ভে ওয়েবসাইট এর সাথে পরিচিত হব,যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে আমরা সার্ভে এর কাজ করে অনলাইন থেকে আয় করতে পারব।আমি এখানে যে ৮ টি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব সেই ৮ টি সাইট লক্ষ লক্ষ ওয়েবসাইট এর মধ্য ট্রাসটেড এবং তাঁরা কাজ করিয়ে অবশ্যই আপনাকে পেমেন্ট করবে।তাহলে চলুন হাইলি ট্রাসটেড ৮ টি সার্ভে ওয়েবসাইট এর সাথে পরিচিত হওয়া যাক।
PrizeRebel: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
সার্ভে এর কাজ করে আয় করার জন্য আমার মতে PrizeRebel সেরা একটি ওয়েবসাইট।আমার পরিচিত একজন এই সাইটে কাজ করে এবং ভালো পরিমানে আয় করে।তার মতে,Online যত সার্ভে সাইট আছে তার মধ্য PrizeRebel ই সেরা।এবং আমি তার এই কথার সত্যতা যাচায় করার জন্য PrizeRebel সাইটটি নিয়ে কয়েকদিন Online স্টাডি করে যা পেয়েছি তাহল PrizeRebel ওয়েবসাইটটি অনেক ট্রাসটেড এবং এই সাইটে চোখ বন্ধ করে কাজ করা যায়।PrizeRebel আপনাকে এভারেজ ৬০-৮৫ পয়েন্ট আয় করার সুযোগ দিবে এবং এই পয়েন্ট অর্জন করতে আপনার সময় লাগবে মাক্সিমাম ৫-১০ মিনিট।রেজিস্ট্রেশন করুনঃ www.prizerebel.com
MintVine: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
MintVine Online সার্ভে করে আয় করার জন্য আরও একটি ভালো ওয়েবসাইট।আপনি এই ওয়েবসাইটে মাত্র ১৫ মিনিটের একটি সার্ভে করে ৫ ডলার আয় করতে পারবেন।এবং বিভিন্ন রিভিউ ওয়েবসাইট এর মতে MintVine দ্বিতীয় সেরা সার্ভে ওয়েবসাইট।MintVine আপনাকে প্রতিটি সার্ভের জন্য এভারেজ আপনাকে ০.০৫-৫.০০ ডলার পেমেন্ট করবে।এবং একটি সার্ভে কমপ্লিট করতে ১০-২০ মিনিট সময় লাগবে।রেজিস্ট্রেশন করুনঃ surveys.gobranded.com
Swagbucks: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
সার্ভে ওয়েবসাইট গুলোর মধ্য Swagbucks আপনাকে সর্বাধিক অর্থ উপার্জনের সুযোগ প্রদান করবে।Swagbucks থেকে আপনি সার্ভে এবং পোল এর মাধ্যমে অর্থ আয় করতে পারবেন।এই ওয়েবসাইট আপনাকে প্রতিটি সার্ভে এবং পোল এর জন্য সর্বনিম্ন ০.৫২ ডলার প্রদান করবে (সার্ভে এবং পোল এর উপর নির্ভর করে এই আয় আরও বেশী হতে পারে) এবং প্রতিটি সার্ভে অথবা পোল কমপ্লিট করতে আপনার ১০-২০ মিনিট সময়ের প্রয়োজন হবে।রেজিস্ট্রেশন করুনঃ www.swagbucks.com
Pinecone Research: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
Online বিভিন্ন রিভিউ ওয়েবসাইট এর মতে Online জগতে যত ট্রাসটেড সার্ভে ওয়েবসাইট আছে তার মধ্য Pinecone Research আপনাকে সবচাইতে হাই পেমেন্ট করবে।কিন্তু হাই পেমেন্ট করবে শুনেই এই সাইটে কাজ শুরু করাটা হবে বোকামি।কারন আপনার প্রতিটি সার্ভে এই ওয়েবসাইট ম্যানুয়ালি চেক করে একসেপ্ট করবে।সুতরাং অভিজ্ঞতা অর্জন না করে এই ওয়েবসাইটে কাজ শুরু করা থেকে বিরত থাকুন।Pinecone Research প্রতিটি সার্ভে এর জন্য ৩.৮৯ ডলার পেমেন্ট করে থাকে এভারেজ এবং প্রতিটি সার্ভে কমপ্লিট করতে ১০-২০ মিনিট সময় প্রয়োজন হয়।
Inbox Dollars: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
সার্ভে এর মাধ্যমে আয় করার আরও একটি ওয়েবসাইট হল, “Inbox Dollars”। Inbox Dollars প্রায় দশ বছরেরও বেশী সময় ধরে সার্ভে ওয়েবসাইট হিসাবে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।এবং এই ওয়েবসাইটটি “গুড মর্নিং আমেরিকাতে” ওয়ার্ক ফ্রম হোম অপশন হিসাবে ফিচার হয়েছিল।Inbox Dollars তাদের প্রতিটি সার্ভের জন্য ০.৫০-১০.০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে।এবং প্রতিটি সার্ভে কমপ্লিট করতে ১০-২০ মিনিট সময় প্রয়োজন হয়।রেজিস্ট্রেশন করুনঃ www.inboxdollars.com
CashCrate: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
সার্ভে এর কাজ করিয়ে ভালো পরিমান অর্থ প্রদান করে আমন এমন আরও একটি ওয়েবসাইট হল,CashCrate।তাঁরা আপনার কাজকে সরাসরি ডলার হিসাবে গননা করে,যেখানে বেশিরভাগ সার্ভে ওয়েবসাইট তাদের পেমেন্ট পয়েন্ট হিসাবে গননা করে।CashCrate তাদের প্রতিটি সার্ভের জন্য ০.৫০-৩.০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে।এবং প্রতিটি সার্ভে কমপ্লিট করতে ৫-১০ মিনিট সময় প্রয়োজন হয়।রেজিস্ট্রেশন করুনঃ www.cashcrate.com
Survey Savvy: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
সার্ভের কাজ করে Online আয় করার জন্য Survey Savvy ও খুবই ট্রাসটেড একটি ওয়েবসাইট কিন্তু এই ওয়েবসাইট খুবি কম পরিমান পেমেন্ট করে থাকে।Survey Savvy ওয়েবসাইট এর মাধ্যমে আপনি সার্ভে এর কাজ করে প্রতি সপ্তাহে মাত্র ১ থেকে ৫ ডলার আয় করতে পারবেন যা খুবই কম মনে হয়েছে আমার কাছে।আপনার হাতে কাজের আর কোন অপশন না থাকে এই ওয়েবসাইটে সার্ভের কাজ করতে পারেন।এই ওয়েবসাইটে প্রতিটি সার্ভে কমপ্লিট করতে ১০-১৫ মিনিট সময় প্রয়োজন হয়।রেজিস্ট্রেশন করুনঃ www.surveysavvy.com
Univox: সার্ভে করে আয় করার ওয়েবসাইট
এই সার্ভে ওয়েবসাইট তাদের হলুদ রঙ এর ওয়েবসাইট এর জন্য অনেক বেশী পরিচিত।কারন আপনি ই ভাবেন ত আপনি সাড়া জীবন যতগুলো ওয়েবসাইট ভিসিট করেছেন তার মধ্য কয়টা হলুদ রঙ এর ওয়েবসাইট দেখেছেন?সে যাই হোক রঙে কিবা আসে যায়?এই ওয়েবসাইট ব্যাবহার করে আপনি অনেক আনন্দ পাবেন।কেমন আনন্দ পাবেন সেটা আর নাইবা বললাম।কারন বললে এই ওয়েবসাইট ব্যাবহার করার আকর্ষণ আপনার কমে যেতে পারে।Univox তাদের প্রতিটি সার্ভের জন্য ০.৫০-২.০০ ডলার পর্যন্ত পেমেন্ট করে থাকে।এবং প্রতিটি সার্ভে কমপ্লিট করতে ১০ মিনিট সময় প্রয়োজন হয়।রেজিস্ট্রেশন করুনঃ www.univoxcommunity.com
শেষকথাঃ সার্ভে ওয়েবসাইট কাজ করার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে,আপনি যে সার্ভে সাইটে কাজ করতে চাচ্ছেন সেই ওয়েবসাইট আপনাকে আপনার দেশ থেকে কাজ করার সুযোগ প্রদান করে কিনা।যদি আপনার দেশ থেকে কাজ করার সুযোগ থাকে তাহলে আপনি কাজ শুরু করতে পারেন আর যদি আপনার দেশ থেকে কাজ করার অনুমতি না থাকে তাহলে কোনভাবেই সেই সাইটে কাজ শুরু করবেন না।কারন নিয়ম না মেনে কাজ করলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ব্যান/ব্লক করে দেওয়া হবে এবং আপনাকে কোন প্রকার পেমেন্ট করা হবে না।কোন ভাবেই প্রক্সি (ভিপিএন) ব্যাবহার করে কাজ করা যাবে না।তবে আপনি চাইলে বাহিরের দেশে ভার্চুয়াল কম্পিউটার ভারা নিয়ে সেই কম্পিউটার এর মাধ্যমে কাজ করতে পারবেন।
ডিসক্লেইমারঃ ইন্সটাবাংলাতে প্রকাশিত সকল আর্টিকেল সুধুমাত্র শিখানোর জন্য প্রকাশ করা হয়।আমাদের এই আর্টিকেল কোনভাবেই আপনাকে Online থেকে আয় করার গ্যারান্টি প্রদান করে না।এই আর্টিকেল পরে কেউ কোন প্রকার ভুল রাস্তায় নিজেকে পরিচালনা করলে সেই দায় সুধুই সেই ব্যাক্তির।ইন্সটাবাংলা কারও ব্যাক্তিগত ভুলের দায়ভার গ্রহন করবে না।
Comments (No)