স্ন্যাপচ্যাট এনেছে নতুন চমক

বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে ছবি তুলে বন্ধুদের চমকে দিতে কে না পছন্দ করে! স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা একের পর এক ইফেক্ট ব্যবহার করে চমক যেন দিয়েই যাচ্ছিল। তাই তো সেলফি প্রেমীদের জন্য স্ন্যাপচ্যাট ‘থ্রিডি ক্যামেরা মোড’ নিয়ে এসেছে।

এই মোড ব্যবহার করে থ্রি ডি ছবি তোলা যাবে। বাড়তি কোনো ডিভাইস ও সফটওয়্যার ব্যবহার না করে শুধুমাত্র স্মার্টফোনের ক্যামেরাতেই এই ছবি তোলা যাবে।

তবে সব স্মার্টফোনে মিলবে না এই সুযোগ। আইফোন এক্স এবং তার পরবর্তী সব মডেলের আইফোন দিয়ে ইফেক্টযুক্ত থ্রিডি সেলফি তোলা যাবে। এর আগে স্ন্যাপচ্যাট মুখ নাড়াতে সক্ষম লেন্স স্টিকার উন্মুক্ত করে।

আরও পড়ুন

পরিচয় লুকিয়ে কাউকে মেসেজ কিভাবে পাঠাবেন

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ