Photoshop Action দিয়ে নিজের ছবিকে ইচ্ছামত বানিয়ে নিন আপনি হয়তো ভাবছেন, নিজের ছবিতে আশ্চর্যরকম ইফেক্ট বা প্রভাব ফুটিয়ে তোলা একমাত্র ফটোশপে দক্ষ মানুষদের পক্ষেই সম্ভব। এই বিশ্বায়নের যুগে এখন কোন কিছুই আসলে অসম্ভব নয়। ফটোশপের উপর যদি আপনার বিন্দুমাত্র জ্ঞানও না থাকে, তবুও আপনি যে কোন অ্যাকশন ব্যবহার করে আপনার ছবিকে অসাধারণ করে তুলতে পারেন নিমিষেই, আর মাত্র এক ক্লিকেই এটা করা সম্ভব।
আসুন জেনে নিই, ফটোশপ অ্যাকশন আসলে কি?
ফটোশপ অ্যাকশন হচ্ছে, ফটোশপের একটি প্রক্রিয়া যা নির্দিষ্ট উপায়ে রেকর্ড করা হয়ে থাকে। তারপর এটাকে অ্যাকশন হিসেবে সংরক্ষন করতে হয়। এই সংরক্ষিত অ্যাকশনটি আপনি পরবর্তীতে যেকোনো ছবিতে ব্যবহার করতে পারবেন। আর তার জন্য একটি ক্লিকই যথেষ্ট।
কেন এই অ্যাকশন
সময় বাঁচাতে ফটোশপ অ্যাকশনের জুড়ি মেলা ভার। এক কাজ বারবার করতে কারই বা ভাল লাগে। তাই ফটোশপের কোন টেকনিক বা কৌশল একবার ভালোভাবে রেকর্ড করে রাখলে পরবর্তীতে যেকোনো ছবিতে ব্যবহার করা যায়।
যেভাবে ব্যবহার করবেন ফটোশপ অ্যাকশন
বেশ কিছু অনলাইন মার্কেটে বিভিন্ন ধরনের সৃজনশীল ফটো ইফেক্ট কিনতে পাওয়া যায়। এগুলো দামে যেমন সাশ্রয়ী, তেমনি ব্যবহার করাও সোজা। তার সাথে সাথে আপনার অনেক সময় সাশ্রয় করবে এই নতুন ফটোশপ অ্যাকশনগুলো। এগুলো সাধারনত ডিজাইনার ও ডিজিটাল আর্টিস্টদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
ফটোশপ অ্যাকশন ব্যবহার করে যেসব জিনিষ তৈরি করা সম্ভব
এগুলো দিয়ে আপনি আপনার ছবি রুপান্তর এবং নিমিষেই বেশ কিছু উদ্ভাবনী প্রভাব প্রয়োগ করতে পারবেন যার ফলে আপনার ফ্লাইয়ার, পোস্টার ও ফটো ম্যানিপুলেশন অন্য মাত্রা পাবে।
প্রতিটি ফটোশপ অ্যাকশন ডাউনলোড করে খুব সহজেই কাজ শুরু করতে পারবেন। এজন্য আপনাকে মাত্র একটি বোতাম টিপতে হবে। প্রতিটি অ্যাকশন আপনার মুল ছবির সাথে কিভাবে কাজ করবে, সে ব্যপারে নির্দ্বিধায় প্রয়োজনীয় নির্দেশ প্রদান করতে পারবেন। এগুলো আসলে ব্রাশের মাধ্যমে কাজ করতে সক্ষম যা আপনি আপনার প্রয়োজন ও ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। নির্দিষ্ট জায়গায় ব্রাশের ব্যবহার করে অ্যাকশন বোতামে চাপ দিলেই প্রয়োজনীয় পরিবর্তন সম্পন্ন হবে।
দেরি না করে নিচের কালেকশনটি দেখুন, এবং সময় সাশ্রয়ী ফটোশপ অ্যাকশনের ব্যাপারে বিস্তারিত জানুন যেগুলো আপনার অতি সাধারণ ছবিকে পেশাদার সৃজনশীল ইফেক্ট দ্বারা অসাধারণ করে তুলতে সক্ষম হবে!
Comments (No)