আসসালামু আলাইকুম বন্ধরা সবাই কেমন আছেন । আশা করি ভাল আছেন। ইন্টারনেটের মাধ্যমে অর্থ উপার্জন করা খুব একটা সহজ ব্যাপার নয়। এর জন্য অদম্য ধৈয্য শক্তির প্রয়োজন। ধৈর্যশীল ব্যক্তিরা একমাত্র সফল হতে পারে । ফুটবল খেলার মাঠে নেমে যেমন দাঁড়িয়ে থাকলে বল পাওয়া যায় না । তেমনি অনলাইনে পরিশ্রম না করলেও আপনার একাউন্টে এমনি এমনি কখনও ডলার যোগ হয়ে যাবে না। যারা হয়তো কোন কাজ খুজছেন অথবা কাজ করার ইচ্ছা আছে পাচ্ছেন না অথবা একেবারে বেকার বসে আছেন তারা আজ থেকে কাজ শুরু করতে পারেন । ছোট ছোট কাজ করে আপনি প্রতি মাসে মোটামুটি একটা ভালো মানের ডলার আয় করে নিতে পারেন ptc সাইট এর মাধ্যমে।
এটি একটি সহজ মাধ্যম বলা চলে। কারণ এতে কাজের কোন পুর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। অনেকেই আছে যারা ptc কে অনেক ছোট নিম্নমানের কাজ মনে করে এই ধারণা একেবারেই ভুল প্রথম এক থেকে দুই মাস ptc সাইটগুলো থেকে আসলে অনেক কম আয় করা যায়। 80% মানুষ পিটিসি থেকে দূরে চলে যায় পিসিকে অবহেলা মনে করে তারা অনলাইনে আয় করতে হলে আপনি যে কাজই করেন না কেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনলাইনে এমন কোন জায়গা নেই যে আপনি রাতারাতি লাখপতি হয়ে যাবেন পিটিসি সাইটগুলোতে কাজ করে দিনে 2 থেকে 3 ডলার আয় করে এরকম অনেকেই আছেন ।তারা যদি পারে আপনিও পারবেন শুধু মনে প্রচন্ড ইচ্ছাশক্তি রাখতে হবে।
পিটিসি সাইট থেকে যেরকম ইনকাম আসে তার একটি চার্ট আপনাদের সামনে তুলে ধরা হল
১। একটা সাইট থেকে এক দিনে আয় 0. 06 ডলার
২। পাঁচটা সাইট থেকে এক দিনে আয় 0. 06*5=0.30 ডলার
৩। দশটা সাইট থেকে এক দিনে আয় 0. 06*10=0.60 ডলার
তাহলে এক মাসে আপনার আয় কত হচ্ছে 0.60*30=18 ডলার
নতুন হিসেবে এ কাজটা অনেক ভালো আর ধীরে ধীরে তো এ কাজের মান অনেক বাড়বে এবং আরো বাড়বে ।এখনো কি ptc কে অবহেলা করবেন। অনলাইনে রয়েছে অনেক ভালো ভালো ptc site যারা আপনাকে টাকা দিবে আর রয়েছে অনেক scam ptc সাইট যা আপনাকে ধোঁকা দিবে । তাই আপনার প্রথম কাজ হবে ভালো পিটিসি সাইট কে খুজে বের করা শুধুমাত্র সেগুলোতে কাজ করে ভাল টাকা আয় করতে পারবেন। নিচে ধারাবাহিকভাবে কিছু site দেয়া হলো আপনাদের জন্য
সেরা পেইড পিটিসি সাইট লগইন করুন এখনই
6. http://www.jillsclickcorner.com
10. সবচাইতে ভালো সাইট এই টা https://wad.ojooo.com/
Comments (No)