Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম?

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ:- ফ্রেন্ডস বর্তমানে আজকাল সবাই অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পছন্দ করেন।আগেই আমার জেনেছি বিকাশ দ্বারা বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম।কিন্তু অনেক ইউসার রকেট app ব্যবহার করেন,তাই আজ আমরা রকেট দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়মটি দেখেনেবো।
Rocket  দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম?

বর্তমানে মোবাইল রিচার্জ থেকে শুরু করে ইলেট্রিক বিল,DTH রিচার্জ,গ্যাস বিল,পানি বিল আরও বিভিন্ন বিল গুলো সাধারণত অনলাইনে বিভিন্ন app এর সাহায্যে করেথাকি।

বাংলাদেশে অনেকেই বিকাশ ও Rocket app ব্যবহার করেন।এবং এই app গুলি খুব পুপুলার হওয়ার ফলে এখানে অনেক সুবিধে পাওয়া যায়।তারমধ্যে একটি হচ্ছে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা।

ফ্রেন্ডস,হয়তো আগে আপনারা USSD Menu যেটি *322# ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন,কিন্তু Rocket app এর মাধ্যমে কিভাবে পে করবেন সেটা জানেন না।

তাই,আমি এখানে Rocket app দ্বারা বিদ্যুৎ বিল পে করার প্রসেস টি বিস্তারিত ছবিসহ দেখিয়ে দেব।

তাহলে চলুন দেরী নাকরে শুরু করি।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ ?

ফ্রেন্ডস ,আপনারা নিশ্চই জানেন Rocket একাউন্ট থেকে USSD Menu দ্বারা বা *322# ডায়াল করে আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

এক্ষেত্রে আপনাদের শুধু keypad mobile থাকলেই হবে।এখানে আপনার স্মার্টফোনের প্রয়োজন নেই।

আপনাদের কাছে যদি স্মার্টফোন নাথাকে অথবা app ব্যবহার ঝামেলাই পড়তে না চান তাহলে ওই প্রসেস ফলো করেও পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়।

আর যদি Rocket app এর মাধ্যমে বিদ্যুৎ বিল পে করার প্রসেস জানতে চান,তাহলে নিচে দেখানো স্টেপ গুলো ফলো করুন।

আশাকরি,আপনাদের সবার কাছে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং Rocket app এরমধ্যে একাউন্ট ওপেন রয়েছে।যদি না থাকে তাহলে এই আর্টিকেল আপনার কোনো কাজে আসবে না।

সেক্ষেত্রে নিচে দেওয়া লিংক থেকে একাউন্ট ওপেন প্রসেস জানুন।এবং অলরেডি একাউন্ট থাকলে নিচের স্টেপ ফলো করুন।

এখানে জেনেনিন – মোবাইল ফোনে রকেট একাউন্ট খোলার নিয়ম।

স্টেপ ১- ফ্রেন্ডস,এবার স্মার্টফোনে রকেট app ওপেন করুন।তারপর নিজের ৪ ডিজিট পিন টাইপ করে একাউন্ট লগইন করুন।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 1

স্টেপ ২- একাউন্টের মধ্যে লগইন করার পর হোমস্ক্রিনে অনেকগুলো আইকন বা অপসন দেখতে পাবেন।সেখানে “Bill Pay” অপসন সিলেক্ট করুন।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 2

স্টেপ ৩- পরবর্তী পেজে একটি সার্চ বাক্স পাবেন সেখানে আপনার বিদ্যুৎ প্রোভাইডার “Palli vidyut” লিখে সার্চ করুন। Online Earning Income Tips

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 3

পল্লী বিদ্যুৎ অপসন দেখতে পেলে সেটি ক্লিক করে ওপেন করুন।

স্টেপ ৪- পল্লী বিদ্যুৎ ওপেন করার পর সেখানে নিজের Sms Account Number দিতে হবে।সেটি কোথাই পাবেন ও কিভাবে দিবেন,পরবর্তী স্টেপে জেনেনিন।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 4

মোবাইলের স্ক্রিনে যেখানে Customer Sms Account Number লেখা আছে ওখানে আপনি নিজের বা যার পল্লী বিদ্যুৎ বিল দিতে চান,

তার “13 digit Sms Account Number” বা “১৩ সংখক এস এম এস বিল নং” টাইপ করুন।

আপনি এই Sms Account Number বিদ্যুৎ বিলের মধ্যে পেয়ে যাবেন।(নিচে একটি বিলের সেম্পল কপি দিলাম)

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 5

স্টেপ ৫- এস এম এস নম্বর বক্সের মধ্যে টাইপ করার পর নিজের হলে self ও অন্য কারও বিল পে করলে others অপশন সিলেক্ট করুন।এবং সেখানে কাস্টমার এর মোবাইল নম্বর দিয়েদিন।

বিল পে করার পর ওই মোবাইল নম্বরে একটি successful sms চলে আসবে।

আরো পড়ুন –

  • ৫ মিনিটে একটি রকেট একাউন্ট ওপেন করুন ?
  •  খুব সহজে একটি টুইটার একাউন্ট বানান।
  • অনলাইনে বাংলা টু ইংলিশ অনুবাদ করুন খুব সহজে। 
Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 6

নেক্সট বক্সে কাস্টমার বা যার বিল দিয়েছেন তার নাম লিখতে পারেন অথবা ফাঁকা বাক্স ছেড়েদিয়ে নিচে Validate লেখা আছে ওখানে প্রেস করুন।

স্টেপ ৬ – নেক্সট এবার কিছু সময় অপেক্ষা করুন,তারপর একটি popup উইন্ডো খুলবে সেখানে আপনার কত বিদ্যুৎ বিল এসেছে সেটি দেখতে পাবেন।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 7

এখানে আপনি এই বিল pay করতে চাইলে ok প্রেস করুন।(এখানে আপনাকে total বিল পে করতে হবে )

স্টেপ ৭ – নেক্সট পেজে নিজের ৪ ডিজিট রকেট পিন বসিয়ে প্রসেস সম্পূর্ণ করুন।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 8

এখানে একটা কথা বলেরাখি,আপনি ভবিষ্যতে বিল পেমেন্ট করতে এই একাউন্টকে সেভকরে রাখতে পারেন।সেটি করতে আপনি Save this in the My biller list…. ওখানে টিক দিন।

যাইহোক,বিল পে করতে এবার নিচে “confirm” প্রেস করুন।

আপনার মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে আসবে বিল pay successful.(নিচে একটি উদহারণ দেওয়া হলো)

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 9

এবার আপনি বিদ্যুৎ BILL RECEIPT নিজের মোবাইলে ডাউনলোড করেনিন।পরবর্তী সময়ে কোনো সমস্যা দেখাদিলে এটি কাজে আসবে।

Rocket দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম? 10

এখানে save অপশনে ক্লিক করে এই বিলটি file manager সেভ করে রাখুন।

আমাদের শেষকথা,

বন্ধুগণ,এবার নিশ্চই বুঝতে পারলেন অনলাইনে রকেট app ব্যবহার করে খুব সহজে এই ইলেট্রিক বিল pay করা যায়। এখানে আপনার কোনো এক্সট্রা চার্জ দিতে হয়না,এছাড়া এখানে আপনি নিজের ছাড়া অন্যান লোকের বিলও অনায়াসে পে করতে পারেন।

হাঁ,তবে রকেট app দিয়ে আপনি মাস হিসাবে পেমেন্ট করতে পারবেন না।এখানে total bill পেমেন্ট করতে হবে। আরযদি আপনি মাসে মাসে পে করতে চান তাহলে বিকাশ app দ্বারা পেমেন্ট করুন।নিচে আপনি তার লিংক পেয়ে যাবেন।

তাহলে বন্ধুরা আশাকরি,আমি এই আর্টিকেলে রকেট দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার প্রসেস বুঝতে পেরেছি।আর্টিকেল পড়ে কেমন লাগল বা কিছু জিজ্ঞসা থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ