125 ওয়াটের Fast Charging এর সাথে আসছে Realme GT 5G Mobile

Realme Mobile স্বল্প বাজেটের এবং উন্নত ফিচারের জন্য সেরা ফোন। ইতিমধ্যেই এই মোবাইল কোম্পানি মোবাইল বিশ্বে সারা তুলে ফেলেছে। Realme মোবাইল এবার নতুন সংযোজন করছে Realme জিটি ৫জি । মার্চ মাসের ৪ তারিখে উক্ত মোবাইলটির রিলিজ হতে চলেছে। এই মোবাইলটির তথ্যাবলি এখনো গোপন রাখা হয়েছে তবে আমরা যেটুকু জানতে পেরেছি আপনাদের ততটুকু জানিয়ে দিব। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক।

Realme GT 5G Mobile

রিয়েলমি জিটি ৫জি মোবাইলে দেওয়া হবে ৬.৮ ইঞ্চি বিশিষ্ট ও এল ই ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হবে ১৪৪০X৩২০০ পিক্সেল। এবং ২০:৯ অনুপাতে ১৬০ হার্জ এর ডিসপ্লে। এই মোবাইলটির সাথে দেওয়া হবে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। চিপসেট থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬৬০। ৩ টি আলাদা ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি এবং সেগুলো হল ৮ জিবি র‍্যাম ১২৮ জিবি স্টোরেজ অপরটি ১২ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ এবং অন্যটি হবে ১২ জিবি র‍্যাম ৫১২ জিবি স্টোরেজ। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে এবং সিমগুলো হবে ন্যানো সিম।

রিয়েলমি জিটি ৫জি তে দেওয়া হবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হব ৬৪ মেগাপিক্সেল এর ওয়াইড, ১৩ মেগাপিক্সেল এর টেলিফটো এবং আরেকটি হবে ১৩ মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সাথে দেওয়া হবে এল ই ডি ফ্ল্যাশ। এছাড়া এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা থাকবে কি তা এখনো গোপন রাখা হয়েছে। উভয় ক্যামেরাগুলোতেই ফুল এইচ ডি ভিডিও করা যাবে। এইচ ডি আর, প্যানোরামা তো ক্যামেরাগুলোতে থাকবেই।

Realme জিটি ৫জি তে দেওয়া হয়েছে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি এবং ফাস্ট চার্জ এর জন্য দেওয়া হবে ১২৫ ওয়াটের ফাস্ট চার্জ ক্যাপাসিটি। বিষয়টি আমার কাছে দুর্দান্ত লেগেছে। উক্ত মোবাইলটিতে আরো থাকছে ব্লুটুথ ৫.১, ওয়াইফাই, টাইপ সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য সুবিধা। শুধু মাত্র কালো রঙ এ পাওয়া যাবে এই ফোনটি।

রিয়েলমি জিটি ৫জি মোবাইলটির মূল্য বা অন্যান্য কিছু তথ্য এখনো গোপন রাখা হয়েছে লঞ্চ করার সময় সকল তথ্য জানিয়ে দিবে। Online Income Tips

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ