Siteup কি? সাইটম্যাপ কীভাবে তৈরি করবেন

Siteup কি? সাইটম্যাপ কীভাবে তৈরি করবেন 1


Siteup কি? সাইটম্যাপ কীভাবে তৈরি করবেন একজন ওয়েব সাইট পরিচালনাকারী মাত্রই সাইটম্যাপ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ এই সাইটম্যাপের মাধ্যমে একজন ওয়েবসাইট পরিচালনাকারী সার্চ ইঞ্জিনের সাথে সম্পর্ক গড়ে তোলে। আজকের আয়োজনে আমি আলোচনা করব সাইটম্যাপ সম্পর্কে এবং কিভাবে আপনার ওয়েবসাইটের জন্যে সাইটম্যাপ তৈরী করবেন সে বিষয়ে আলোকপাত করব। 

সাইট ম্যাপ কি? 

সাইটম্যাপ হচ্ছে এমন একটি ফাইল যার মাধ্যমে সার্চ ইঞ্জিন একটি সাইটের সম্পূর্ণ বিবরণ পেয়ে থাকে। ঠিক যেমন আপনার কাছে যদি একটি বিশ্বের মানচিত্র থাকে তবে যেমন আপনি সহজেই রাস্তা খুঁজে পেতে পারেন ঠিক একইভাবে সার্চ ইঞ্জিনের কাছে যদি একটি সাইটের সাইটম্যাপ থাকে তবে সার্চ ইঞ্জিনের জন্য ওই সাইটের যাবতীয় তথ্য সংগ্রহ করা সহজ হয়। একটি সাইটের বিভিন্ন কন্টেন্ট ব্লগের ডেসক্রিপশন ট্যাগ টাইটেল ইত্যাদি নিয়ে সাইটম্যাপ গঠিত হয়। এটি মূলত ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মের জন্য নির্মিত হয়েছিল। সাইটম্যাপ কে সাধারণত এক্সএমএল সাইটম্যাপ বলা হয়। কারণ এই sitemap.xml ফাইলে তৈরি করা হয়ে থাকে। 

একটি ওয়েবসাইটের জন্য সাইটম্যাপ কেন গুরুত্বপূর্ণ? 

একজন ওয়েব সাইট পরিচালনাকারী মাত্রই স্বীকার করবেন যে একটি ওয়েবসাইটের সাফল্য নির্ভর করে ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিনের সম্পর্কের উপর। অর্থাৎ সার্চ ইঞ্জিন ওয়েবসাইট সম্পর্কে যে পরিমাণ তথ্য পায় তার উপর ভিত্তি করে ওই ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিনের রেজাল্টের দেখানোর সম্ভাবনা বৃদ্ধি করে। আর এই সাইট ম্যাপের মাধ্যমে একটি সার্চ ইঞ্জিন ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করে। অর্থাৎ আপনি আপনার ওয়েব সাইটে কি ধরনের তথ্য আপলোড করছেন কখন করছেন সেই কনটেন্টগুলো বিষয়বস্তু ইত্যাদি সকল বিষয় সাইটম্যাপের মাধ্যমেই সার্চ ইঞ্জিন জেনে থাকেন। কাজেই এটিকে এসইওর অন্যতম একটি অংশ বলা হচ্ছে। যার সাহায্যে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রেংক করতে পারে। 

সহজেই তৈরী করুন আপনার ওয়েব সাইটের সাইটম্যাপ 

একটি সাইটম্যাপ তৈরি করার দুটি অংশ থাকে। এটির একটি অংশে থাকে সাইটম্যাপ তৈরী করা এবং অপর একটি অংশে থাকে সার্চ ইঞ্জিনে ত ইনস্টল করা। কারণ শুধুমাত্র সাইটম্যাপ তৈরি করলেই হবেনা সেটিকে সার্চ ইঞ্জিনে ইন্সটল করে সার্চ ইঞ্জিন কে পর্যাপ্ত তথ্য দিতে হবে। এখানে আমি সাইটম্যাপ তৈরি করেন এই দুইটি পর্যায়কে বিস্তারিতভাবে আলোচনা করব। 



সাইটম্যাপ তৈরিঃ

বস্তুত একটি সাইট ম্যাপ ম্যানুয়ালি তৈরি করা যায়। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি তৈরি করতে না পারেন তবে কোন সমস্যা নেই। কারন বর্তমান সময়ে সাইটম্যাপ তৈরী করা অত্যন্ত সহজ হয়ে গেছে। বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনার সাইটম্যাপ তৈরী করে দিবে একদম বিনামূল্যে। আর এই জন্য আপনি গুগলের সাইটম্যাপ তৈরি করার জন্য প্রয়োজনীয় ওয়েবসাইট লিখে সার্চ দিলেই আপনার সামনে চলে আসবে বিশাল ওয়েবসাটের লিস্ট। এখানে আমি এমনই একটি প্রক্রিয়ায় আপনাকে সাইটম্যাপ তৈরি করা সম্পর্কে বিস্তারিত বলবো।


সাইটম্যাপ তৈরি জন্য প্রথমে আপনি www.xml-sitemaps.com গিয়ে যে বক্সটি দেখতে পাবেন তার মধ্যে আপনার ওয়েব সাইটের লিংকটি কপি করে স্টার্ট বাটনে ক্লিক করুন। এখানে অটোমেটিকেলি আপনার ওয়েবসাইটের জন্যে সাইটম্যাপ তৈরী হয়ে যাবে অল্পসময়ের মধ্যেই। সাইটম্যাপ তৈরি হয়ে যাওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটে www অথবা https ফাইলে ডাউনলোড করে নিতে পারেন। আপনার ওয়েব সাইটের সাইট লিঙ্ক ডাউনলোড করা হয়ে গেলে এটি সার্চ ইঞ্জিনে আপলোড করার জন্য একদম প্রস্তুত। তবে আপনি যদি ওয়ার্ডপ্রেস প্লাটফর্ম ব্যবহার করে থাকেন তবে তাদের নিজস্ব প্লাগিংস এ অটোমেটিক সাইটম্যাপ তৈরী অপশন রয়েছে। সেখান থেকে আপনি অটোমেটিকেলি একটি সাইটম্যাপ তৈরী করে নিতে পারবেন প্লাগিন্স এর সহায়তায়। 



সার্চ ইঞ্জিনে আপলোডঃ

আপনার ওয়েব সাইটের সাইটম্যাপ তৈরী হয়ে গেলে এ পর্যায়ে সেটিকে কোন সার্চ ইঞ্জিনে আপলোড করতে হবে। ওয়েব সাইটের সাইটম্যাপ কে গুগল এ আপলোড করার জন্য এখানে আমি বিস্তারিত আলোচনা করব। আপনার ওয়েবসাইট সম্পর্কে গুগলকে অবহিত করার জন্য এবং যথাযথ ইনডেক্সিং করার জন্য প্রয়োজন আপনার সাইটম্যাপ সাবমিট করার। এই জন্য আপনি গুগলের ওয়েবমাস্টার টুলস ব্যবহার করতে পারেন। গুগলের ওয়েবমাস্টার টুলস এ গিয়ে সেখান থেকে সাইটম্যাপ অপশন এ প্রবেশ করুন।


এখানে লগইন করার পরে আপনি গুগল ওয়েবমাস্টার টুল এর search console > add property তে প্রবেশ করে আপনার ওয়েবসাইটের ইউআরএলটি প্রদান করুন। এরপর আপনার সামনে ভেরিফিকেশন সাইটটি খুলে যাবে। ভেরিফিকেশনের জন্য সাধারণত যে ফাইলটি আপলোড করতে বলা হবে সেই ফরমেটে ফাইলটি আপলোড করে নিবেন। পরবর্তীতে ওই ফাইলটি আপনার ওয়েবসাইটের আপলোড করে নিতে পারেন। ভেরিফিকেশন সম্পন্ন হলে ডানদিকের মেনুতে সাকসেস লেখা আসবে। যার অর্থ হচ্ছে আপনার ওয়েবসাইটটের সাইটম্যাপ সফলভাবে আপলোড করা হয়ে গেছে। 



বস্তুত গুগলকে আপনার ওয়েবসাইট সম্পর্কে চিনিয়ে দেওয়ার জন্য সাইটম্যাপ অত্যন্ত প্রয়োজনীয়। এটি তৈরি করা খুব সহজ এবং এর মাধ্যমে সহজেই আপনার ওয়েবসাইট কে রেংক করানো যায়। কাজেই আপনি আপনার ওয়েবসাইটের জন্যে তৈরী করে নিতে পারেন একটি সাইট ম্যাপ। 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ