এসইও এর প্রাথমিক ধারনা 1

প্রথমেই আমরা এক নজরে দেখে নেই এসইও কি ?

এসইও কথা বললেই প্রথমে আসে সার্চ ইঞ্জিন এর কথা সার্চ ইঞ্জিন হচ্ছে যেই ওয়েবসাইট বা প্রোগ্রাম দিয়া আমরা সার্চ করে থাকি। পৃথিবীতে অনেক সার্চ ইঞ্জিন রয়েছে তার মধ্যে জনপ্রিয় কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম হলোঃ গুগল (google), ইয়াহু (yahoo),বিং( bing) ইত্যাদি ।

SEO মানে ‍সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটি মূলত হচ্ছে এক ধরনের অনলাইন এ মার্কেটিং। বর্তমানে গুগল এর কল্যানে আমাদের কোন তথ্যের প্রয়োজন হলে মুহুর্তের মধ্যেই আমরা খুঁজে পাই। আমরা যখন গুগল এ কোন কিছু লিখে সার্চ দেই তখন গুগল অনেক গুলো পেজ এ তথ্য গুলো দেখায় তার মধ্যে প্রথম পেজ এ আসে ১০ টি ওয়েবসাইট এর লিংক, তখন আপনার মনে এই প্রশ্নটি হওয়াটাই স্বাবাবিক যে গুগল কি কারণে লক্ষ কোটি ওয়েবসাইট থেকে মাত্র ১০ টিকেই প্রথম পেজ এ দেখালো ? এটা হয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন(SEO) বদৈলতে। কোন একটি ওয়েবসাইটকে সার্চের প্রথমে পেজ এ প্রদর্শন করার জন্য যে টেক নিক অবলম্বন করা হয়, সেটিই এসইও।

কিভাবে একজন এসইও এক্সপার্ট হবে ?

প্রথমেই আপনাকে বুঝতে হবে। এসইও ২০১২-২০১৫ সাল এ যা ছিল, এখন তার আর প্রায় কিছুই নেই। আপনি যদি সে আমলের কিছু ভিডিও দেখে বা ব্লগ এসইও শিখে থাকেন, আপনাকে প্রায় পুরো জিনিস টিই নতুন করে শিখতে হবে , এসইও কি যারা জানেন না, এসইও হল গুগল এ কোন ওয়েবসাইট কে প্রথম পেজ এ আনার কৌশল। এসইও কথা টার মানে হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

এসইও হয় ৩ ধরণের।

  • সাদা টুপি বা হোয়াইট হ্যাট এসইও
  • গ্রে হ্যাট এসইও বা ধূসর টুপি এসইও
  • ব্ল্যাক হ্যাট এসইও বা কালো টুপি এসইও

এসইও তো সেই এক ই রকম, গুগলে সাইট র‍্যাঙ্ক করানোর পদ্ধতি। তবে কে কোন কোন পদ্ধতি ব্যবহার করে তার উপর নির্ভর করে এই ভাগ গুলো করা হয়। সাদা টুপি হল একদম গুগল এর গাইডলাইন মেনে কাজ করা, গ্রে হ্যাট হল কিছু মানা এবং কিছু গাইডলাইন না মানা, অন্যদিকে ব্ল্যাক হ্যাট হল প্রায় কিছুই না মানা। অন্যভাবে, এসইও আবার ২ ভাগেও ভাগ করা যায়। সেক্ষেত্রে বিভাজন টা হবে এরকমঃ

  • অন পেজ এসইও
  • অফ পেজ এসইও

অন পেজ এসইও

যেসব জিনিস আপনি আপনার ওয়েবসাইট এর ভেতরে করেন আপনার ওয়েবসাইট কে গুগলে আরো ভাল র‍্যাঙ্ক করানোর জন্য, সেগুলো কে বলা হয় অন পেজ এসইও। যেমন সাইটে কনটেন্ট দেয়া, সাইট এর লোডিং স্পিড বাড়ানো, সাইটের ইউ আর এল সুন্দর করা, ইত্যাদি।

অফ পেজ এসইও

যেসব জিনিস আপনি সাইটের বাইরে করেন, সেগুলো কে মূলত অফ পেজ এসইও এর কাতারে ফেলা হয়। যেমন অন্য আরেকটা ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে একটা ব্যাকলিঙ্ক পাঠানো, আপনার সাইট নিয়ে সোশাল মিডিয়ায় পোষ্ট দেয়া, ইত্যাদি।একজন এসইও এক্সপার্ট হতে হলে আপনার আমি এতক্ষণ ধরে যে কয়টি বিষয় বললাম তার প্রতি টি তে নিজেকে এক্সপার্ট করে তুলতে হবে। ব্যপার টি সহজ নয় এবং এর জন্য বেশ ভাল পরিমাণ সময়, অর্থ, এক্সপেরিমেন্ট দরকার হয়।তবে ভাল খবর হল আপনি যদি সেই কষ্ট টা করতে রাজি থাকেন, কাজ পেতে অভাব হয় না।

এখন আবার আমাদের আর্টিকেল এর মূল প্রশ্নে ফেরত যাই, কিভাবে আমি এসইও এক্সপার্ট হবো তাই না?

আমার প্রথম রিকমেন্ডেশন হবে ব্লগ পড়া। আমি জানি ভিডিও দেখা অনেকের কাছেই সহজ মনে হয় তবে রিটেন ইনফরমেশন এ যে পরিমাণ ভ্যালু থাকে, তা ভিডিও তে থাকে না সাধারণত। যারা এসইও শিখতে চায় তাদের সবাইকে আমি এই ব্লগ গুলো রিকমেন্ড করি সব সময়ঃ

এখন কথা হল, এই আর্টিকেল টা যদি ১০০০ জন পড়ে, হায়েস্ট ১০ জন মানুষ আছে যারা এই নাম গুলো গুগল করবে। এবং হায়েস্ট ২ বা ৩ জন এই ওয়েবসাইট গুলো ঘাটাঘাটি করে আর্টিকেল গুলো পড়বে ।এখন কথা হল, ব্লগ তো পড়ছেন, ব্লগ এ যা যা বলা হবে, তা কিন্তু করতেও হবে। যদি না করেন এবং শুধু পড়েই যান, তখন ২ টা বিশাল ক্ষতি হবে। ১, আপনি যা পড়ছেন তার কি কি আসলেই ঠিক, কি কি ভুল তা জানা হবে না। এবং ২, আপনি প্র্যাকটিস করতে পারবেন না যা শিখবেন তাই। আমরা যদি সব স্টেপ গুলো কে ভেঙ্গে একদম সহজ করে নিয়ে আসি তাহলে এসইও শেখার জন্য আপনাকে শুধু এই কাজ গুলো করতে হবে।

কাজ ১ ব্লগ গুলো পড়া

কাজ ২ ব্লগ এ যা পড়বেন সব নিজে একটা সাইট বানিয়ে সাইটে প্র্যাকটিস করা এই ই।

আর তেমন কিছু করতে হবে না যদি আপনি আসলেই এসইও এর দুনিয়ায় নিজেকে দাঁড় করাতে চান। আশা করি এই আর্টিকেল টা আপনাদের এসইও জার্নি তে হেল্প করবে।

By Honest Man

আউটসোর্সিং আমার নেশা এবং পেশা। যতটুকু পারি নতুনদের হেল্প করি ।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ