আপনারা অনেকেই জানতে চান কিভাবে আপনারা খুব সহজে Pay Fixation থেকে Increment বের করবেন। আজ আমি আলোচনা করব কিভাবে আপনি মোবাইল ও ডেক্সটপ দুই ভাবেই Increment বের করবেন। সম্পূর্ণ জানতে আমার এই পোস্ট টি পুরো পড়ে ফেলুন আশা করি আর কোন প্রশ্ন থাকবে নাহ আপনাদের।
Table of Contents
Pay Fixation কি?
Pay Fixation কেন করতে হয় বা কেন জরুরী?
আমি কি নিজে নিজে এটা করতে পারব?
মোবাইল দিয়ে কি পে ফিক্সেশন করা যায়?
এখন আপনার কি কি প্রয়োজন পরবে?
কিভাবে কম্পিউটার/মোবাইল দিয়ে ইঙ্ক্রিমেন্ট বের করবেন?
Pay Fixation কি?
আসলে পে ফিক্সেশন কি? এটা কি কোন জরুরী বিষয়? পে ফিক্সেশন হল মুলত সরকারি চাকুরিজিবি দের বেতন সংক্রান্ত তথ্যাদি জমা দেয়ার একটা সিস্টেম। সরকারি চাকুরিজিবি রা ছাড়া এই সিস্টেম অন্য কেউ ব্যবহার করতে পারবে নাহ। সরকারি চাকুরিজিবি দের বেতন ডিজিটালাইজেশন করার জন্য এই প্রকল্প গ্রহন করা হয়। এটাকে বাংলায় অনলাইনে বেতন নির্ধারণ ও বলা হয়ে থাকে। এই প্রক্রিয়া টি শুধুমাত্র নতুন যারা চাকুরী তে যোগদান করেছেন তাদের জন্য নয়, অনেক বছর চাকুরী করেছেন কিংবা প্রোমোশন ও বেতন স্কেল বৃদ্ধি পেলেও তাদের এই পে ফিক্সেশন জমা দিতে হয়।
Pay Fixation কেন করতে হয় বা কেন জরুরী?
সহজ ভাবে বললে আপনার প্রদানকৃত পে ফিক্সেশন এর উপর নির্ভর করেই সরকার আপনার বেতন নির্ধারণ করে থাকেন। তাহলে বুঝতেই পারছেন এটি কেন জরুরী। আপনি নতুন জয়েন করে থাকলে এটি জমা না দিলে আপনার বেতন আপনার নামে সরকার থেকে বরাদ্দ করা হবে নাহ। এছাড়াও আপনি যদি চাকুরী রত অবস্থায় স্কেলের পরিবর্তন, পদন্নতি, সিলেকশন গ্রেড, টাইম স্কেল ইত্যাদি কারনে যদি বেতনের পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি এটি জমা না দিলে আপনি নতুন বেতন পাবেন নাহ পুরাতন স্কেলেই বেতন পেয়ে থাকবেন। আশা করি এর গুরুত্ব আপনি বুঝতে পেরেছেন। Online Income Tips
আরও জানুন
১।কিভাবে পেপাল বাংলাদেশে ব্যবহার করবেন ও টাকা তুলবেন?
২। কিভাবে ইন্টারনেট এর প্রকৃত স্পিড টেস্ট করবেন?
৩। ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে শুরু করব ও কি কি লাগে?
৪। Modern app ltd app এর সেরা অ্যাপস ২০২১
৫। ১৯২.১৬৮.০.১ কি? এটি কি কাজ এ ব্যবহৃত হয়
আমি কি নিজে নিজে এটা করতে পারব?
জি অবশ্যই কেন পারবেন নাহ। এটা তো আর রকেট সাইন্স নাহ যে পারবেন নাহ। এই পোস্ট টা ফলো করে ফেলুন খুব সহজে করতে পারবেন।
মোবাইল দিয়ে কি পে ফিক্সেশন করা যায়?
জি, আলবাত করা যায়। এখন মোবাইল দিয়ে দুনিয়ায় কত কাজ করা যায় আর এটা করা যাবে নাহ। এমনকি আপনি চাইলে মোবাইল দিয়ে ডেক্সটপ মুড এও কাজ চালানো যাবে।
এখন আপনার কি কি প্রয়োজন পরবে?
১. জাতীয় পরিচয়পত্র
২. মোবাইল ফোন নম্বর
৩. বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এবং আনুসংগিক সকল কাগজপত্র যথা, নিয়োগ, বদলী, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, উচ্চতর গ্রেড, বেতন পুনঃনির্ধারণ প্রভৃতি সংক্রান্ত অফিস আদেশের সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৪. নতুন নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেটে)
৫. চলমান এবং নতুন নিয়োগ ব্যতীত অন্যান্য বেতন নির্ধারণের জন্য ০১/০৭/২০১৫ তারিখের বেতন নির্ধারণ ‘ভেরিফিকেশন নম্বর’
৬. প্রিন্ট করার ব্যবস্থা
সোর্সঃ IBAS
কিভাবে কম্পিউটার/মোবাইল দিয়ে ইঙ্ক্রিমেন্ট বের করবেন?
ধাপ ১ঃ প্রথমেই চলে যাবেন এই লিংক এ। সুন্দর করে এই লিংক এ ঢুকার পর একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আপনার সামনে। এখানের সব গুলো ডাটা গুলো খুব মনোযোগ সহকারে পড়ে ফেলবেন। একটাও বাদ দিবেন নাহ। সব গুলো ডাটা ই খুব ই গুরুত্বপূর্ণ। আর আপনি যখন কোন ডাটা দিবেন সবসময় ডাবল চেক করে নিবেন কোথাও ভুল হচ্ছে কিনা। নাহলে আবার বিপদে পড়তে পারেন। এবার সুন্দর করে ক্লিক করে দিন পরবর্তী ধাপ বাটনে।
ধাপ ২ঃ এই ধাপে আপনি কিছু জরুরী নির্দেশনা পাবেন। লাল চিহ্নিত অপশনে টিক মারার আগে সব গুলো সাবধানতা পড়ে নিবেন দয়া করে। তারপরে পরবর্তী চেপে দিবেন।
ধাপ ৩ঃ এই ধাপে আপনাদের জন্য একটা নোটিশ দেয়া হয়েছে। এই নোটিশ টাকে ভালভাবে পড়ে হ্যা বাটনে চাপ দিয়ে দিন।
ধাপ ৪ঃ এই ধাপে আপনি দেখতে পারবেন বিভিন্ন অপশন। প্রথমে পাবেন চলমান ফরম, নতুন নিয়োগ, নতুন নিয়োগ (বেতন সংক্রান্ত), পদোন্নতি, টাইমস্কেল, সিলেকশন গ্রেড, জাতীয়করণ মাধ্যমিক কলেজ এর ফরম, উচ্চতর গ্রেড ও সবশেষে ইনক্রিমেন্ট। আমি এখানে ইনক্রিমেন্ট নিয়ে আলোচনা করেছি তাই আমি ইনক্রিমেন্ট সিলেক্ট করেছি। আপনি আপনার কাঙ্ক্ষিত ফরম এর ধরন অনুযায়ি সিলেক্ট করবেন।
ধাপ ৫ঃ এই ধাপে ইনক্রিমেন্ট সিলেক্ট করার পড়ে আপনি আরও ৫ টি ক্যাটাগরি সিলেক্ট করার সুযোগ পাবেন। বেসামরিক, রেলওয়ে, সিজিডিএফ, বিজিবি ও জুডিশিয়াল। আপনি যে ক্যাটাগরির অন্তর্ভুক্ত সেই ক্যাটাগরি সিলেক্ট করে ফেলুন।
ধাপ ৬ঃ এই ধাপে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করার পর একটি ফরম দেখতে পাবেন। যেই ফরম এর প্রথম অপশনে থাকবে আপনার ন্যাশনাল আইডি নং। খুব সুন্দর করে দেখে মিলিয়ে পুরন করবেন। আপনাকে আপনার অফিস এ জয়েন করার সম্য় একটি ভেরিফিকেশন কোড দিয়ে দেয়া হবে, আপনি যদি কোডটা না জানেন বা ভুলে যান সেক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠান এর হিসাব বিভাগে থেকে জানতে পারবেন। এবার আপনার ভেরিফিকেশন কোড টি ২নং বক্স এ দিয়ে দিবেন।
এবার আসবে আপনি যে রোবট নন মানুষ তার প্রমাণ এর পালা। মানে আপনাকে ক্যাপচা পুরন করতে হবে। ক্যাপচা গুলো সধারনত ইংরেজি বর্ণ ও সংখ্যার সংমিশ্রনে তৈরি হয় অনেক ক্যপচা বড় হাতের অক্ষর ব্যবহার করে থাকে তাই সেটা খেয়াল রাখবেন। ব্যাস এবার আপনার কাজ শেষ লগিন বাটনে চাপ দিয়ে দিন। এবার নিচে আরও দুটি নীল রঙের বাটন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে Try Another এন্ড Forgot Verification Number। প্রথম বাটন টি কাজে লাগবে আপনার যখন আপনি ক্যাপচা ভুল করবেন। পুনরায় নতুন ক্যাপচা লোড করতে ওই বাটন টি ব্যবহার করুন। দ্বিতীয় বাটন টি আপনার ভেরিফিকেশন কোড টি ভুলে গেলে ফিরে পেতে সাহয্য করবে।
ধাপ ৭ঃ এই ধাপে আপনার ফোন নাম্বারে একটি One Time Passoword ( OTP ) যাবে। আপনার কাঙ্ক্ষিত ওটিপি টি বক্স এ দিয়ে সাবমিট করে দিন। এর পরেই আপনি পেয়ে যাবেন ইনক্রিমেন্ট ফরম টি।
জি হ্যা এভাবেই আপনি খুব সহজে আপনি নিজেই নিজের ইঙ্ক্রিপমেন্ট ফরম ডাউনলোড করে ফেলতে পারবেন।
Comments (No)