Teaspring product জন্য Customer audience তৈরী
“আমার কি শুধু মাত্র একটি পিক্সেল (ফেসবুক pixel) ব্যবহার করা উচিত? Teespring সেলার (sellers) যারা প্রথমবারের মত ফেসবুক অ্যাড (Facebook ads) ব্যবহার করছেন, তাদের কাছে এটি খুব সাধারন একটি প্রশ্ন আর তারা অনেকেই এই প্রশ্নটি নিজেই নিজেকে করে থাকেন। আমাদের নিজস্ব মতামত হল, একটি পিক্সেল ((pixel) ব্যবহার করা অবশ্যই সব চাইতে ভাল।
অনেক গুলো পিক্সেল (pixel) নিয়ে কাজ করলে তাতে বরং আপনার কাজ আরো বেড়ে যেতে পারে (ঝামেলা বাড়বে) এবং এতে আপনার সে ধরনের বাড়তি বড় কোন লাভ হবে না। চলুন জেনে নেয়া যাক, কীভাবে আপনি ফেসবুক পিক্সেল (Facebook Pixel) ব্যবহার শুরু করবেন।
অবশ্যই মনে রাখবেন, আপনি যদি শধু একটি মাত্র পিক্সেল ব্যবহার করেন তাহলেও আপনি কন্টেন্ট_আই.ডি.এস (content_ids) এর সাব-সেট (subset) নির্দিষ্ট (specifying) করে, একটি নির্দিষ্ট নিসের (niche) কাস্টোম অডিয়েন্স (Custom Audiences) তৈরী করেত পারবেন (উদাহরনঃ ক্যাম্পেইন এর ইউ.আর.এল/campaign URLs)— নীচে এসম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি।
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
কাস্টম অডিয়েন্স বনাম লুক-অ্যালাইক অডিয়েন্স (Custom Audiences vs. Lookalike Audiences)
মনে রাখবেন, কাস্টোম অডিয়েন্স থেকেই লুক-অ্যালাইক অডিয়েন্স Lookalike Audiencesএর উৎপত্তি —- আপনার সংশ্লিষ্ট টার্গেটিং (relevant targeting) এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ন, কারন এরা কাস্টোমার সেগমেন্টকে (customer segments) বাদ দিতে (exclude) এবং যুক্ত (include) করতে সক্ষম।
লুকঅ্যালাইক অডিয়েন্স বা (LLAs) আপনাকে নতুন মানুষদের কাছে পৌছোতে সহয়তা করবে, যারা আপনার প্রডাক্ট হয়ত পছন্দ করতে পারেন কারন এই নতুন মানুষ গুলো ঠিক আপনার পুরোনো বায়ারদের (buyers) মতই আনুরূপ (similar)। LLAs আপনার বর্তমানে যে কাস্টোম অডিয়েন্স (Custom Audience) আছে সেখান থেকেই LLAs বা (লুকঅ্যালাইক অডিয়েন্স) এর উৎপত্তি; আপনার প্রথম কাস্টোম অডিয়েন্স (Custom Audience) কীভাবে ফেসবুক থেকে তৈরী করবেন সেটি এখান থেকে জানতে পারেন Facebook.(download your buyers’ emails) করতে পারছেন এবং হ্যাসড বায়ার ইমেইল (Hashed Buyer Emails) থেকে কাস্টোম অডিয়েন্স এবং লুকঅ্যালাইক অডিয়েন্স তৈরী (LLAs) করতে পারছেন।
২ ভাবে একটি নির্দিষ্ট নিসের (niche) কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন
আপনার যদি মনে হয়ে থাকে, একটি মাত্র পিক্সেল (pixel) দিয়ে কিভাবে আপনি অনেক গুলো নিস (niches) কে টার্গেট করবেন, তাহলে আমরা আপনাকেই খুজছি ! এখানে দুটি পদ্ধতি দেখানো হল, যেখান থেকে আপনি একটি নির্দিষ্ট নিসের জন্য কাস্টোম অডিয়েন্স তৈরী করতে পারবেনঃ
অপশন ১- Teespring ক্যাম্পেইনের URLS ব্যবহার করুন
আপনার ফেসবুক অ্যাড ম্যানেজার (Facebook Ads Manager) এ যান, এরপর চলে যান অডিয়েন্স (Audiences) অপশনে, তারপর “Create Audience” এ ক্লিক করুন, এবং এরপর “Custom Audience” সিলেক্ট করুনঃ
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
এরপর পপ আপ (popup) থেকে “Website Traffic” অপশনটি সিলেক্ট করুন
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
তারপর “Website Traffic” অপশন থেকে “Custom Combination” সিলেক্ট করুনঃ
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
আপনার নির্দিষ্ট Teespring ক্যাম্পেইন (campaign) এর URLs ব্যবহার করে আপনার নির্দিষ্ট নিস (niche) নির্বাচন (Specify) করুনঃ
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
তারপর, একটি অডিয়েন্স এর নাম (Audience Name) দিন এবং “Create Audience” এ ক্লিক করুন। এখন আপনি এই অডিয়েন্সকে অ্যাডভারটাইজিং (advertising) এর জন্য ব্যবহার করতে পারবেন (এই অডিয়েন্সদের কাছে Facebook Ad দিতে পারবেন)!
অপশন ২- পিক্সেল ইভেন্ট (Pixel Events) ব্যবহার করুন
আরও একটি (এবং সম্ভবত আরো বেশী সহজ) উপায়/অপশন হল, ফেসবুক পিক্সেল ইভেন্ট (Facebook Pixel events) ব্যবহার করা। ড্রপডাউন (dropdown) থেকে “URL” পরিবর্তন করে “Event” অপশনটি সিলেক্ট করুন এবং সেখান থেকে “ViewContent” ইভেন্টটি সিলেক্ট করুন।
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
এরপর, “content_ids” প্যারামিটার (parameter) থেকে আপনার ক্যাম্পেইনের “URLs” টি নির্দিষ্ট করে দিন।
টিস্প্রিং প্রোডাক্টের জন্য কাস্টম অডিয়েন্স তৈরী – একটি মাত্র পিক্সেল ব্যবহার করা কেন সর্বোত্তম
সবশেষে, আপনাকে আপনার কাস্টোম অডিয়েন্সের নাম দিতে হবে, “Create Audience” অপশনে ক্লিক করুন, এবং এখন আপনি এই নিস (niche) অডিয়েন্সকে অ্যাডভারটাইজিং (advertising) এর জন্য ব্যবহার করতে পারবেন (এই নিস/niche অডিয়েন্সদের কাছে Facebook Ad দিতে পারবেন) !
Share
Comments (No)