Online এ কোন কাজের কী যোগ্যতার প্রয়োজন

অনলাইন মার্কেটপ্লেসে সাধারনত যে ধরনের কাজ পাওয়া যায় এই সকল কাজের জন্য কি ধরনের যোগ‌্যতার প্রয়োজন হয় তা এখন আলোচনা করব।

ওয়েব ডেভেলপমেন্ট:  এই কাজে ওয়েবসাইট তৈরি করা জানতে হবে। বিভিন্ন প্রোগ্রামিং ভাষা যেমন এইচটিএমএল, পিএইচপি, জাভা স্ক্রিপ্ট, সিএসএস, মাইএসকিউএল ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই ভাষাগুলোর ওপর দু-একটা পরীক্ষা দেওয়া থাকলে কাজ পেতে সুবিধা হবে।

তবে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস শিখেও আপনি অনলাইনে ক্যারিয়ার দাড় করাতে পারবেন এবং ১০, ০০০ থেকে ৫০,০০০ টাকা আয় করতে পারবেন।

Online এ কোন কাজের কী যোগ্যতার প্রয়োজন 1
Do you need to know how to earn money online

এসইও শিখুন Freelancer ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়ুন

সফটওয়্যার ডেভেলপমেন্ট:  সফটওয়্যার তৈরি করা জানতে হবে বিভিন্ন প্রোগ্রামিং ভাষা  যেমন জাভা, সি শার্প, ভিজু্যয়াল বেসিক, মাইএসকিউএল, ওরাকল, এসকিউএল সার্ভার ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

নেটওয়ার্কিং ও ইনফরমেশন সিস্টেম:  ডেটাবেইস, নেটওয়ার্কিং ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তবেই নেটওয়ার্কিং ও ইনফরমেশন সিস্টেম বিষয়ক নানা কাজ পাবেন।

লেখা ও অনুবাদ:  এ ধরনের কাজের জন্য ইংরেজিতে দক্ষ হতে হবে, কারিগরি জ্ঞান থাকতে হবে, ওয়েবসাইট, ব্লগ, ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। লেখালেখির অভ্যাস থাকলে ভালো হয়।

অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট:  এই বিভাগের কাজগুলো তুলনামূলকভাবে অনেক সহজ। মূলত কপি  পেস্টের কাজ। কম্পিউটার, ইন্টারনেট, ওয়েবসাইট, ব্লগ, ই-মেইল, ফেসবুক, টুইটার এসব ওয়েবসাইট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

ডিজাইন ও মাল্টিমিডিয়া:  আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হবে। ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন-ডিজাইন, ফ্ল্যাশ ইত্যাদি জানা থাকলে লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইনের কাজ খুব সহজেই করা যায়।

গ্রাহকসেবা:  এই বিভাগের কাজের জন্য আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। দ্রুত ইংরেজি লেখা ও বলা দুটোতেই দক্ষ হতে হবে।

বিক্রয় ও বিপণন:  ই-কমার্স সাইটগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ই-কমার্স ওয়েবসাইট, ব্লগ, ই-মেইল, সামাজিক যোগাযোগ (ফেসবুক, টুইটার), বিপণন, এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) ইত্যাদি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

বিজনেসসার্ভিসেস: এই বিভাগের কাজের জন্য আপনার ব্যবসায়িক জ্ঞান থাকতে হবে। লেনদেনের বিভিন্ন মাধ্যম (পেমেন্ট মেথড) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

C++ শিখুন- Easy way (পর্ব- 03)

Web Developer এর 10 টি সুবিধা

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ